ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলায় মৃত 3 - gilroy garlic festival

ক্যালিফোর্নিয়ার গিলরয়তে খাদ্য উৎসবে দুষ্কৃতী হামলা ৷ মৃত্যু হয়েছে এক দুষ্কৃতী সহ কমপক্ষে চারজনের ।

ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলায় মৃত 3
author img

By

Published : Jul 29, 2019, 12:13 PM IST

ক্যালিফর্নিয়া, 29 জুলাই : ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলা ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের । ঘটনায় জখম হয়েছে আরও 15 জন । পুলিশের গুলিতে মৃত্য়ু হয়েছে এক দুষ্কৃতীরও।

ক্যালিফোর্নিয়ার গিলরয়তে চলছিল খাদ্য উৎসব । সেই সময় সেখানে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী । গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় । পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর ।

গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথ ঘটনার বিষয়ে বলেন, "কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী আমাদের অনুমান এই ঘটনায় আরও একজন দুষ্কৃতী জড়িয়ে আছে । বিষয়টি খতিয়ে দেখছি ।" স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে টুইট করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ক্যালিফর্নিয়া, 29 জুলাই : ক্যালিফোর্নিয়ায় দুষ্কৃতী হামলা ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের । ঘটনায় জখম হয়েছে আরও 15 জন । পুলিশের গুলিতে মৃত্য়ু হয়েছে এক দুষ্কৃতীরও।

ক্যালিফোর্নিয়ার গিলরয়তে চলছিল খাদ্য উৎসব । সেই সময় সেখানে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী । গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় । পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর ।

গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথ ঘটনার বিষয়ে বলেন, "কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী আমাদের অনুমান এই ঘটনায় আরও একজন দুষ্কৃতী জড়িয়ে আছে । বিষয়টি খতিয়ে দেখছি ।" স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে টুইট করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

Madurai (Tamil Nadu), Jul 29 (ANI): 15-year-old Jerlin Anika from Tamil Nadu's Madurai has won the gold medal at the 2nd World Deaf Youth Badminton Championship in Taipei, Taiwan. Anika won a total of four medals including two silvers and a bronze. Anika's mother Leela said she cried tears of joy when she saw India's flag being unfurled when her daughter won the gold. She, however, also urged the government to support Anika.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.