ETV Bharat / international

দাদুর সঙ্গে খেলতে গিয়ে ক্রুজের 11 তলা থেকে পড়ে মৃত শিশু - Salvatore Anello

দাদুর সঙ্গে দিব্যি খেলা করছিল সে। ক্রুজে বেড়াতে এসেছিল বাড়ির সঙ্গে। পাশেই ছিল খোলা জানলা। দাদুর সঙ্গে খেলার সময় ক্রুজের 11 তলার জানলা দিয়ে বন্দরে পড়ে মৃত্যু হল শিশুটির ।

সান খুয়ান
author img

By

Published : Jul 9, 2019, 2:34 PM IST

সান খুয়ান, 9 জুলাই : ছুটির আবহ এক পলকে বদলে গেল শোকে ।

দাদুর সঙ্গে দিব্যি খেলা করছিল সে। ক্রুজে বেড়াতে এসেছিল বাড়ির সঙ্গে। পাশেই ছিল খোলা জানলা। দাদুর সঙ্গে খেলার সময় ক্রুজের 11 তলার জানলা দিয়ে বন্দরে পড়ে মৃত্যু হল শিশুটির । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুয়েরতো রিকোর সান খুয়ানে। শিশুটির নাম কোলে উইগান্ড ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ইন্ডিয়ানার পুলিশ অফিসার অ্যালান উইগান্ড তিন সন্তানসহ সপরিবার ক্রুজ ট্রিপে গিয়েছিলেন । গতকাল ক্রুজটি সান জুয়ান বন্দরে নোঙর করা ছিল। সেই সময় 1 বছরের নাতনির সঙ্গে খেলছিলেন সালভাতোর আনেল্লো । তখন খোলা জানলার সামনে নাতনিকে নিয়ে যান। সেই সময়ই ঘটে দুর্ঘটনা ।

সালভাতোরের হাত ফসকে খোলা জানালা দিয়ে বন্দরের মেঝেতে পড়ে যায় কোলে উইগান্ড । ঘটনাস্থানেই প্রাণ হারায় সে । অ্যালানের পরিবারকে আপাতত পুয়োর্তো রিকোতেই থাকতে হচ্ছে । এদিকে স্থানীয় পুলিশ সালভাতোর আনেল্লোকে জিজ্ঞাসাবাদ করেছে । প্রাথমিক ভাবে কোলের মৃত্যুকে দুর্ঘটনা ধরে নিয়েছে স্থানীয় প্রশাসন ।

স্থানীয় পুলিশ আধিকারিক খোসে কার্মোনা বলেছেন, ক্রুজের ডাইনিং হলের খোলা জানালায় নাতনিকে বসিয়েছিলেন সালবাতোর, সেই সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন, তার হাত ফসকে শিশুটি পড়ে যায় নিচে। পরিবারটির পাশে রয়েছি আমরা, সকলেই অ্যালেনের জন্য প্রার্থনা করছি । "

সান খুয়ান, 9 জুলাই : ছুটির আবহ এক পলকে বদলে গেল শোকে ।

দাদুর সঙ্গে দিব্যি খেলা করছিল সে। ক্রুজে বেড়াতে এসেছিল বাড়ির সঙ্গে। পাশেই ছিল খোলা জানলা। দাদুর সঙ্গে খেলার সময় ক্রুজের 11 তলার জানলা দিয়ে বন্দরে পড়ে মৃত্যু হল শিশুটির । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুয়েরতো রিকোর সান খুয়ানে। শিশুটির নাম কোলে উইগান্ড ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ইন্ডিয়ানার পুলিশ অফিসার অ্যালান উইগান্ড তিন সন্তানসহ সপরিবার ক্রুজ ট্রিপে গিয়েছিলেন । গতকাল ক্রুজটি সান জুয়ান বন্দরে নোঙর করা ছিল। সেই সময় 1 বছরের নাতনির সঙ্গে খেলছিলেন সালভাতোর আনেল্লো । তখন খোলা জানলার সামনে নাতনিকে নিয়ে যান। সেই সময়ই ঘটে দুর্ঘটনা ।

সালভাতোরের হাত ফসকে খোলা জানালা দিয়ে বন্দরের মেঝেতে পড়ে যায় কোলে উইগান্ড । ঘটনাস্থানেই প্রাণ হারায় সে । অ্যালানের পরিবারকে আপাতত পুয়োর্তো রিকোতেই থাকতে হচ্ছে । এদিকে স্থানীয় পুলিশ সালভাতোর আনেল্লোকে জিজ্ঞাসাবাদ করেছে । প্রাথমিক ভাবে কোলের মৃত্যুকে দুর্ঘটনা ধরে নিয়েছে স্থানীয় প্রশাসন ।

স্থানীয় পুলিশ আধিকারিক খোসে কার্মোনা বলেছেন, ক্রুজের ডাইনিং হলের খোলা জানালায় নাতনিকে বসিয়েছিলেন সালবাতোর, সেই সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন, তার হাত ফসকে শিশুটি পড়ে যায় নিচে। পরিবারটির পাশে রয়েছি আমরা, সকলেই অ্যালেনের জন্য প্রার্থনা করছি । "

Telangana, July 09 (ANI): A private bus plying from Narsingi to Kokapet was gutted in a fire on Monday. No casualties have been reported. According to fire officials, the bus caught fire after smoke started coming from the engine. There were no passengers in the bus at the time of the incident and the driver had got down from it, the officials said. Later, the fire was doused with the help of fire tenders. Officials suspected a short circuit in the engine as the cause of the fire.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.