ETV Bharat / entertainment

Aindrila Sharma: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে - সোশাল মিডিয়া

গত 1 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এরপর তাঁকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। ভেন্টিলেশনে ছিলেন তিনি। এরপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন ঐন্দ্রিলা। কিন্তু ফের অবস্থার অবনতি ঘটেছে তাঁর ৷ ঐন্দ্রিলার আরোগ্য কামনায় প্রার্থনা করছে টলিউড (Tollywood)।

Aindrila Sharma
ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার
author img

By

Published : Nov 12, 2022, 9:05 PM IST

Updated : Nov 12, 2022, 11:10 PM IST

কলকাতা, 12 নভেম্বর: আচমকাই ব্রেন স্ট্রোক হয়ে গত বেশ কয়েক দিন হাসপাতালের বিছানায় শুয়ে ঐন্দ্রিলা (Aindrila Sharma) । জানা গিয়েছিল, শরীরের একদিক পুরো অসাড়। বাঁ-হাত সামান্য নাড়াচাড়া করতে পারছিলেন। তবে বিপদ এখনও কাটেনি। এখনও তাঁর জ্ঞান ফেরার কোনও খবর পাওয়া যায়নি। মাঝে জানা যায়, খানিকটা সুস্থ হয়েছেন তিনি। কিন্তু এদিন ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, জ্বর এসেছে তাঁর। সংক্রমণ ছড়িয়েছে বলেও জানা গিয়েছে। ঐন্দ্রিলার অবস্থা এই মুহূর্তে খানিকটা কঠিন। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন অভিনেত্রী। কখনও ভালো, কখনও আবার মন্দ, ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনওটাই সঠিকভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। 10 দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধের আর্জিও জানিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ৷ সোশাল মিডিয়ায় (Social Media) তিনি লিখেছিলেন, "ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে হাসপাতাল।"

Aindrila Sharma: ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

উল্লেখ্য, অভিনেত্রীর আরোগ্য কামনা করছে টলিউড থেকে তাঁর ভক্তকূল। ঐন্দ্রিলার অভিনয় এবং মিষ্টি ব্যবহার জিতে নিয়েছে সকলের মন। তাই তাঁকে ফের ক্যামেরার সামনে দেখতে উদগ্রীব সকলেই। তাঁর এতদিনের লড়াই থামতে দিতে চান না কেউই। ঐন্দ্রিলার বয়স যেহেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন এই আশাতেই বুক বেঁধেছেন চিকিৎসক এবং তাঁর প্রিয়জনেরা।

কলকাতা, 12 নভেম্বর: আচমকাই ব্রেন স্ট্রোক হয়ে গত বেশ কয়েক দিন হাসপাতালের বিছানায় শুয়ে ঐন্দ্রিলা (Aindrila Sharma) । জানা গিয়েছিল, শরীরের একদিক পুরো অসাড়। বাঁ-হাত সামান্য নাড়াচাড়া করতে পারছিলেন। তবে বিপদ এখনও কাটেনি। এখনও তাঁর জ্ঞান ফেরার কোনও খবর পাওয়া যায়নি। মাঝে জানা যায়, খানিকটা সুস্থ হয়েছেন তিনি। কিন্তু এদিন ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, জ্বর এসেছে তাঁর। সংক্রমণ ছড়িয়েছে বলেও জানা গিয়েছে। ঐন্দ্রিলার অবস্থা এই মুহূর্তে খানিকটা কঠিন। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন অভিনেত্রী। কখনও ভালো, কখনও আবার মন্দ, ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনওটাই সঠিকভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। 10 দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধের আর্জিও জানিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ৷ সোশাল মিডিয়ায় (Social Media) তিনি লিখেছিলেন, "ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে হাসপাতাল।"

Aindrila Sharma: ঐন্দ্রিলার সুস্থ হওয়ার আশায় বুক বাঁধছে তাঁর পাড়া

উল্লেখ্য, অভিনেত্রীর আরোগ্য কামনা করছে টলিউড থেকে তাঁর ভক্তকূল। ঐন্দ্রিলার অভিনয় এবং মিষ্টি ব্যবহার জিতে নিয়েছে সকলের মন। তাই তাঁকে ফের ক্যামেরার সামনে দেখতে উদগ্রীব সকলেই। তাঁর এতদিনের লড়াই থামতে দিতে চান না কেউই। ঐন্দ্রিলার বয়স যেহেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন এই আশাতেই বুক বেঁধেছেন চিকিৎসক এবং তাঁর প্রিয়জনেরা।

Last Updated : Nov 12, 2022, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.