ETV Bharat / entertainment

Nachiketa Speculative Post: বিচ্ছেদ নাকি অন্যকিছু ? নচিকেতা বললেন 'একান্তই ব্যক্তিগত' - ETV Bharat

সোমবার সন্ধেয় সোশাল মিডিয়ায় নচিকেতা চক্রবর্তী 'ডিভোর্স' লিখে পোস্ট করেন (Nachiketa Chakraborty writes divorce on social media) ৷ ব্যক্তিগত জীবন সংক্রান্ত এই পোস্ট নাকি নয়া কোনও মিউজিক অ্যালবামের চটকদার প্রমোশন, জল্পনা জোরালো হতে থাকে ৷

Nachiketa Speculative Post
সোশাল মিডিয়ায় জল্পনা পোস্ট নচিকেতার
author img

By

Published : Jan 16, 2023, 10:56 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: নচিকেতা চক্রবর্তীর সোশাল মিডিয়া পোস্ট ঘিরে হঠাতই গুঞ্জন ৷ সোমবার সন্ধেয় অফিসিয়াল ফেসবুক পেজে গায়ক হঠাতই একটি বিচ্ছেদের পোস্টার পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা, "যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল ৷" এরপরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (Speculations Rises as Nachiketa Chakraborty writes divorce on social media)। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হতে শুরু করে।নচিকেতার এই পোস্ট ব্যক্তিগত জীবনের চরাই-উতরাইয়ের অংশ নাকি নয়া কোনও মিউজিক অ্যালবামের চটকদার প্রমোশন, জল্পনা জোরালো হতে থাকে অনুরাগীমহলে ৷ ভরে যায় তাঁর পোস্টের কমেন্ট বক্সও ৷

বিষয়টি জানতে ইটিভি ভারত (ETV Bharat) যোগাযোগ করেছিলেন নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) সঙ্গে ৷ উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় 'আগুনপাখি' বলেন, "বিষয়টি একান্তই ব্যক্তিগত ৷" কিন্তু গায়ক নচিকেতার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষ যে চিরকাল উৎসুক । সঙ্গীত জীবনে 30 বসন্ত পেরিয়েও নচিকেতা খোলসা করেননি 'নীলাঞ্জনা' সত্যিই তাঁর প্রথম প্রেম কি না ! তাঁকে প্রশ্ন করা হলেও বারে বারে এড়িয়ে গিয়েছেন। তাঁর গানে বারবার এসেছে নারী চরিত্ররা । কখনও রাজশ্রী, কখনও পৌলমী আবার কখনও শতাব্দী। তাদের পরিচয় জানতে উঠেছে প্রশ্নের ঝড় ৷ নচিকেতা অবশ্য রহস্য আড়ালেই রেখেছেন ৷

পক্ষান্তরে নচিকেতা তাঁর গাওয়া গানে আবার কখনও সরাসরি বলেছেন, "আমার নেই কোনও শাসন, ভালোবাসি যখন তখন।" তিনি যে বারবার প্রেমে পড়েন এটা মঞ্চে বারবারই দাবি করে এসেছেন নচিকেতা ৷ এমনকী প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে নচিকেতা সদর্পে জানিয়েছিলেন তাঁর প্রেমের কথা। তবে নচিকেতার দাম্পত্য জীবনে তেমন কোনও কলহের খবর অনুরাগীমহলে জানা নেই ৷ স্ত্রী সুমিতা চক্রবর্তী যে নচিকেতার কলেজজীবনের প্রেম, তা অনুরাগীদের অজানা নয় ৷ যিনি নচিকেতার 'নচিকেতা' হয়ে ওঠার লড়াইয়ে সহযোদ্ধাও বটে। তাঁদের একমাত্র কন্যাসন্তান ধানসিঁড়ি। সেও পড়াশুনো শেষ করে এখন প্লে-ব্যাক সিঙ্গার। বাবার দেখানো পথেই হাঁটছে সে।

আরও পড়ুন: অরিজিতের সুরে হিন্দি গান গাইলেন কুমার শানু

সবকিছুই ছন্দে চলছে। কিন্তু হঠাৎ ছন্দপতন কেন! অফিসিয়াল ফেসবুক পেজে নচিকেতার সোমবার সন্ধের পোস্ট চমকে দিয়েছে অনুগামীদের ৷ তবে সময় গড়াতে সকলেই উপলব্ধি করেছেন ব্যক্তিগত জীবনের কোনও ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করার মত অবিবেচক হবেন না নচিকেতা ৷ অনেকের দাবি, হয়তো বৃদ্ধাশ্রমের মত নতুন কোনও গানের চমক আসতে চলেছে। কিন্তু বিষয়টি নিয়ে নচিকেতা একেবারেই গম্ভীর। ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, "এ বিষয়ে কিছুই বলব না।" একটু জোরাজুরি করতে নচিকেতা বললেন "বিষয়টা একান্তই ব্যক্তিগত।'' তবে যাই হোক কেন, সবাই চাইছেন তাদের প্রিয় গায়ক স্ত্রী-কন্যাকে নিয়ে সুখেই ঘর করুন। বিচ্ছেদ যেন সত্যি না হয় ৷

