ETV Bharat / entertainment

Saheb on Swetkali: 'শ্বেতকালী'র শুটিং-এর ভালো-মন্দ অভিজ্ঞতার গল্প শোনালেন সাহেব ভট্টাচার্য - Saheb on His New Series Swetkali

<p>খুব তাড়াতাড়ি ওটিটি প্লার্টফর্ম জি5-এ আসতে চলেছে নতুন সিরিজ 'শ্বেতকালী'৷ এই সিরিজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য । ঐন্দ্রিলা সেনের সঙ্গে এই সিরিজে জুটি বেঁধেছেন তিনি । ওদিকে ঐন্দ্রিলার প্রথম ওয়েব সিরিজ এটি&nbsp;। শুরুতেই সাহেবের মতো অভিনেতাকে পেয়ে খুশি তিনি । সাহেব এখানে জমিদার বংশের ছেলে । একান্নবর্তী পরিবার । অনেক আদর, খাতির, যত্ন, উদরপূর্তিতেই জীবন কেটে যায়। ফলে, শরীর নিয়ে বেশি মনোযোগী নয় সে । বরং অনেক বেশি ভালো থাকা আর ভালো খাওয়াদাওয়াতে বিশ্বাসী । আর সেই কারণে চরিত্রে নিজের ইমেজ ফুটিয়ে তুলতে অনেকটা ওজন বাড়িয়েছেন সাহেব, ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন সেই কথা । &nbsp;</p><p>'শ্বেতকালী' নিয়ে কথা বলতে গিয়ে সাহেব জানান, ঈশ্বরের থেকেও তিনি কর্মে বিশ্বাসী । শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, 'শ্বেতকালী'র শুটিং চলাকালীন অনেক টেকনিশিয়ানের রক্তপাত হয়েছে । এই শ্যুটিংয়ে তাঁরা নাকি মায়ের বেদিতে ওঠার আগে জুতো খুলে উঠতেন ৷ আমিষ খেয়ে দেবী মূর্তি ছুঁতেন না। অনেকে অনেকসময় ভুলবশত সেই কাজ করে ফেলতেন । পরে যদি তাঁর কোনও বিপদ হত ধরে নেওয়া হত ওই কারণেই ঘটেছে ঘটনাটা । সাহেবের কাছ থেকেই জানা যায়, ইউনিটের দু'জনের পরিবারের আকষ্মিক মৃত্যু হয়েছে শুটিং চলাকালীন । এহেন আরও অনেক গল্প শোনালেন অভিনেতা । এই সিরিজে সাহেব ছাড়াও দেখা যাবে ঐন্দ্রিলা, সমদর্শী, ঋষি কৌশিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের (Saheb on His New Series Swetkali)৷&nbsp;</p>

Saheb on Swetkali
শ্বেতকালী শুটিংয়ের গল্প শোনালেন সাহেব ভট্টাচার্য
author img

By

Published : Feb 20, 2023, 1:32 PM IST

খুব তাড়াতাড়ি ওটিটি প্লার্টফর্ম জি5-এ আসতে চলেছে নতুন সিরিজ 'শ্বেতকালী'৷ এই সিরিজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য । ঐন্দ্রিলা সেনের সঙ্গে এই সিরিজে জুটি বেঁধেছেন তিনি । ওদিকে ঐন্দ্রিলার প্রথম ওয়েব সিরিজ এটি । শুরুতেই সাহেবের মতো অভিনেতাকে পেয়ে খুশি তিনি । সাহেব এখানে জমিদার বংশের ছেলে । একান্নবর্তী পরিবার । অনেক আদর, খাতির, যত্ন, উদরপূর্তিতেই জীবন কেটে যায়। ফলে, শরীর নিয়ে বেশি মনোযোগী নয় সে । বরং অনেক বেশি ভালো থাকা আর ভালো খাওয়াদাওয়াতে বিশ্বাসী । আর সেই কারণে চরিত্রে নিজের ইমেজ ফুটিয়ে তুলতে অনেকটা ওজন বাড়িয়েছেন সাহেব, ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন সেই কথা ।  

'শ্বেতকালী' নিয়ে কথা বলতে গিয়ে সাহেব জানান, ঈশ্বরের থেকেও তিনি কর্মে বিশ্বাসী । শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, 'শ্বেতকালী'র শুটিং চলাকালীন অনেক টেকনিশিয়ানের রক্তপাত হয়েছে । এই শ্যুটিংয়ে তাঁরা নাকি মায়ের বেদিতে ওঠার আগে জুতো খুলে উঠতেন ৷ আমিষ খেয়ে দেবী মূর্তি ছুঁতেন না। অনেকে অনেকসময় ভুলবশত সেই কাজ করে ফেলতেন । পরে যদি তাঁর কোনও বিপদ হত ধরে নেওয়া হত ওই কারণেই ঘটেছে ঘটনাটা । সাহেবের কাছ থেকেই জানা যায়, ইউনিটের দু'জনের পরিবারের আকষ্মিক মৃত্যু হয়েছে শুটিং চলাকালীন । এহেন আরও অনেক গল্প শোনালেন অভিনেতা । এই সিরিজে সাহেব ছাড়াও দেখা যাবে ঐন্দ্রিলা, সমদর্শী, ঋষি কৌশিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের (Saheb on His New Series Swetkali)৷ 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.