কলকাতা, 14 এপ্রিল : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী চরিত্র শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী বারবার টেনেছে পরিচালকদের ৷ এবার নতুন আঙ্গিকে সমসাময়িক প্রেক্ষাপটে ওয়েব সিরিজে আসতে চলেছে এই দুই চরিত্র ৷ নির্মাতা সানি ঘোষরায় । ওয়েব সিরিজের নাম ‘শ্রীকান্ত’ ।
এই সিরিজের চরিত্রদের সম্প্রতি দেখা গেল র্যাম্পে । এই সিরিজে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋষভ বসুকে । রাজলক্ষ্মীর ভূমিকায় সোহিনী সরকার (Rishav Basu and Sohini Sarkar in New Web Series Srikanta )। অভয়ার চরিত্রে মধুমিতা সরকার । এখানে শ্রীকান্ত একজন ফ্যাশন ডিজাইনার আর রাজলক্ষ্মী ডিভা । সেই সূত্র ধরেই শ্রীকান্ত এবং রাজলক্ষ্মীর আলাপ । এরপর ভালবাসা ৷ আর তারপর অবিশ্বাসের জ্বলন । বাকিটা সময় বলবে ।
এই মিউজিক্যাল ওয়েব সিরিজে অন্যান্য সব চরিত্রে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, জনপ্রিয় তামিল অভিনেত্রী গায়ত্রী শঙ্কর, অঙ্গনা রায়, জুন মালিয়া, সুকৃত সাহা প্রমুখ । সংগীত পরিচালনায় দেবায়ন বন্দ্যোপাধ্যায়, প্রলয় সরকার এবং আনিস আহমেদ । গান গেয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীজিতা মিত্র । সিরিজটির আউটডোর শুটিং হয়েছে পন্ডিচেরিতে । মঙ্গলবার সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন হল একটু অন্য ঢঙে ।
আরও পড়ুন : অভিনেত্রীর ভূমিকায় কেমন অনুভূতি জানালেন পায়েল
শহরের এক হোটেলের লনে র্যাম্পে হাঁটলেন ঋষভ, সোহিনী, অঙ্গনা এবং শ্রীমা । র্যাম্প ওয়াকের পাশাপাশি এদিন সিরিজের লাইভ মিউজিক পর্বে গান গাইলেন আনিস আহমেদ, প্রলয় সরকার, দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজিতা মিত্ররা । মুক্তি পেল ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজের তৃতীয় গান ‘রাজ্যপাঠ’ । আগেই সিরিজের বাকি দু'টি গান ‘আমাকে নাও’ এবং ‘ও রাধে রাধে’-রীতিমতো সাড়া ফেলেছে দর্শকমহলে । ১৪ এপ্রিল থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজটির । প্রযোজনায় ' অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট'।