ETV Bharat / headlines

কোরোনা সংকটে বসে থেকে কাঁদার পক্ষে নয় ভারত : প্রধানমন্ত্রী

কোরোনা সংকটের ফলে দেশ ভেঙে পড়বে না । বরং এই সংকটের সময় দেশ আত্মনির্ভর হয়ে উঠবে বলে মনে করেন প্রধানমন্ত্রী ।

author img

By

Published : Jun 19, 2020, 1:02 AM IST

modi
modi

দিল্লি, 18জুন : COVID-19 সংকটের জন্য দেশ হতাশ হয়ে বসে থাকবে না । বরং এই সংকটকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হয়ে উঠবে । বললেন প্রধানমন্ত্রী । বাণিজ্যিক কয়লা খনি উদ্বোধনে আজ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে এবং জিতবে ।তাঁর কথায়, “কোরোনা সংক্রমণকে ভারত চরম দুর্দশা বলে ভাবে না । কিংবা এই সংকটে হতাশ হয়ে বসে থাকা বা কান্নার পক্ষে ভারত নয় । কোরোনা যত বড় সংকট হোক না কেন, ভারত একে সুযোগ বানিয়ে নেবে ।”

কোরোনা প্যানডেমিক ভারতকে আত্মনির্ভর হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী । তাঁর মতে, বিদেশি দ্রব্য ক্রয় না করে, ভারতে উৎপাদিত দ্রব্য ক্রয় করলে তা দেশের ব্যবসায়ীদের সহায়তা করবে । পাশাপাশি সাহায্য করবে গরিব মানুষকেও । কর্মসংস্থান বাড়াবে, উপার্জনের পথ আরও প্রসারিত হবে ।

কয়লা খনির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকেও আত্মনির্ভর বানানোর কথা উল্লেখ করেন । তিনি বলেন, “বাণিজ্যিক খাতের জন্য কয়লা ব্লকের প্রথম নিলাম আত্মনির্ভর এনার্জি সেক্টর বানানোর একটি পদক্ষেপ ।”

বিশ্বের চতুর্থ বৃহত্তম কয়লা খনি রয়েছে ভারতে । প্রধানমন্ত্রী বলেন, “COVID-19 সংকটকে ভারত কাজে লাগাবে । ভারত আমদানির উপর নির্ভরশীলতা কমাবে ।”

দিল্লি, 18জুন : COVID-19 সংকটের জন্য দেশ হতাশ হয়ে বসে থাকবে না । বরং এই সংকটকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হয়ে উঠবে । বললেন প্রধানমন্ত্রী । বাণিজ্যিক কয়লা খনি উদ্বোধনে আজ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে এবং জিতবে ।তাঁর কথায়, “কোরোনা সংক্রমণকে ভারত চরম দুর্দশা বলে ভাবে না । কিংবা এই সংকটে হতাশ হয়ে বসে থাকা বা কান্নার পক্ষে ভারত নয় । কোরোনা যত বড় সংকট হোক না কেন, ভারত একে সুযোগ বানিয়ে নেবে ।”

কোরোনা প্যানডেমিক ভারতকে আত্মনির্ভর হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী । তাঁর মতে, বিদেশি দ্রব্য ক্রয় না করে, ভারতে উৎপাদিত দ্রব্য ক্রয় করলে তা দেশের ব্যবসায়ীদের সহায়তা করবে । পাশাপাশি সাহায্য করবে গরিব মানুষকেও । কর্মসংস্থান বাড়াবে, উপার্জনের পথ আরও প্রসারিত হবে ।

কয়লা খনির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকেও আত্মনির্ভর বানানোর কথা উল্লেখ করেন । তিনি বলেন, “বাণিজ্যিক খাতের জন্য কয়লা ব্লকের প্রথম নিলাম আত্মনির্ভর এনার্জি সেক্টর বানানোর একটি পদক্ষেপ ।”

বিশ্বের চতুর্থ বৃহত্তম কয়লা খনি রয়েছে ভারতে । প্রধানমন্ত্রী বলেন, “COVID-19 সংকটকে ভারত কাজে লাগাবে । ভারত আমদানির উপর নির্ভরশীলতা কমাবে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.