কলকাতা, 16 জানুয়ারি: নচিকেতা চক্রবর্তীর সোশাল মিডিয়া পোস্ট ঘিরে হঠাতই গুঞ্জন ৷ সোমবার সন্ধেয় অফিসিয়াল ফেসবুক পেজে গায়ক হঠাতই একটি বিচ্ছেদের পোস্টার পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা, "যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল ৷" এরপরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (Speculations Rises as Nachiketa Chakraborty writes divorce on social media)। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হতে শুরু করে।নচিকেতার এই পোস্ট ব্যক্তিগত জীবনের চরাই-উতরাইয়ের অংশ নাকি নয়া কোনও মিউজিক অ্যালবামের চটকদার প্রমোশন, জল্পনা জোরালো হতে থাকে অনুরাগীমহলে ৷ ভরে যায় তাঁর পোস্টের কমেন্ট বক্সও ৷

বিষয়টি জানতে ইটিভি ভারত (ETV Bharat) যোগাযোগ করেছিলেন নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) সঙ্গে ৷ উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় 'আগুনপাখি' বলেন, "বিষয়টি একান্তই ব্যক্তিগত ৷" কিন্তু গায়ক নচিকেতার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষ যে চিরকাল উৎসুক । সঙ্গীত জীবনে 30 বসন্ত পেরিয়েও নচিকেতা খোলসা করেননি 'নীলাঞ্জনা' সত্যিই তাঁর প্রথম প্রেম কি না ! তাঁকে প্রশ্ন করা হলেও বারে বারে এড়িয়ে গিয়েছেন। তাঁর গানে বারবার এসেছে নারী চরিত্ররা । কখনও রাজশ্রী, কখনও পৌলমী আবার কখনও শতাব্দী। তাদের পরিচয় জানতে উঠেছে প্রশ্নের ঝড় ৷ নচিকেতা অবশ্য রহস্য আড়ালেই রেখেছেন ৷

পক্ষান্তরে নচিকেতা তাঁর গাওয়া গানে আবার কখনও সরাসরি বলেছেন, "আমার নেই কোনও শাসন, ভালোবাসি যখন তখন।" তিনি যে বারবার প্রেমে পড়েন এটা মঞ্চে বারবারই দাবি করে এসেছেন নচিকেতা ৷ এমনকী প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে নচিকেতা সদর্পে জানিয়েছিলেন তাঁর প্রেমের কথা। তবে নচিকেতার দাম্পত্য জীবনে তেমন কোনও কলহের খবর অনুরাগীমহলে জানা নেই ৷ স্ত্রী সুমিতা চক্রবর্তী যে নচিকেতার কলেজজীবনের প্রেম, তা অনুরাগীদের অজানা নয় ৷ যিনি নচিকেতার 'নচিকেতা' হয়ে ওঠার লড়াইয়ে সহযোদ্ধাও বটে। তাঁদের একমাত্র কন্যাসন্তান ধানসিঁড়ি। সেও পড়াশুনো শেষ করে এখন প্লে-ব্যাক সিঙ্গার। বাবার দেখানো পথেই হাঁটছে সে।

আরও পড়ুন: অরিজিতের সুরে হিন্দি গান গাইলেন কুমার শানু

সবকিছুই ছন্দে চলছে। কিন্তু হঠাৎ ছন্দপতন কেন! অফিসিয়াল ফেসবুক পেজে নচিকেতার সোমবার সন্ধের পোস্ট চমকে দিয়েছে অনুগামীদের ৷ তবে সময় গড়াতে সকলেই উপলব্ধি করেছেন ব্যক্তিগত জীবনের কোনও ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করার মত অবিবেচক হবেন না নচিকেতা ৷ অনেকের দাবি, হয়তো বৃদ্ধাশ্রমের মত নতুন কোনও গানের চমক আসতে চলেছে। কিন্তু বিষয়টি নিয়ে নচিকেতা একেবারেই গম্ভীর। ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, "এ বিষয়ে কিছুই বলব না।" একটু জোরাজুরি করতে নচিকেতা বললেন "বিষয়টা একান্তই ব্যক্তিগত।'' তবে যাই হোক কেন, সবাই চাইছেন তাদের প্রিয় গায়ক স্ত্রী-কন্যাকে নিয়ে সুখেই ঘর করুন। বিচ্ছেদ যেন সত্যি না হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.