দিঘা, 21 অগাস্ট : পুলিশের ভূমিকা নিয়ে নানা অভিযোগ ওঠে প্রায়শই৷ এমন কী, তাঁর স্বপ্নের 'সেফ ড্রাইভ, সেভ লাইভ'কে হাতিয়ার করেও নাকি তোলাবাজি করছে পুলিশ৷ স্বয়ং রাজ্য পুলিশের DG সামনেই এ বার বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুঝিয়ে দিলেন, এ বিষয়ে কঠোরতম পদক্ষেপ করতে তিনি পিছপা হবেন না ৷ পাশাপাশি পুলিশকে আরও মানবিক হওয়ার পরামর্শও দিলেন মমতা ৷ কথায়-কথায় জরিমানা না করে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপদেশও দিলেন ৷
আজ পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে উন্নয়নের যাবতীয় কাজে প্রশাসনকে ক্লিনচিট দেন ৷ কিন্তু অসন্তোষ প্রকাশ করেন পুলিশের ভূমিকা নিয়ে ৷ তিনি জানান, সিভিক ভলান্টিয়রকে দিয়ে পুলিশ জরিমানা আদায় করছে । মানুষকে হয়রান করছে । আর পুলিশের এই জরিমানা আদায় আর হয়রানির হাতিয়ার হচ্ছে, 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচি । পুলিশকে সংযত এবং মানবিক হওয়ার পরমার্শ দেন মুখ্যমন্ত্রী । SP-দের সরাসরি নিয়ন্ত্রণ করতে DG বীরেন্দ্রকে নির্দেশ দেন তিনি ৷ মমতা বলেন, "সিভিকদের দিয়ে ফাইন নেওয়া হচ্ছে । বলছে গাড়ি ধর, আর টাকা নাও । এটা কেন হবে ।" মানবিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে এই সমস্যার সমাধান হবে তা ভাবতে মুখ্যমন্ত্রী ৷
DG-কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "সেফ ড্রাইভ, সেভ লাইফ দেখাতে গিয়ে বেশি কেস দেওয়া হচ্ছে । জাতীয় সড়কে যে সত্যিই দুষ্টুমি করবে অবশ্যই ব্যবস্থা নেবেন । অলিতে-গলিতে একটা গরিব লোকের পকেটে 400 টাকা রয়েছে ৷ তাঁর কাছে থেকে 200 টাকা নিয়ে নেওয়া হচ্ছে কেন? কে বলেছে এই টাকাটা আদায় করতে? প্রত্যেকে একই কথা বলছে । কেন হচ্ছে এটা? সারা বাংলায় হচ্ছে এটা ! পুলিশের সুবিধার্থে সিভিক ভলান্টিয়র নেওয়া হয়েছিল ৷ ওরা ভালো কাজ করছে ৷ সাড়ে তিন হাজার টাকার জায়গায় 4 হাজার পাচ্ছে ৷ তাদেরও প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে ৷"
দিঘার রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে । আজ এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে, কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি । দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনে একটা মাইক্রোফোন ব্যবহার করতে বলেন ৷ ওয়াচ টাওয়ার বানানোরও পরামর্শ দেন । এই সমস্ত জায়গায় নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর ।