দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। যারা ৪০ জন CRPF জওয়ানের হত্যার দায় স্বীকার করেছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"
সূত্রের খবর, চিন বারেবারে এই বিবৃতি দেওয়া থেকে নিরাপত্তা পরিষদকে বিরত থাকার চেষ্টা চালিয়েছে। জইশ-ই-মহম্মদের নাম যাতে বিবৃতিতে না থাকে সেই চেষ্টাও তারা করেছে। বদলে কাশ্মীরকে "ভারত-শাসিত কাশ্মীর" বলে উল্লেখ করার দাবি জানায়। এছাডা়ও ভারত সরকারকে অন্য দেশগুলির সহযোগিতা করার বিষয়টিরও আপত্তি জানায় তারা।
পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।