ETV Bharat / international

দক্ষিণ ক্যারোলিনার নাইটক্লাবে গুলি, মৃত 2 - গ্রিনভিল কাউন্টির শেরিফ

গতরাতে দক্ষিণ ক্যারোলিনার একটি নাইটক্লাবে গুলি চলে । দুইজনের মৃত্যু হয় । এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে তদন্ত চলছে ।

guli
guli
author img

By

Published : Jul 5, 2020, 6:24 PM IST

গ্রিনভিল, 5জুলাই : দক্ষিণ ক্যারোলিনার একটি নাইটক্লাবে চলল গুলি । দুইজনের মৃত্যু হয় । জখম অন্তত আটজন ।

গত রাত দুটো নাগাদ একটি লঞ্জে কিছু সমস্যা হয় বলে বুঝতে পারেন গ্রিনভিল কাউন্টির শেরিফ কর্মীরা । দুই কর্মী বিষয়টি লক্ষ্য করেন । তাঁরা দেখেন, ওই বাড়ি থেকে অনেক মানুষ ছুটে বেরিয়ে আসছেন । আতঙ্কে এইদিক ওইদিক ছোটাছুটি করছেন । ওই বাড়ির ভিতর থেকেই গুলি চলে বলে সাংবাদিক বৈঠকে জানান শেরিফ হবার্ট লিউইস । ঘটনার একটির বিষয়ে প্রাথমিক এক বিবৃতি প্রকাশ করেন জিমি বোল্ট । এই বিষয়ে নিশ্চিত করেন, সব গুলি বাড়ির ভিতর থেকেই চলেছিল ।

লিউইস এবং বোল্ট দুইজনেই প্রাথমিকভাবে জানান, গুলিবিদ্ধ হয়ে 12জন আহত । তাঁদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক । পরবর্তীতে একটি সংবাদ মাধ্যমকে বোল্ট আহত এবং নিহতের সংশোধিত সংখ্যা জানান ।

সেই মুহূর্তে কাউকে পুলিশি হেপাজতে নেওয়া হয়নি । কয়েকজন ব্যক্তির উপর সন্দেহ করা হচ্ছে । সেরকমই কিছু তথ্য হাতে এসেছে । তবে এই বিষয়ে নিশ্চিত করা হয়নি, যে সেখানে কতজন দুষ্কৃতী ছিলেন । আহতদের নামও প্রকাশ করা হয়নি । তবে আহতদের কয়েকটি ব্যক্তিগত গাড়িতে প্রিসমা হেল্থ হসপিটালে নিয়ে যাওয়া হয় ।

গ্রিনভিল, 5জুলাই : দক্ষিণ ক্যারোলিনার একটি নাইটক্লাবে চলল গুলি । দুইজনের মৃত্যু হয় । জখম অন্তত আটজন ।

গত রাত দুটো নাগাদ একটি লঞ্জে কিছু সমস্যা হয় বলে বুঝতে পারেন গ্রিনভিল কাউন্টির শেরিফ কর্মীরা । দুই কর্মী বিষয়টি লক্ষ্য করেন । তাঁরা দেখেন, ওই বাড়ি থেকে অনেক মানুষ ছুটে বেরিয়ে আসছেন । আতঙ্কে এইদিক ওইদিক ছোটাছুটি করছেন । ওই বাড়ির ভিতর থেকেই গুলি চলে বলে সাংবাদিক বৈঠকে জানান শেরিফ হবার্ট লিউইস । ঘটনার একটির বিষয়ে প্রাথমিক এক বিবৃতি প্রকাশ করেন জিমি বোল্ট । এই বিষয়ে নিশ্চিত করেন, সব গুলি বাড়ির ভিতর থেকেই চলেছিল ।

লিউইস এবং বোল্ট দুইজনেই প্রাথমিকভাবে জানান, গুলিবিদ্ধ হয়ে 12জন আহত । তাঁদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক । পরবর্তীতে একটি সংবাদ মাধ্যমকে বোল্ট আহত এবং নিহতের সংশোধিত সংখ্যা জানান ।

সেই মুহূর্তে কাউকে পুলিশি হেপাজতে নেওয়া হয়নি । কয়েকজন ব্যক্তির উপর সন্দেহ করা হচ্ছে । সেরকমই কিছু তথ্য হাতে এসেছে । তবে এই বিষয়ে নিশ্চিত করা হয়নি, যে সেখানে কতজন দুষ্কৃতী ছিলেন । আহতদের নামও প্রকাশ করা হয়নি । তবে আহতদের কয়েকটি ব্যক্তিগত গাড়িতে প্রিসমা হেল্থ হসপিটালে নিয়ে যাওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.