ETV Bharat / international

মোদি ও ট্রাম্পের সঙ্গে সেলফিতে 'লাকি বয়' - হিউস্টন

PMO-র তরফে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্য কলাকুশলীদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আসছিলেন । তখনই তাঁদের একটি সেলফি তোলার অনুরোধ জানায় এই কিশোর । সহাস্যে সেই অনুরোধ রেখে ক্যামেরায় পোজ় দেন মোদি ও ট্রাম্প ।

selfie with trump and Modi
author img

By

Published : Sep 24, 2019, 11:02 AM IST

হিউস্টন, 24 সেপ্টেম্বর : একটা ছবি । আরও ভালো করে বললে, 22 সেপ্টেম্বর হিউস্টনে 'হাউডি মোদি'-র অনুষ্ঠানে তোলা একটি সেলফি । সেই সেলফিতে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি এবং এক কিশোরকে । সেই সময়ের একট ভিডিয়ো PMO-র টুইটার পেজে শেয়ার করা হয়েছে । ছবিটি এখন সোশাল মিডিয়াতেও ভাইরাল । ক্যামেরাবন্দী করা মুহূর্তটি যে ওই কিশোরের সারা জীবনের অন্যতম সেরা সম্পদ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য । বছর তেরোর ওই কিশোরের নাম সাত্ত্বিক হেগডে ৷ তার পরিবার 17 বছর আগে কর্নাটকের উত্তরা কন্নড থেকে সান অ্যান্টোনিও চলে আসে ৷

রবিবার হিউস্টনের NRG স্টেডিয়ামে 'হাউডি মোদি' অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও আড়ম্বর ছিল তুঙ্গে । সমাবেশে যোগা অনুষ্ঠানে অংশ নিয়েছিল সাত্ত্বিক । PMO-র তরফে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্য কলাকুশলীদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আসছিলেন । তখনই তাঁদের একটি সেলফি তোলার অনুরোধ জানায় সাত্ত্বিক । সহাস্যে সেই অনুরোধ রেখে ক্যামেরায় পোজ় দেন মোদি ও ট্রাম্প ।

PMO-র টুইটার পেজে ভিডিয়োটি শেয়ার করতেই লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি । কেউ লেখেন 'ওর জীবনের সেরা সেলফি' আবার কেউ লেখেন 'লাকি বয়' । PMO-র পাশাপাশি BJP নেতা তথা প্রাক্তন BCCI প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ভিডিয়োটি শেয়ার করেছেন ।

হিউস্টন, 24 সেপ্টেম্বর : একটা ছবি । আরও ভালো করে বললে, 22 সেপ্টেম্বর হিউস্টনে 'হাউডি মোদি'-র অনুষ্ঠানে তোলা একটি সেলফি । সেই সেলফিতে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি এবং এক কিশোরকে । সেই সময়ের একট ভিডিয়ো PMO-র টুইটার পেজে শেয়ার করা হয়েছে । ছবিটি এখন সোশাল মিডিয়াতেও ভাইরাল । ক্যামেরাবন্দী করা মুহূর্তটি যে ওই কিশোরের সারা জীবনের অন্যতম সেরা সম্পদ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য । বছর তেরোর ওই কিশোরের নাম সাত্ত্বিক হেগডে ৷ তার পরিবার 17 বছর আগে কর্নাটকের উত্তরা কন্নড থেকে সান অ্যান্টোনিও চলে আসে ৷

রবিবার হিউস্টনের NRG স্টেডিয়ামে 'হাউডি মোদি' অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও আড়ম্বর ছিল তুঙ্গে । সমাবেশে যোগা অনুষ্ঠানে অংশ নিয়েছিল সাত্ত্বিক । PMO-র তরফে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্য কলাকুশলীদের সঙ্গে বাক্য বিনিময় করতে করতে আসছিলেন । তখনই তাঁদের একটি সেলফি তোলার অনুরোধ জানায় সাত্ত্বিক । সহাস্যে সেই অনুরোধ রেখে ক্যামেরায় পোজ় দেন মোদি ও ট্রাম্প ।

PMO-র টুইটার পেজে ভিডিয়োটি শেয়ার করতেই লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি । কেউ লেখেন 'ওর জীবনের সেরা সেলফি' আবার কেউ লেখেন 'লাকি বয়' । PMO-র পাশাপাশি BJP নেতা তথা প্রাক্তন BCCI প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ভিডিয়োটি শেয়ার করেছেন ।

New York (USA), Sep 24 (ANI): Prime Minister Narendra Modi met President of Namibia, Hage Geingob in New York on Sep 23. Both the leaders stressed great potential for further strengthening partnership between both countries. Leaders met on the sidelines of United Nations General Assembly.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.