ETV Bharat / international

অ্যামেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ভেঙে মৃত 7

author img

By

Published : Oct 3, 2019, 9:24 AM IST

Updated : Oct 3, 2019, 9:43 AM IST

কানেকটিকাটে ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা ৷ মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন ৷

বিমান দুর্ঘটনা

ওয়াশিংটন, 3 অক্টোবর : রানওয়েতে নামার সময় চাকা পিছলে বিমান দুর্ঘটনা ৷ মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার কানেকটিকাটের ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে ৷

গতকাল স্থানীয় সময় সকাল 10টা নাগাদ 13 জন আরোহীকে নিয়ে বোয়িং B-17 বিমানটি ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে নামছিল ৷ রানওয়েতে চাকা পিছলে ভেঙে পড়ে বিমানটি ৷ বিমানবন্দর চত্বর ধোঁয়ায় ভরে যায় ৷

বিমানের 13 জন আরোহীর মধ্যে 10 জন যাত্রী এবং 3 জন স্ক্রু মেম্বার ৷ দুর্ঘটনাস্থানে 7 জনের মৃত্যু হয়৷ ঘটনাস্থানে উপস্থিত এক ব্যক্তি এবং 6 আরোহী আহত হন ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের উপর বোমা ফেলার জন্য বোয়িং B-17 ব্যবহার করত অ্যামেরিকার সেনা ৷ 1945 সাল পর্যন্ত প্রায় 12 হাজার 700 টি বোয়িং B-17 বোমারু বিমান তৈরি হয় ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1.5 মিলিয়ন টন বোমা ফেলেছিল অ্যামেরিকা ৷ তার মধ্যে B-17 থেকে 6 লাখ 40 হাজার টন বোমা ফেলা হয়েছিল ৷ বর্তমানে মাত্র 10টির মতো এই বোমারু বিমান ব্যবহৃত হয় ৷ তবে সেনার কাজে আর ব্যবহার করা হয় না বোয়িং B-17 ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, এই বিমানটি বর্তমানে সেনার কাছে ব্যবহার হচ্ছিল না ৷ বিমানটি এক ব্যক্তির নামে ছিল৷

ওয়াশিংটন, 3 অক্টোবর : রানওয়েতে নামার সময় চাকা পিছলে বিমান দুর্ঘটনা ৷ মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার কানেকটিকাটের ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে ৷

গতকাল স্থানীয় সময় সকাল 10টা নাগাদ 13 জন আরোহীকে নিয়ে বোয়িং B-17 বিমানটি ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে নামছিল ৷ রানওয়েতে চাকা পিছলে ভেঙে পড়ে বিমানটি ৷ বিমানবন্দর চত্বর ধোঁয়ায় ভরে যায় ৷

বিমানের 13 জন আরোহীর মধ্যে 10 জন যাত্রী এবং 3 জন স্ক্রু মেম্বার ৷ দুর্ঘটনাস্থানে 7 জনের মৃত্যু হয়৷ ঘটনাস্থানে উপস্থিত এক ব্যক্তি এবং 6 আরোহী আহত হন ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের উপর বোমা ফেলার জন্য বোয়িং B-17 ব্যবহার করত অ্যামেরিকার সেনা ৷ 1945 সাল পর্যন্ত প্রায় 12 হাজার 700 টি বোয়িং B-17 বোমারু বিমান তৈরি হয় ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1.5 মিলিয়ন টন বোমা ফেলেছিল অ্যামেরিকা ৷ তার মধ্যে B-17 থেকে 6 লাখ 40 হাজার টন বোমা ফেলা হয়েছিল ৷ বর্তমানে মাত্র 10টির মতো এই বোমারু বিমান ব্যবহৃত হয় ৷ তবে সেনার কাজে আর ব্যবহার করা হয় না বোয়িং B-17 ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, এই বিমানটি বর্তমানে সেনার কাছে ব্যবহার হচ্ছিল না ৷ বিমানটি এক ব্যক্তির নামে ছিল৷

Intro:Body:*ब्रेकिंग उत्तराखंड*

देवप्रयाग के पास Nh 58 तिनधारा के निकट एक टेम्पोट्रबल पर पहाड़ी से गिरा मलवा ।

टेंपो ट्रेवल्स में 10 यात्री थे सवार बताये जा रहें हैं

दुर्घटना में 5 यात्रियों के मरने की सूचना

एसडीआरएफ रेस्क्यू टीम सूचना पर मौके के लिये रवाना।
पंजाब से हेमकुण्ड जा रहे थे सभी यात्री।
पंजाब के माहोली के बताए जा रहे है सभी यात्री।Conclusion:
Last Updated : Oct 3, 2019, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.