ETV Bharat / entertainment

Dadagiri Unlimited: মঞ্চে শুরু সৌরভের 'দাদাগিরি', প্রথম পর্বে রাজনীতির আঁচ সামলে আনলেন লর্ডসের নস্ট্যালজিয়া - দাদাগিরি

Dadagiri Unlimited season 10: শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো 'দাদাগিরি আনলিমিটেড সিজন 10'। প্রথম পর্বেই জমজমাট এই শো ৷ শুধু তাই নয়, প্রতিযোগীর অনুরোধে মঞ্চে ফিরে এল 2002 সালের লর্ডস-এর সেই নস্ট্যালজিয়া ৷

Etv Bharat
শুরু সৌরভের 'দাদাগিরি'
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:21 AM IST

Updated : Oct 7, 2023, 12:18 PM IST

কলকাতা, 7 অক্টোবর: দাদাগিরির মঞ্চে লর্ডসের মেজাজে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুরু হল 'দাদাগিরি আনলিমিটেড সিজন 10'। সেই পুরনো ইমেজে ফিরলেন দাদা। প্রথম পর্বেই হল বাজিমাত। দাদাকে নাচতে দেখা গেল এদিনের পর্বে। প্রতিযোগীর সঙ্গে 'নাটো নাটো' গানের সঙ্গে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জনপ্রিয় বাংলা রিয়েলিটি শোয়ের মধ্যে একটি দাদাগিরি ৷ মজার খেলা ও সৌরভের সঞ্চালনায় এই শোয়ের টিআরপি সবসময় হাই ৷ দাদাগিরির প্রথম পর্বে একেবারে অন্য মেজাজে ধরা দেন সৌরভ ৷ খেলার মাঝে প্রতিযোগীর অনুরোধে ঘোরান 99 নম্বর জার্সি। ফিরে এল 2002 সালের লর্ডস-এর সেই নস্ট্যালজিয়া, দাদার সেই মেজাজ। এদিনের পর্বে দাদাকে এক প্রতিযোগী প্রশ্ন করেন ' সিএম' নাকি 'পিএম'। দাদা উত্তর দেন দু'টোই।

সাম্প্রতিককালে তাঁর স্পেন যাওয়াকে কেন্দ্র করে যে জলঘোলা তৈরি হয়েছিল তাতে সৌরভ যোগ্য জবাব দেন সাংবাদিকদের। তিনি বলেন, "আমি ইনডিভিজুয়াল। আমি এমপি-এমএলএ-কাউন্সিলর কেউ নই ৷ তারপরেও আমার বিষয়ে রাজনীতি করা হয়। আমার যেখানে ইচ্ছে হবে, আমি সেখানে যাব। আমার রাজনীতিতে কোনও আগ্রহ নেই। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব। আমি কাউন্সিলর নই, বিধায়ক নই, সাংসদ নই। সারা বিশ্ব থেকে আমি আমন্ত্রিত হই। সর্বত্র আমার গ্রহণযোগ্যতা রয়েছে। আমার কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই ৷"

আরও পড়ুন: বিগ বসের ঘরে এবার বড় চমক ! আসতে পারেন সলমনের নায়িকা মমতা

এদিনের পর্বে মুর্শিদাবাদ জেলাকে প্রতিনিধিত্ব করেন তাজকিরা বেগম। তিনি নিজের হাতে কাঁথাস্টিচের কাজ করা উত্তরীয় দাদাকে উপহার দেন। তাতে লেখা 'দাদাগিরি' এবং আঁকা রয়েছে দাদার ছবি। যা দেখে অভিভূত দাদা। তাজকিরা বেগম এদিন বাম জমানায় ইংরেজি শিখতে না পারার কথাও তুলে ধরেন দাদাগিরির মঞ্চে। সুতরাং বিনোদনের মঞ্চে এদিন উঠে আসে হালকা রাজনৈতিক কথাও। যদিও তাতে আমল দেননি বাংলার মহারাজ। এই সিজনে শনি এবং রবি নয়, 'দাদাগিরি আনলিমিটেড সিজন 10' সম্প্রচারিত হচ্ছে শুক্র এবং শনিবার রাত সাড়ে 9 টায়।

কলকাতা, 7 অক্টোবর: দাদাগিরির মঞ্চে লর্ডসের মেজাজে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুরু হল 'দাদাগিরি আনলিমিটেড সিজন 10'। সেই পুরনো ইমেজে ফিরলেন দাদা। প্রথম পর্বেই হল বাজিমাত। দাদাকে নাচতে দেখা গেল এদিনের পর্বে। প্রতিযোগীর সঙ্গে 'নাটো নাটো' গানের সঙ্গে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জনপ্রিয় বাংলা রিয়েলিটি শোয়ের মধ্যে একটি দাদাগিরি ৷ মজার খেলা ও সৌরভের সঞ্চালনায় এই শোয়ের টিআরপি সবসময় হাই ৷ দাদাগিরির প্রথম পর্বে একেবারে অন্য মেজাজে ধরা দেন সৌরভ ৷ খেলার মাঝে প্রতিযোগীর অনুরোধে ঘোরান 99 নম্বর জার্সি। ফিরে এল 2002 সালের লর্ডস-এর সেই নস্ট্যালজিয়া, দাদার সেই মেজাজ। এদিনের পর্বে দাদাকে এক প্রতিযোগী প্রশ্ন করেন ' সিএম' নাকি 'পিএম'। দাদা উত্তর দেন দু'টোই।

সাম্প্রতিককালে তাঁর স্পেন যাওয়াকে কেন্দ্র করে যে জলঘোলা তৈরি হয়েছিল তাতে সৌরভ যোগ্য জবাব দেন সাংবাদিকদের। তিনি বলেন, "আমি ইনডিভিজুয়াল। আমি এমপি-এমএলএ-কাউন্সিলর কেউ নই ৷ তারপরেও আমার বিষয়ে রাজনীতি করা হয়। আমার যেখানে ইচ্ছে হবে, আমি সেখানে যাব। আমার রাজনীতিতে কোনও আগ্রহ নেই। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব। আমি কাউন্সিলর নই, বিধায়ক নই, সাংসদ নই। সারা বিশ্ব থেকে আমি আমন্ত্রিত হই। সর্বত্র আমার গ্রহণযোগ্যতা রয়েছে। আমার কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই ৷"

আরও পড়ুন: বিগ বসের ঘরে এবার বড় চমক ! আসতে পারেন সলমনের নায়িকা মমতা

এদিনের পর্বে মুর্শিদাবাদ জেলাকে প্রতিনিধিত্ব করেন তাজকিরা বেগম। তিনি নিজের হাতে কাঁথাস্টিচের কাজ করা উত্তরীয় দাদাকে উপহার দেন। তাতে লেখা 'দাদাগিরি' এবং আঁকা রয়েছে দাদার ছবি। যা দেখে অভিভূত দাদা। তাজকিরা বেগম এদিন বাম জমানায় ইংরেজি শিখতে না পারার কথাও তুলে ধরেন দাদাগিরির মঞ্চে। সুতরাং বিনোদনের মঞ্চে এদিন উঠে আসে হালকা রাজনৈতিক কথাও। যদিও তাতে আমল দেননি বাংলার মহারাজ। এই সিজনে শনি এবং রবি নয়, 'দাদাগিরি আনলিমিটেড সিজন 10' সম্প্রচারিত হচ্ছে শুক্র এবং শনিবার রাত সাড়ে 9 টায়।

Last Updated : Oct 7, 2023, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.