ETV Bharat / entertainment

Meyebela Serial: 'মেয়েবেলা'র স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দ্বিধায় অনুগামীরা - Meyebela Serial

কোন সময়ে টিভির পর্দায় আসতে চলেছে 'মেয়েবেলা' ধারাবাহিকটি? কারণ এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা' ।

Meyebela Serial
মেয়েবেলার স্লট নিয়ে প্রশ্ন
author img

By

Published : Jun 6, 2023, 2:23 PM IST

কলকাতা, 6 জুন: আগামী সপ্তাহ থেকে 'মেয়েবেলা'র স্লটে সন্ধে সাড়ে সাতাটায় আসছে 'সন্ধ্যাতারা' । তা হলে কি শেষ হয়ে যাচ্ছে 'মেয়েবেলা'? প্রশ্ন উঠছে বারবার । মাসখানেক আগেই 'মেয়েবেলা' ধারাবাহিক থেকে সরে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় । বীথিকা মিত্রর চরিত্রের রসায়ণ ঘিরে তাঁর মনে অসন্তুষ্টির সৃষ্টি হয় । তাই চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি । কিন্তু চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই তা সাক্ষাৎকারেই জানান অভিনেত্রী ।
ওদিকে কাহিনি, চিত্রনাট্যকারের তরফে ইটিভি ভারতকে জানানো হয় রূপা চরিত্রটি সম্বন্ধে সবটা জেনেই রাজি হয়েছিলেন । এই মুহূর্তে বীথিকা মিত্রর চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস । বাংলা টেলিভিশনের তিনি জনপ্রিয়তম অভিনেত্রী । কিন্তু সূত্রের খবর অনুযায়ী তিনি এই চরিত্রে আসায় টিআরপি কমেছে । এই নিয়েও তর্ক বিতর্ক কম নয় । টি আর পি'র ওঠাপড়া চলতেই থাকে । তাই সেদিকে চোখ না দিয়ে 'মেয়েবেলা' চলছে তার আপন ছন্দে ।

চাঁদনি চায় মৌ আর ডোডোকে আলাদা কর‍তে । তাই গল্পে এসেছে নতুন মোড় । দর্শকের আগ্রহ বাড়ছে একটু একটু করে । তবে, এর মাঝেই হাজির 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের প্রোমো । আগামী 12 জুন থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে এই ধারাবাহিক । তা হলে কোথায় যাবে 'মেয়েবেলা'? শুরুর আগেই শেষ হয়ে যাবে নাকি মৌ আর ডোডোর ভালোবাসা?

আরও পড়ুন: ছবির কাজের তোড়জোড় শুরু সৌমিতৃষার, অতনু অভিজিতদের সঙ্গে ফ্রেমবন্দি 'মিঠাই'

গল্পের নায়িকা মৌ থুড়ি স্বীকৃতি মজুমদার লাইভে এসে জানিয়ে দিয়েছেন শেষ হচ্ছে না 'মেয়েবেলা' । ওদিকে 12 জুন থেকে এই ধারাবাহিকের জন্য বরাদ্দ করা কোনও স্লটও জানায়নি চ্যানেল । সুতরাং প্রশ্ন তো থেকেই যাচ্ছে । সবটা জানতে।হলে সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই । এই ব্যাপারে ধারাবাহিকের চিত্রনাট্যকার শুভময় বিশ্বাসের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "চ্যানেল এখনও আমাদের কিছু জানায়নি । সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে কি যাবে না এই ব্যাপারে আমরা এখনও অন্ধকারে ।" উল্লেখ্য, 'সন্ধ্যাতারা'তে অভিনয় করতে দেখা যাবে অন্বেষা হাজরা, অমৃতা দেব, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী-সহ আরও অনেকে।

কলকাতা, 6 জুন: আগামী সপ্তাহ থেকে 'মেয়েবেলা'র স্লটে সন্ধে সাড়ে সাতাটায় আসছে 'সন্ধ্যাতারা' । তা হলে কি শেষ হয়ে যাচ্ছে 'মেয়েবেলা'? প্রশ্ন উঠছে বারবার । মাসখানেক আগেই 'মেয়েবেলা' ধারাবাহিক থেকে সরে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় । বীথিকা মিত্রর চরিত্রের রসায়ণ ঘিরে তাঁর মনে অসন্তুষ্টির সৃষ্টি হয় । তাই চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি । কিন্তু চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই তা সাক্ষাৎকারেই জানান অভিনেত্রী ।
ওদিকে কাহিনি, চিত্রনাট্যকারের তরফে ইটিভি ভারতকে জানানো হয় রূপা চরিত্রটি সম্বন্ধে সবটা জেনেই রাজি হয়েছিলেন । এই মুহূর্তে বীথিকা মিত্রর চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস । বাংলা টেলিভিশনের তিনি জনপ্রিয়তম অভিনেত্রী । কিন্তু সূত্রের খবর অনুযায়ী তিনি এই চরিত্রে আসায় টিআরপি কমেছে । এই নিয়েও তর্ক বিতর্ক কম নয় । টি আর পি'র ওঠাপড়া চলতেই থাকে । তাই সেদিকে চোখ না দিয়ে 'মেয়েবেলা' চলছে তার আপন ছন্দে ।

চাঁদনি চায় মৌ আর ডোডোকে আলাদা কর‍তে । তাই গল্পে এসেছে নতুন মোড় । দর্শকের আগ্রহ বাড়ছে একটু একটু করে । তবে, এর মাঝেই হাজির 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের প্রোমো । আগামী 12 জুন থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে এই ধারাবাহিক । তা হলে কোথায় যাবে 'মেয়েবেলা'? শুরুর আগেই শেষ হয়ে যাবে নাকি মৌ আর ডোডোর ভালোবাসা?

আরও পড়ুন: ছবির কাজের তোড়জোড় শুরু সৌমিতৃষার, অতনু অভিজিতদের সঙ্গে ফ্রেমবন্দি 'মিঠাই'

গল্পের নায়িকা মৌ থুড়ি স্বীকৃতি মজুমদার লাইভে এসে জানিয়ে দিয়েছেন শেষ হচ্ছে না 'মেয়েবেলা' । ওদিকে 12 জুন থেকে এই ধারাবাহিকের জন্য বরাদ্দ করা কোনও স্লটও জানায়নি চ্যানেল । সুতরাং প্রশ্ন তো থেকেই যাচ্ছে । সবটা জানতে।হলে সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই । এই ব্যাপারে ধারাবাহিকের চিত্রনাট্যকার শুভময় বিশ্বাসের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "চ্যানেল এখনও আমাদের কিছু জানায়নি । সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে কি যাবে না এই ব্যাপারে আমরা এখনও অন্ধকারে ।" উল্লেখ্য, 'সন্ধ্যাতারা'তে অভিনয় করতে দেখা যাবে অন্বেষা হাজরা, অমৃতা দেব, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী-সহ আরও অনেকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.