ETV Bharat / international

অ্যামেরিকায় রাস্তায় এলোপাথাড়ি গুলি, মৃত 3 - ওয়াশিংটন

রকফোর্ড সিটি পুলিশের তরফে টুইটারে সাধারণ মানুষকে ওই অ্যালির ডন কার্টাল লেনের আশপাশের এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে ৷

3 Killed In Shooting At US Bowling Alley
অ্যামেরিকায় প্রকাশ্যে শুটআউট, মৃত 3
author img

By

Published : Dec 27, 2020, 10:43 AM IST

ওয়াশিংটন, 27 ডিসেম্বর : অ্যামেরিকায় রাস্তায় এলোপাথাড়ি গুলি ৷ মৃত 3 ৷ গুরুতর আহত 3 ৷ অ্যামেরিকার ইলিনয়েসের ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, ইলিনয়েসের একটি বোওলিং অ্যালিতে এক দুষ্কৃতী প্রকাশ্যে গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মারা যায় ওই 3 জন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

রকফোর্ড সিটি পুলিশের তরফে টুইটারে সাধারণ মানুষকে ওই অ্যালির ডন কার্টাল লেনের আশপাশের এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ওই এলাকা খালি করার কাজ চলছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ গুলি চালানোর পিছনে কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সাংবাদিক বৈঠকে জানালেন রকফোর্ড সিটি পুলিশ চিফ ড্যান ও'শিয়া ৷

ওয়াশিংটন, 27 ডিসেম্বর : অ্যামেরিকায় রাস্তায় এলোপাথাড়ি গুলি ৷ মৃত 3 ৷ গুরুতর আহত 3 ৷ অ্যামেরিকার ইলিনয়েসের ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, ইলিনয়েসের একটি বোওলিং অ্যালিতে এক দুষ্কৃতী প্রকাশ্যে গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মারা যায় ওই 3 জন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

রকফোর্ড সিটি পুলিশের তরফে টুইটারে সাধারণ মানুষকে ওই অ্যালির ডন কার্টাল লেনের আশপাশের এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ওই এলাকা খালি করার কাজ চলছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ গুলি চালানোর পিছনে কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সাংবাদিক বৈঠকে জানালেন রকফোর্ড সিটি পুলিশ চিফ ড্যান ও'শিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.