ETV Bharat / headlines

বাজেট বাস্তবমুখী, গ্রহণযোগ্য: CII - dipankar chatterjee

শিলিগুড়ি CII চেয়ারম্যান অনন্ত কুমার আগরওয়াল বলেন, "খুব একটা লাভ আশা করিনি । সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল । উত্তরবঙ্গ কিংবা চা বাগানের জন্য বাজেটে কিছু নেই । বরং 2 শতাংশ TDS বসানো হয়েছে । এতে লাভ হচ্ছে না ।" শ্রমিক ও চা বাগানের কথা মাথায় রাখতে সরকারকে অনুরোধ জানান তিনি ।

দীপঙ্কর চ্যাটার্জি
author img

By

Published : Jul 5, 2019, 5:27 PM IST

Updated : Jul 5, 2019, 7:40 PM IST

কলকাতা, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদি সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট । বাজেট নিয়ে কী বললেন দা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়ের (CII) আধিকারিকরা ?

কলকাতা CII- এর তরফে দীপঙ্কর চ্যাটার্জি বলেন, বাজেটটি জনমুখী । এতে আলাদা কোনও প্রস্তাব নেই । গ্রামীণ এলাকায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গ্রামীণ সড়ক যোজনা এগুলি উল্লেখ করা হয়েছে নির্মলার বাজেটে। গ্রামমুখী খানিকটা বলা যেতে পারে ।

উড়ান সংস্থায় বিদেশি লগ্নির বিষয়টি উল্লেখ করেন তিনি । পুরোনো নীতির বহমান ধারা বলা যেতে পারে এই বাজেটকে । বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে, যেমন ব্যাঙ্কিং, তাই উন্নতি করার চেষ্টা চলছে, তা বলা যেতে পারে ।

শিলিগুড়ি CII চেয়ারম্যান অনন্ত কুমার আগরওয়াল বলেন, "খুব একটা লাভ আশা করিনি । সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল । উত্তরবঙ্গ কিংবা চা বাগানের জন্য বাজেটে কিছু নেই । বরং 2 শতাংশ TDS বসানো হয়েছে । এতে লাভ হচ্ছে না ।" শ্রমিক ও চা বাগানের কথা মাথায় রাখতে সরকারকে অনুরোধ জানান তিনি ।

CII-এর তরফে সি এস ঘোষ বলেন, "এটা গ্রহণযোগ্য একটা বাজেট । বাস্তবমুখীও।" তাঁর কথায়, সরকারি ব্যাঙ্কের জন্য সরকার প্রচুর পরিমাণ বরাদ্দ করেছে। এটা গুরুত্বপূর্ণ । এ ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের জন্য বরাদ্দ ভালো সিদ্ধান্ত । তিনি বলেন, "FDI ১০০ শতাংশ করে দেওয়া হয়েছে ইনসিওরেন্সের ক্ষেত্রে । এটা অত্যন্ত জরুরি ।" মুদ্রা যোজনায় 1 লাখ টাকা পর্যন্ত ঋণের বিষয়টির প্রশংসা করেন এই CII আধিকারিক। বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রেও ঋণের সীমা, প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সঙ্গে শ্রম আইনের বদলের যে কথা নির্মলা এ দিনের বাজেটে উল্লেখ করেছেন, তার প্রশংসা করেন তিনি ।

কলকাতা, 5 জুলাই : দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদি সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট । বাজেট নিয়ে কী বললেন দা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়ের (CII) আধিকারিকরা ?

কলকাতা CII- এর তরফে দীপঙ্কর চ্যাটার্জি বলেন, বাজেটটি জনমুখী । এতে আলাদা কোনও প্রস্তাব নেই । গ্রামীণ এলাকায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গ্রামীণ সড়ক যোজনা এগুলি উল্লেখ করা হয়েছে নির্মলার বাজেটে। গ্রামমুখী খানিকটা বলা যেতে পারে ।

উড়ান সংস্থায় বিদেশি লগ্নির বিষয়টি উল্লেখ করেন তিনি । পুরোনো নীতির বহমান ধারা বলা যেতে পারে এই বাজেটকে । বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে, যেমন ব্যাঙ্কিং, তাই উন্নতি করার চেষ্টা চলছে, তা বলা যেতে পারে ।

শিলিগুড়ি CII চেয়ারম্যান অনন্ত কুমার আগরওয়াল বলেন, "খুব একটা লাভ আশা করিনি । সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল । উত্তরবঙ্গ কিংবা চা বাগানের জন্য বাজেটে কিছু নেই । বরং 2 শতাংশ TDS বসানো হয়েছে । এতে লাভ হচ্ছে না ।" শ্রমিক ও চা বাগানের কথা মাথায় রাখতে সরকারকে অনুরোধ জানান তিনি ।

CII-এর তরফে সি এস ঘোষ বলেন, "এটা গ্রহণযোগ্য একটা বাজেট । বাস্তবমুখীও।" তাঁর কথায়, সরকারি ব্যাঙ্কের জন্য সরকার প্রচুর পরিমাণ বরাদ্দ করেছে। এটা গুরুত্বপূর্ণ । এ ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের জন্য বরাদ্দ ভালো সিদ্ধান্ত । তিনি বলেন, "FDI ১০০ শতাংশ করে দেওয়া হয়েছে ইনসিওরেন্সের ক্ষেত্রে । এটা অত্যন্ত জরুরি ।" মুদ্রা যোজনায় 1 লাখ টাকা পর্যন্ত ঋণের বিষয়টির প্রশংসা করেন এই CII আধিকারিক। বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রেও ঋণের সীমা, প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সঙ্গে শ্রম আইনের বদলের যে কথা নির্মলা এ দিনের বাজেটে উল্লেখ করেছেন, তার প্রশংসা করেন তিনি ।

Intro:wb_kol_budget cii member bite dipankar chatterjee_bite_papri


Body:wb_kol_budget cii member bite dipankar chatterjee_bite_papri


Conclusion:wb_kol_budget cii member bite dipankar chatterjee_bite_papri
Last Updated : Jul 5, 2019, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.