ETV Bharat / headlines

Husband Tortures Wife : দ্বিতীয়বারও কন্যাসন্তান, স্ত্রীর যৌনাঙ্গে লোহার রড ঢোকাল স্বামী

এখনও মেয়ের জন্ম দিলে অত্যাচারের শিকার হতে হয় মাকে ৷ পূর্ব বর্ধমানের কালনা থানায় তেমনই ঘটনা সামনে এল (Husband tortures wife) । দ্বিতীয়বারও মেয়ে হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিল গুণধর স্বামী ৷

Injured women in Kalna Hospital
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় অত্যাচার
author img

By

Published : Jan 30, 2022, 1:02 PM IST

Updated : Jan 30, 2022, 2:36 PM IST

কালনা, 30 জানুয়ারি : পরপর দু'বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে । তাঁর যৌনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা থানার বাঘনা পাড়ার বিজার গ্রাম এলাকার । গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । যদিও বিষয়টি নিয়ে কালনা থানায় কোনও অভিযোগ দায়ের করেনি তরুণীর পরিবার (Husband tortures wife for giving birth to girl child in Kalna Purba Bardhaman ) ।

তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, 2016 সালে তৌসিফ শেখের সঙ্গে তরুণীর বিয়ে হয় । প্রথমে কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । এরপর দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেন তরুণী । এতে তরুণীর উপরে তাঁর স্বামীর অত্যাচারের মাত্রা চরমে পৌঁছায় । অভিযোগ, তৌসিফ শেখ তাঁকে বেধড়ক মারধর করে ।

আরও পড়ুন : minor girl raped : নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের জেল পিসতুতো দাদা ও জামাইবাবুর

তরুণীর বাবা ও পরিবারের সদস্যরা খবর পেয়ে তরুণীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে । ঘটনার পর থেকে তরুণীর স্বামী তৌফিক শেখ পলাতক । তরুণীর বাবা ভুলু শেখ বলেন, “আমার মেয়ের দু'টি কন্যা সন্তান আছে । যেহেতু তাঁর আর কোনও সন্তান হবে না, তাই মেয়ের উপর প্রচণ্ড অত্যাচার চালায় তাঁর স্বামী । মেয়ের চিকিৎসা চলছে । মেয়েকে সুস্থ করে থানায় অভিযোগ জানাব ।”

কালনা, 30 জানুয়ারি : পরপর দু'বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে । তাঁর যৌনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা থানার বাঘনা পাড়ার বিজার গ্রাম এলাকার । গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । যদিও বিষয়টি নিয়ে কালনা থানায় কোনও অভিযোগ দায়ের করেনি তরুণীর পরিবার (Husband tortures wife for giving birth to girl child in Kalna Purba Bardhaman ) ।

তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, 2016 সালে তৌসিফ শেখের সঙ্গে তরুণীর বিয়ে হয় । প্রথমে কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । এরপর দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেন তরুণী । এতে তরুণীর উপরে তাঁর স্বামীর অত্যাচারের মাত্রা চরমে পৌঁছায় । অভিযোগ, তৌসিফ শেখ তাঁকে বেধড়ক মারধর করে ।

আরও পড়ুন : minor girl raped : নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের জেল পিসতুতো দাদা ও জামাইবাবুর

তরুণীর বাবা ও পরিবারের সদস্যরা খবর পেয়ে তরুণীকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে । ঘটনার পর থেকে তরুণীর স্বামী তৌফিক শেখ পলাতক । তরুণীর বাবা ভুলু শেখ বলেন, “আমার মেয়ের দু'টি কন্যা সন্তান আছে । যেহেতু তাঁর আর কোনও সন্তান হবে না, তাই মেয়ের উপর প্রচণ্ড অত্যাচার চালায় তাঁর স্বামী । মেয়ের চিকিৎসা চলছে । মেয়েকে সুস্থ করে থানায় অভিযোগ জানাব ।”

Last Updated : Jan 30, 2022, 2:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.