কলকাতা, 8 নভেম্বর: চলতি বছরের দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পালা শেষ। অনেক স্কুল খুলে গিয়েছে ইতিমধ্যেই। অনেকেই এই সময়টাকে বেছে নেয় ঘুরতে যাওয়ার জন্য। আবহাওয়াও তুলনামূলক ভালো। না গরম, না শীত। কালীপুজোর আবহে অনেকেই তাই পাড়ি দিচ্ছে রাজ্য কিংবা দেশের বাইরে। এই দলে নাম লিখিয়েছেন অভিনেত্রী অর্কজা আচার্যও। আক্ষরিক অর্থেই তিনি খাঁটি ভ্রমণ পিপাসু।
এবার তিনি পাড়ি দিলেন নিউইয়র্কে। বুধবার নিজেই তিনি সোশাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর বিদেশ ভ্রমণের কথা। অর্কজা লিখেছেন, "চললুম বাইডেনের দেশে।" তবে এবারই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার বিদেশের মাটিতে পা রেখেছেন অভিনেত্রী অর্কজা আচার্য। ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারেও ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি আবার নিজেকে ব্রাজিলের ভক্ত বলেই দাবি করে থাকেন।
অর্কজা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "বেসিক্যালি এই ট্রিপটা হল উঠল বাই তো কটক যাইয়ের মতো। সবে মাত্র আমার 'কড়ি দিয়ে কিনলাম' সিরিয়ালটা শেষ হয়েছে। মাঝখানে শান্তিনিকেতন গিয়েছিলাম। নিউইয়র্ক যাওয়ার কোনও প্ল্যানই ছিল না। আমার দিদি থাকে নিউ জার্সিতে। আমাদের ভিসাটাও রিসেন্টলি হল। মাত্র তিনদিনের প্ল্যানিংয়ে চললাম নিউইয়র্ক। জাস্ট মনে হল তাই রওনা দেওয়া আর কী। এখনও পৌঁছইনি। যাব নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, টেনেসি। আর থ্যাঙ্কস গিভিং-এর সময়ে পুওটারিকোতে যাওয়ার একটা প্ল্যান আছে। দিদির কাছে যাচ্ছি। দিদির সঙ্গে এক বছর পর দেখা হবে। দিদিকে নিয়েই ফিরে আসব।"
আরও পড়ুন: ললিত-জল্পনা অতীত, পুরনো প্রেমিকের হাত ধরে ফের প্রকাশ্যে সুস্মিতা
অর্কজা বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। 'ওগো নিরুপমা' ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর টেলি কেরিয়ার। এরপর 'মিঠাই', 'শ্রেয়সী', 'কড়ি দিয়ে কিনলাম' ধারাবাহিকের দৌলতে তিনি দর্শকের কাছে আজ পরিচিত নাম। বাংলা সাহিত্যের ছাত্রী অর্কজা যেমন বই পিপাসু, তেমনই ভ্রমণ পিপাসুও বটে। ছুটি পেলেই ছুটির ফাঁদে পড়তে তিনি ভালোবাসেন বলেই জানাচ্ছেন অভিনেত্রী নিজেই।