ETV Bharat / international

অ্যামেরিকায় কোরোনা ভ্যাকসিন দেওয়া শুরু, অভিনন্দন ট্রাম্পের

author img

By

Published : Dec 14, 2020, 10:39 PM IST

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্স স্যান্ড্রা লিনডসে প্রথম কোরোনা ভ্যাকসিন পেলেন ৷ তিনি লং আইল্যান্ড জেউইস মেডিকেল সেন্টারে কর্মরত ৷ তাঁকে ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

নার্সের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করল অ্যামেরিকা
নার্সের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করল অ্যামেরিকা

নিউ ইয়র্ক, 14 ডিসেম্বর : আজ থেকে অ্যামেরিকায় শুরু হল কোরোনা ভ্যাকসিন প্রয়োগের কাজ ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন দেওয়া হয় এক নার্সকে ৷ তিনি নিউ ইয়র্কের বাসিন্দা ।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্স স্যান্ড্রা লিনডসে প্রথম কোরোনা ভ্যাকসিন পেলেন ৷ তিনি লং আইল্যান্ড জেউইস মেডিকেল সেন্টারে কর্মরত ৷ তাঁকে ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

অ্যামেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সরকারিভাবে প্রথম টিকা দেওয়া হল ৷ শুভেচ্ছা ইউএসএ ৷ শুভেচ্ছা বিশ্ব ৷’’

  • First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!

    — Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="

First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!

— Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020 ">

আরও পড়ুন :- 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দেওয়া হবে ফাইজ়ারের প্রথম টিকা : ট্রাম্প


আর ভ্যাকসিন নেওয়ার পর লিনডসে বলেন, ‘‘অন্য ভ্যাকসিনের থেকে কোনও পার্থক্য অনুভব করিনি ৷ আমি আশাবাদী এটা যন্ত্রণাদায়ক সময়ের শেষের শুরু ৷ আমি জনগণের আত্মবিশ্বাস বাড়িয়ে বলতে চাই ভ্যাকসিনটি নিরাপদ ৷’’

নিউ ইয়র্ক, 14 ডিসেম্বর : আজ থেকে অ্যামেরিকায় শুরু হল কোরোনা ভ্যাকসিন প্রয়োগের কাজ ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন দেওয়া হয় এক নার্সকে ৷ তিনি নিউ ইয়র্কের বাসিন্দা ।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্স স্যান্ড্রা লিনডসে প্রথম কোরোনা ভ্যাকসিন পেলেন ৷ তিনি লং আইল্যান্ড জেউইস মেডিকেল সেন্টারে কর্মরত ৷ তাঁকে ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

অ্যামেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সরকারিভাবে প্রথম টিকা দেওয়া হল ৷ শুভেচ্ছা ইউএসএ ৷ শুভেচ্ছা বিশ্ব ৷’’

  • First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD!

    — Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :- 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দেওয়া হবে ফাইজ়ারের প্রথম টিকা : ট্রাম্প


আর ভ্যাকসিন নেওয়ার পর লিনডসে বলেন, ‘‘অন্য ভ্যাকসিনের থেকে কোনও পার্থক্য অনুভব করিনি ৷ আমি আশাবাদী এটা যন্ত্রণাদায়ক সময়ের শেষের শুরু ৷ আমি জনগণের আত্মবিশ্বাস বাড়িয়ে বলতে চাই ভ্যাকসিনটি নিরাপদ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.