ETV Bharat / headlines

পুলওয়ামা হামলায় জইশের নাম নিয়ে নিন্দা রাষ্ট্রসংঘের, আপত্তি চিনের - চিন

পুলওয়ামা হামলার নিন্দা করে বিবৃতি জারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 22, 2019, 1:28 AM IST

Updated : Feb 22, 2019, 1:36 AM IST

দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। যারা ৪০ জন CRPF জওয়ানের হত্যার দায় স্বীকার করেছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"

সূত্রের খবর, চিন বারেবারে এই বিবৃতি দেওয়া থেকে নিরাপত্তা পরিষদকে বিরত থাকার চেষ্টা চালিয়েছে। জইশ-ই-মহম্মদের নাম যাতে বিবৃতিতে না থাকে সেই চেষ্টাও তারা করেছে। বদলে কাশ্মীরকে "ভারত-শাসিত কাশ্মীর" বলে উল্লেখ করার দাবি জানায়। এছাডা়ও ভারত সরকারকে অন্য দেশগুলির সহযোগিতা করার বিষয়টিরও আপত্তি জানায় তারা।

পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

undefined

দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। যারা ৪০ জন CRPF জওয়ানের হত্যার দায় স্বীকার করেছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"

সূত্রের খবর, চিন বারেবারে এই বিবৃতি দেওয়া থেকে নিরাপত্তা পরিষদকে বিরত থাকার চেষ্টা চালিয়েছে। জইশ-ই-মহম্মদের নাম যাতে বিবৃতিতে না থাকে সেই চেষ্টাও তারা করেছে। বদলে কাশ্মীরকে "ভারত-শাসিত কাশ্মীর" বলে উল্লেখ করার দাবি জানায়। এছাডা়ও ভারত সরকারকে অন্য দেশগুলির সহযোগিতা করার বিষয়টিরও আপত্তি জানায় তারা।

পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
TWITTER/@RealDonaldTrump - AP CLIENTS ONLY
Internet - 21 February 2019
1. Tweet by President Trump
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Chicago - 21 February 2019
++SOUNDBITES SEPARATED BY BLACK++
2. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"We located approximately thirty five of our Chicago police pod cameras in the area in the areas that we determined these two these two persons of interest fled. We additionally found over 20 private sector cameras."
3. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"So after the crime we were able to see that they fled in a particular direction and eventually got into a cab. Our investigators located that that cab interviewed the cab driver got some video out of that cab."
4. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"We were able to put a name to both of these individuals."
5. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"We tracked them to going to O'Hare Airport and jumping on a flight to Nigeria."
6. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"We were able to locate and identify these two individuals these two persons of interest one they entered back into custody into the country at customs. We took them into custody."  
7. SOUNDBITE (English) Eddie Johnson, Superintendent of the Chicago Police Department:
"Well that's at the forty seventh hours when the two brothers decided like the commander reiterated that with the help of their lawyer they decided to confess to the entirety of what the plot was."
8. SOUNDBITE (English) Eddie Johnson, Superintendent of the Chicago Police Department:
"Yeah we have evidence that we have the check that he used to pay them. So the thirty five hundred was for the two of them in total. And then five hundred upon return."
9. SOUNDBITE (English) Eddie Johnson, Superintendent of the Chicago Police Department:
"So of course it was staged. The brothers had on gloves during the staged attack where they punched him a little bit but as far as we can tell the scratches and bruising that you saw on his face was most likely self-inflicted."
10. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"I think that they knew where that one camera was but unfortunately it didn't capture the event. So I believe that Mr. Smollett wanted in on camera but unfortunately that particular camera wasn't pointed in that direction."
11. SOUNDBITE (English) Edward Wodnicki, Chicago Police Department Detective Commander:
"We locked in both of these witnesses to the grand jury, I'm told they did it did an excellent job and then the state's attorney's office approved charges against Jussie for the class four disorderly conduct false police report. We met with the with Jesse's attorneys and we arranged for him to turn himself in and as you all know he turned himself in at 5 o'clock this morning in the 1st district in Chicago."
12. SOUNDBITE (English) Eddie Johnson, Superintendent of the Chicago Police Department:
"Absolute justice would be an apology to this city that he (Jussie Smollett) smeared, admitting what he did and then be man enough to offer what he should offer up in terms of all the resources that were put into this. Thank you all."  
STORYLINE:
POLICE CHIEF: SMOLLETT OWES CHICAGO AN APOLOGY
Chicago investigators said at a Thursday (21 FEB. 2019) news conference they used public and private surveillance footage to track the movements of two brothers who they say "Empire" actor Jussie Smollett hired to stage an attack on him.
Meanwhile, President Donald Trump says Smollett insulted millions with his "racist and dangerous comments."
Trump tweeted Thursday to Smollett: "What about MAGA and the tens of millions of people you insulted with your racist and dangerous comments!? #MAGA."
Chicago Police Superintendent Eddie Johnson says Smollett owes the city an apology.
Johnson ended a Thursday news conference about the charges against Smollett by saying justice would be for the 36-year-old actor to apologize, admit what he did and "then be man enough to offer what he should offer up in terms of all the resources that were put into this."
Chicago police said Thursday that Smollett staged a racist and homophobic attack against him last month because he was unhappy with his salary and wanted publicity. Smollett, who is black and gay, plays a gay character on the hit Fox television show. He reported Jan. 29 that he was attacked while walking home from a sandwich shop.
Smollett claimed masked men beat him, made derogatory comments and yelled "This is MAGA country" - an apparent reference to Trump's "Make America Great Again" campaign slogan.
Smollett surrendered Thursday on a charge of felony disorder conduct.
Chicago police Superintendent Johnson says that among the evidence investigators have Smollett staged the attack against him is a $3,500 check he allegedly paid two brothers to help him.
He said the brothers punched Smollett with gloves on during the Jan. 29 attack, but that investigators believe scratches and bruises on the actor's face were likely self-inflicted.
Johnson says investigators think Smollett had hoped that the fake attack would be captured by one of the city's many security cameras, but that didn't happen. He says the camera at the location where the attack happened wasn't pointed in the direction of the incident.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Feb 22, 2019, 1:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.