ETV Bharat / international

কঙ্গোয় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে 24 - মাপেন্ডো

কঙ্গোর গোমায় বিমান দুর্ঘটনায় মৃত অন্তত 24 জন । মৃতদের সকলের পরিচয় এখনও পাওয়া যায়নি । উদ্ধারকাজ চলছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 24, 2019, 7:16 PM IST

কঙ্গো, 24 নভেম্বর : কঙ্গোয় বিমান দুর্ঘটনা । মৃত কমপক্ষে 24 জন । এঁদের মধ্যে 17 জন যাত্রী ও বাকি দু'জন বিমান কর্মী রয়েছেন জানা গেছে । বাকিদের এখনও শনাক্ত করা যায়নি । কঙ্গো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পর বিমানটির সিগন্যাল মিসিং হয়ে যায় । তারপরই গোমার মাপেন্ডোর কাছে এটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে চলছে উদ্ধারকাজ । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

24 জনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাপেন্ডোর বেশ কিছু বাড়ি । এলাকাবাসীর অভিযোগ, কঙ্গোয় বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয় । এর আগেও এমন অনেকবার হয়েছে তবুও প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি । বিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তারা ।

বেসরকারি সংস্থার বিমান ডরনিয়ার 228 আজ গোমা থেকে বেনির দিকে যাচ্ছিল । দূরত্ব ছিল 350 কিলোমিটার । গোমা থেকে ছাড়ার পরই সিগন্যাল হারিয়ে যায় । তারপরই দুর্ঘটনার খবর সামনে আসে । মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ।

কঙ্গো, 24 নভেম্বর : কঙ্গোয় বিমান দুর্ঘটনা । মৃত কমপক্ষে 24 জন । এঁদের মধ্যে 17 জন যাত্রী ও বাকি দু'জন বিমান কর্মী রয়েছেন জানা গেছে । বাকিদের এখনও শনাক্ত করা যায়নি । কঙ্গো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পর বিমানটির সিগন্যাল মিসিং হয়ে যায় । তারপরই গোমার মাপেন্ডোর কাছে এটি ভেঙে পড়ে । ঘটনাস্থানে চলছে উদ্ধারকাজ । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

24 জনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাপেন্ডোর বেশ কিছু বাড়ি । এলাকাবাসীর অভিযোগ, কঙ্গোয় বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয় । এর আগেও এমন অনেকবার হয়েছে তবুও প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি । বিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তারা ।

বেসরকারি সংস্থার বিমান ডরনিয়ার 228 আজ গোমা থেকে বেনির দিকে যাচ্ছিল । দূরত্ব ছিল 350 কিলোমিটার । গোমা থেকে ছাড়ার পরই সিগন্যাল হারিয়ে যায় । তারপরই দুর্ঘটনার খবর সামনে আসে । মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ।

Mumbai, Nov 24 (ANI): While addressing a press conference Shiv Sena leader Sanjay Raut slammed Ajit Pawar and accused him of taking false documents to Raj Bhavan. "Ajit Pawar took false documents to Raj Bhawan yesterday and governor accepted those documents. Even if today, Governor asks us to prove majority, we can do it right now. 49 NCP MLAs are with us. Now BJP has no right to call Indira Gandhi's national emergency a black day," said Raut.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.