ওহিয়ো (অ্যামেরিকা), 4 অগাস্ট : টেক্সাসের পর এবার ওহিয়ো । ফের আততায়ী হামলা অ্যামেরিকায় । আজ ভোররাতে (স্থানীয় সময়) ওহিয়োর ওরেগন জেলার ইস্ট 5 নম্বর স্ট্রিটে হামলা চালায় আততায়ীরা । দ্যাতন পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের । খতম হয়েছে আততায়ীও ।
আরও পড়ুন : টেক্সাসে শপিং মলের বাইরে গুলি, মৃত কমপক্ষে 20
ইস্ট 5 নম্বর স্ট্রিট বেশ জনপ্রিয় এলাকায় । রাতবিরেতেও এখান ভিড় থাকে । সেই পরিস্থিতির সুযোগ নেয় আততায়ী । সটান গুলি চালাতে শুরু হয় । ঘটনাস্থানেই মারা যান 9 জন । গুলিবিদ্ধ 16 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
এর আগে গতকাল রাতে টেক্সাসের এল পাসোর একটি শপিং মলের বাইরে হামলা চালায় আততায়ী ৷ কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে ৷ জখম 26 জন ৷ একজন আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্বেষের কারণে এই হামলা চালানো হয়েছে ৷