ETV Bharat / entertainment

Vaishali Takkar Death: 'শ্বশুড়াল সিমার কা' খ্যাত অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট - শ্বশুড়াল সিমার কা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি ৷ 'শ্বশুড়াল সিমর কা' খ্যাত টিভি তারকা বৈশালী টক্করের বন্ধ ঘর থেকে পাওয়া গেল ঝুলন্ত দেহ (Hindi Tv Actress Death)। মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর রয়েছে নিজের বাড়ি ৷ সেখানেই আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে (Vaishali Takkar Died by Suicide) ৷ পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও ৷

Vaishali Takkar Death
অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Oct 16, 2022, 9:49 PM IST

ইন্দোর, 16 অক্টোবর: সুশান্ত সিং রাজপুতের স্মৃতি উসকে ঝুলন্ত দেহ উদ্ধার হল টেলি অভিনেত্রী বৈশালী টক্করের। (Vaishali Takkar Died by Suicide)। দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ ৷ তবে এই ঘটনা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিনেত্রী বৈশালীর (Vaishali Takkar) মৃত্য়ুর ঘটনায় তেজাজি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷

গত বছরের এপ্রিলে, বৈশালী তাঁর ফ্যানেদের জানিয়েছিলেন যে তিনি বাগদান সেরেছেন। এমনকী এ নিয়ে একটি ভিডিয়োও শেয়ার করেছিলেন তিনি ৷ তাঁর হবু স্বামীর নামও জানিয়েছিলেন এই হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নেত্রী ৷ বাগদানের খবর শেয়ার করে বৈশালী জানিয়েছিলেন, চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে তিনি তাঁর বাকি জীবন কাটাতে চান ৷ ঠিক এক মাস পরে বাগদানের কথা অস্বীকার করে বৈশালী জানান, তিনি বিয়ে করছেন না, এমনকী বাগদানের কথাও অস্বীকার করেন। বৈশালীর মৃত্যুর খবরে তাঁর পরিবার-পরিজন থেকে শুরু করে বন্ধুমহল এবং ভক্তকুল, চমকে গিয়েছেন সকলেই ৷

আরও পড়ুন: প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

বৈশালীকে 'শ্বশুড়াল সিমার কা' ধারাবাহিক (Serial) ছাড়াও 'সুপার সিস্টারস', ভিশ ইয়া অমৃত, 'সিতারা অ্যান্ড মনমোহিনী 2-তে দেখা গিয়েছে ৷ তবে যে ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ হয়েছিল বৈশালীর, তা হল 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়' ৷ এই ধারাবাহিকে তিনি 2015 থেকে 2016 পর্যন্ত 'সঞ্জনা' চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'রক্ষাবন্ধন' ধারাবাহিকে। খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে ডালপালা মেলে ধরেছিলেন বৈশালী ৷ স্বভাবতই অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা ৷ তবে বৈশালীর মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে প্রণয়ঘটিত কারণ, উত্তর খুঁজছে পুলিশ ৷

ইন্দোর, 16 অক্টোবর: সুশান্ত সিং রাজপুতের স্মৃতি উসকে ঝুলন্ত দেহ উদ্ধার হল টেলি অভিনেত্রী বৈশালী টক্করের। (Vaishali Takkar Died by Suicide)। দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ ৷ তবে এই ঘটনা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিনেত্রী বৈশালীর (Vaishali Takkar) মৃত্য়ুর ঘটনায় তেজাজি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷

গত বছরের এপ্রিলে, বৈশালী তাঁর ফ্যানেদের জানিয়েছিলেন যে তিনি বাগদান সেরেছেন। এমনকী এ নিয়ে একটি ভিডিয়োও শেয়ার করেছিলেন তিনি ৷ তাঁর হবু স্বামীর নামও জানিয়েছিলেন এই হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় নেত্রী ৷ বাগদানের খবর শেয়ার করে বৈশালী জানিয়েছিলেন, চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে তিনি তাঁর বাকি জীবন কাটাতে চান ৷ ঠিক এক মাস পরে বাগদানের কথা অস্বীকার করে বৈশালী জানান, তিনি বিয়ে করছেন না, এমনকী বাগদানের কথাও অস্বীকার করেন। বৈশালীর মৃত্যুর খবরে তাঁর পরিবার-পরিজন থেকে শুরু করে বন্ধুমহল এবং ভক্তকুল, চমকে গিয়েছেন সকলেই ৷

আরও পড়ুন: প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

বৈশালীকে 'শ্বশুড়াল সিমার কা' ধারাবাহিক (Serial) ছাড়াও 'সুপার সিস্টারস', ভিশ ইয়া অমৃত, 'সিতারা অ্যান্ড মনমোহিনী 2-তে দেখা গিয়েছে ৷ তবে যে ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ হয়েছিল বৈশালীর, তা হল 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়' ৷ এই ধারাবাহিকে তিনি 2015 থেকে 2016 পর্যন্ত 'সঞ্জনা' চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'রক্ষাবন্ধন' ধারাবাহিকে। খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে ডালপালা মেলে ধরেছিলেন বৈশালী ৷ স্বভাবতই অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা ৷ তবে বৈশালীর মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে প্রণয়ঘটিত কারণ, উত্তর খুঁজছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.