কঙ্গো, 24 নভেম্বর : কঙ্গোয় বিমান দুর্ঘটনা । মৃত কমপক্ষে 24 জন । এঁদের মধ্যে 17 জন যাত্রী ও বাকি দু'জন বিমান কর্মী রয়েছেন জানা গেছে । বাকিদের এখনও শনাক্ত করা যায়নি । কঙ্গো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পর বিমানটির সিগন্যাল মিসিং হয়ে যায় । তারপরই গোমার মাপেন্ডোর কাছে এটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে চলছে উদ্ধারকাজ । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
24 জনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাপেন্ডোর বেশ কিছু বাড়ি । এলাকাবাসীর অভিযোগ, কঙ্গোয় বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয় । এর আগেও এমন অনেকবার হয়েছে তবুও প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি । বিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তারা ।
বেসরকারি সংস্থার বিমান ডরনিয়ার 228 আজ গোমা থেকে বেনির দিকে যাচ্ছিল । দূরত্ব ছিল 350 কিলোমিটার । গোমা থেকে ছাড়ার পরই সিগন্যাল হারিয়ে যায় । তারপরই দুর্ঘটনার খবর সামনে আসে । মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ।