কলকাতা, 1 অক্টোবর: উৎসবের মরশুমে উৎসবকে গল্পের কাহিনিতে ব্যবহার করতে কখনওই পিছিয়ে থাকে না বাংলা টেলিভিশন । প্রায় প্রত্যেক ধারাবাহিকেই পরিবারে দুর্গাপুজোর আয়োজন করা হয় । বাস্তবের পুজো দশমী পেরোলেই শুরু হয় টেলিভিশনের পুজো । তাই টেলি দর্শকের পুজোর আমেজ চলে প্রায় 15-20 দিন । এবারও তার অন্যথা হবে না । নানা রকমের ধারাবাহিকে নানা ভাবে আসতে চলেছে পুজো ৷ শুধু তাই নয় রিয়েলিটি শো-গুলিতেও দুর্গা পুজোকে কেন্দ্র করে আসছে বিশেষ পর্ব (Durga Puja Special Episode)৷
'সাহেবের চিঠি' ধারাবাহিকে যেমন পুজোর আয়োজন থাকবে, তেমনই থাকবে 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'-তেও(Bodhisattwor Bodhbuddhi Durga Puja Special) । পাড়ার পুজো এবার সোজা চলে আসবে বোধিদের ঘরে । এই নিয়ে নানান জল্পনা তো চলছেই, আর চলছে বোধির সমস্যা সমাধানের অভিযান । যে কোনও সমস্যার সমাধান এক নিমেষে বাতলে দিতে পারে এই বিস্ময় বালক (Bodhisattwor Bodhbuddhi in Durga Puja)।
তার কাছে এবার আসছে একটা বড় চ্যালেঞ্জ । কীরকম? এই ধারাবাহিকের খুদে সদস্য মুন্নি সাজবে কুমারী মা । হঠাতই তার মুকুট চুরি হয়ে যায় । তার মুকুট চুরি হওয়া নিয়ে ঘনীভূত হয় রহস্য। কে নিল মুকুট? তা নিয়ে হইহই বাঁধে বাড়িতে । বোধি যথারীতি নিজের কায়দায় গোয়েন্দাগিরি শুরু করে । সে কি পারবে মুকুট খুঁজে আনতে? সেটাই দেখার আসন্ন সব পর্বে ।
আরও পড়ুন: মহব্বত মুবারক, প্রি ওয়েডিং ফটো সেশনে অনুরাগীদের ভালোবাসার পাঠ শেখালেন রি আলি
এই পর্বগুলিতে একদিকে যেমন থাকবে রহস্যের ঘনঘটা তেমনই বাদ পড়বে না পুজোর উদযাপনও ৷ পুজোর অঞ্জলি থেকে সন্ধিপুজো, সিঁদুর খেলা সবই থাকবে পুজো স্পেশাল পর্বগুলিতে। 3 থেকে 7 অক্টোবর চলবে এই পর্ব । তাই 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'-তে এই নতুন রহস্য়ের সমাধান কীভাবে হয় তা জানতে হলে চোখ রাখতেই হবে পর্দায় ।