ETV Bharat / international

মিসৌরিতে পেট্রল পাম্পে হামলা, মৃত 5 - US SHOOTING

স্থানীয় সময় রাত 11টা 33 মিনিট নাগাদ পুলিশ শহরের কয়েকটি জায়গায় গুলি চালানোর খবর পায় ৷ এরপর রাত 11টা 43 মিনিট নাগাদ মিসৌরির কুম ও গো নামে একটি পেট্রল পাম্পের কাছে গাড়ি দুর্ঘটনার খবর আসে এবং আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীর হামলা চালানোর খবর পায় পুলিশ ৷

5 killed in shooting in US Missouri
অ্যামেরিকায় স্থানীয় গ্যাস স্টেশনে দুষ্কৃতী হামলায়, মৃত 5
author img

By

Published : Mar 17, 2020, 8:34 AM IST

Updated : Mar 17, 2020, 10:03 AM IST

মিসৌরি (অ্যামেরিকা), 17 মার্চ : অ্যামেরিকায় একটি পেট্রল পাম্পে দুষ্কৃতী হামলা ৷ গুলিবিদ্ধ হয়ে দুষ্কৃতীসহ মৃত পাঁচ ৷ মিসৌরির একটি পেট্রল পাম্পে বন্দুক নিয়ে হামলা করে ওই দুষ্কৃতী ৷ স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সাড়ে 11টা নাগাদ হামলা চালায় ওই দুষ্কৃতী ৷ পুলিশ জানিয়েছে, নিহত 5 জনের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন ৷

স্থানীয় সময় রাত 11টা 33 মিনিট নাগাদ পুলিশ শহরের কয়েকটি জায়গায় গুলি চালানোর খবর পায় ৷ এরপর রাত 11টা 43 মিনিট নাগাদ মিসৌরির কুম ও গো নামে একটি পেট্রল পাম্পের কাছে গাড়ি দুর্ঘটনার খবর আসে ৷ জানা যায়, এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই পেট্রল পাম্পের দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় ৷ স্প্রিংফিল্ড পুলিশ প্রধান পল উইলিয়ামস সংবাদমাধ্যমকে জানান, ওই দুষ্কৃতী পাম্পের দোকানের গ্রাহক ও কর্মচারীদের উপর গুলি চালায় ৷ পুলিশের বক্তব্য, দুটি ঘটনার পেছনেই ওই একই ব্যক্তি জড়িত ছিল ৷

পল উইলিয়মস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় খ্রীস্টোফার ওয়ালস ও জোসিয়া ওভারটন ৷ ঘটনাস্থানে পৌঁছতেই তাদের উপর গুলি চালায় ওই দুষ্কৃতী ৷ ওই দুই অফিসারও বর্তমানে চিকিৎসাধীন ৷

স্প্রিংফিল্ড পুলিশের মুখপাত্র জ্যাসমিন বেইলি জানান, পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ৷ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷

মিসৌরি (অ্যামেরিকা), 17 মার্চ : অ্যামেরিকায় একটি পেট্রল পাম্পে দুষ্কৃতী হামলা ৷ গুলিবিদ্ধ হয়ে দুষ্কৃতীসহ মৃত পাঁচ ৷ মিসৌরির একটি পেট্রল পাম্পে বন্দুক নিয়ে হামলা করে ওই দুষ্কৃতী ৷ স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সাড়ে 11টা নাগাদ হামলা চালায় ওই দুষ্কৃতী ৷ পুলিশ জানিয়েছে, নিহত 5 জনের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন ৷

স্থানীয় সময় রাত 11টা 33 মিনিট নাগাদ পুলিশ শহরের কয়েকটি জায়গায় গুলি চালানোর খবর পায় ৷ এরপর রাত 11টা 43 মিনিট নাগাদ মিসৌরির কুম ও গো নামে একটি পেট্রল পাম্পের কাছে গাড়ি দুর্ঘটনার খবর আসে ৷ জানা যায়, এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই পেট্রল পাম্পের দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় ৷ স্প্রিংফিল্ড পুলিশ প্রধান পল উইলিয়ামস সংবাদমাধ্যমকে জানান, ওই দুষ্কৃতী পাম্পের দোকানের গ্রাহক ও কর্মচারীদের উপর গুলি চালায় ৷ পুলিশের বক্তব্য, দুটি ঘটনার পেছনেই ওই একই ব্যক্তি জড়িত ছিল ৷

পল উইলিয়মস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় খ্রীস্টোফার ওয়ালস ও জোসিয়া ওভারটন ৷ ঘটনাস্থানে পৌঁছতেই তাদের উপর গুলি চালায় ওই দুষ্কৃতী ৷ ওই দুই অফিসারও বর্তমানে চিকিৎসাধীন ৷

স্প্রিংফিল্ড পুলিশের মুখপাত্র জ্যাসমিন বেইলি জানান, পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ৷ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷

Last Updated : Mar 17, 2020, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.