জ়ুরিখ, 16 সেপ্টেম্বর : যান্ত্রিক গোলযোগের জেরে তিন ঘণ্টা দেরিতে ছাড়ল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এয়ার ইন্ডিয়া ওয়ানের বিমান । গতকাল সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখ থেকে স্লোভেনিয়া রওয়ানা আগে রাষ্ট্রপতির বিমানে গোলযোগ ধরা পড়ে । এরপর রাষ্ট্রপতিকে জ়ুরিখে হোটেলে গিয়ে অপেক্ষা করতে বলা হয় । প্রাথমিকভাবে জানানো হয় বিমানটির রাডারে সমস্যা ছিল । বিকল্প হিসাবে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান লন্ডনের হিথরো বিমানবন্দরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল । এয়ার ইন্ডিয়া ওয়ানকে ঠিক করতে না পারলে সেই বিমানে চাপিয়ে রাষ্ট্রপতিকে স্লোভেনিয়া নিয়ে যাওয়া হত ।
বর্তমানে রাষ্ট্রপতি তিন দেশের সফরে ইউরোপে রয়েছেন । সফরের জন্য 9 সেপ্টেম্বর তিনি দেশ ছাড়েন । আইসল্যান্ড ও সুইৎজ়ারল্যান্ড সফর শেষে গতকাল স্লোভেনিয়া পৌঁছান রাষ্ট্রপতি । এই সফরের জন্য রাষ্ট্রপতির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ইমরান খান সরকার ৷ যার জেরে ঘুরপথে আইসল্যান্ড পৌঁছাতে হয় তাঁকে ।
রাষ্ট্রপতির বিমানে যান্ত্রিক গোলযোগের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । ইঞ্জিনিয়রদের প্রাথমিক রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ।