ETV Bharat / entertainment

Last Day Shooting of Mithai: শেষ দিনের শুটিঙে মিঠাইয়ের সেটে ভক্তদের ভিড়, চোখে জল সৌমিতৃষার - মিঠাই

বুধবার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের শেষ দিনের শুটিং ছিল ৷ ধারাবাহিকের চরিত্রদের সঙ্গে দেখা করতে সেটে যান ভক্তরা ৷ এ দিন চোখে জল দেখা গিয়েছে সৌমিতৃষার ৷

Last Day Shooting of Mithai
Last Day Shooting of Mithai
author img

By

Published : May 31, 2023, 7:12 PM IST

শেষ দিনের শুটিঙে মিঠাইয়ের সেটে ভক্তদের ভিড়

কলকাতা, 31 মে: বুধবার শেষ হল 'মিঠাই' ধারাবাহিকের শুটিং । মিঠাই, উচ্ছেবাবু, তোর্সা, নিপাদের সঙ্গে শেষ দিনের শুটিঙে দেখা করতে এসেছিলেন ধারাবাহিকের অগণিত ভক্ত । অন্তিম পর্ব নাকি ড্রইং রুমেই দেখবে দর্শক, খবর দিলেন স্বয়ং সৌমিতৃষা । তবে মিঠাইয়ের সফর শেষের দিনে তাঁর চোখের জল বাঁধ মানেনি ৷

শেষ হল 'মিঠাই' ধারাবাহিকের শুটিং । স্বভাবতই মন খারাপ সকলের । এই সেটে এই ধারাবাহিকের চরিত্রগুলির সঙ্গে আর দেখা হবে না কারও । হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনও চরিত্রে ৷ কিন্তু মোদক পরিবারে আর নয় । একইভাবে মিঠাই, মিঠি, উচ্ছে বাবু, তোর্সাকে মিস করবেন তাঁদের অগণিত ভক্ত । তাই তাঁদের মুখোমুখি দেখতে শেষ দিনের শুটিঙে হাজির হন ভক্তরা । হাতে কারও চকোলেট, আবার কারও হাতে ফুল ।

উচ্ছে বাবু থেকে মিঠাই কিংবা মিঠি, তোর্সা প্রত্যেকেই তাঁদের বড্ড আপনজন, তা তাঁদের কথাতেই স্পষ্ট । মিঠাইদের সংলাপও মুখস্থ তাঁদের । সেই সকাল থেকে একটিবার মিঠাইয়ের পরিবারকে দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন তাঁরা । কিন্তু বাউন্সারের চোখরাঙানিতে কাঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত । তবু নাছোড়বান্দা ভক্তরা । মিঠাইয়ের ভক্ত বলে কথা । তাঁরাও মিঠাইয়ের মতোই দৃঢ়প্রতিজ্ঞ । হাল ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী তাঁরা নন । অবশেষে দেখা দিলেন সৌমিতৃষা অর্থাৎ সকলের প্রিয় মিঠাই রানি । ভক্তরা দেখেছেন, আজ মিঠাইয়ের চোখেও জল ।

প্রায় আড়াই বছরের জার্নি । অনেক গল্প, অনেক ওঠাপড়া, অনেক আলোচনা, সমালোচনার পথ পেরিয়ে আজ শেষের পথে 'মিঠাই'-এর এই সফর । সৌমিতৃষার কাছ থেকেই জানা গেল ড্রইং রুমেই দর্শক দেখবে গল্পের অন্তিম পর্ব । বলাবাহুল্য, 'মিঠাই'-এর সেটে ছিল আজ ব্যাপক ব্যস্ততা । মিটিয়ে নিতে হবে অন্তিম পর্বের শুটিং । তাই টানা তিন ঘণ্টা অপেক্ষা করেও হাতের নাগালে পাওয়া গেল না মিঠাই রানিকে । দূর থেকেই কথা বলতে হল তাঁর সঙ্গে । তার উপরে ছিল ইউনিট সদস্যদের চোখরাঙানি । তাঁরাও সহযোগিতা করতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে । শুটিঙের শেষ দিনে মিঠাই থুড়ি সৌমিতৃষা কথা বলতে অত্যুৎসাহী থাকলেও পরিস্থিতি সঙ্গ দেয়নি তাঁকে ।

শেষ দিনের শুটিঙে গোটা টিম একসঙ্গে দুপুরের খাবার খেল আজ । মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ আর রসগোল্লা । মিঠাই রানি বললেন, "আরেকটা জিনিস ছিল মেনুতে । তার নাম ভালোবাসা ।"

আরও পড়ুন: সুখে দুখে মিষ্টিমুখে দু'য়ে পা 'মিঠাই'-এর

শেষ দিনের শুটিঙে মিঠাইয়ের সেটে ভক্তদের ভিড়

কলকাতা, 31 মে: বুধবার শেষ হল 'মিঠাই' ধারাবাহিকের শুটিং । মিঠাই, উচ্ছেবাবু, তোর্সা, নিপাদের সঙ্গে শেষ দিনের শুটিঙে দেখা করতে এসেছিলেন ধারাবাহিকের অগণিত ভক্ত । অন্তিম পর্ব নাকি ড্রইং রুমেই দেখবে দর্শক, খবর দিলেন স্বয়ং সৌমিতৃষা । তবে মিঠাইয়ের সফর শেষের দিনে তাঁর চোখের জল বাঁধ মানেনি ৷

শেষ হল 'মিঠাই' ধারাবাহিকের শুটিং । স্বভাবতই মন খারাপ সকলের । এই সেটে এই ধারাবাহিকের চরিত্রগুলির সঙ্গে আর দেখা হবে না কারও । হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনও চরিত্রে ৷ কিন্তু মোদক পরিবারে আর নয় । একইভাবে মিঠাই, মিঠি, উচ্ছে বাবু, তোর্সাকে মিস করবেন তাঁদের অগণিত ভক্ত । তাই তাঁদের মুখোমুখি দেখতে শেষ দিনের শুটিঙে হাজির হন ভক্তরা । হাতে কারও চকোলেট, আবার কারও হাতে ফুল ।

উচ্ছে বাবু থেকে মিঠাই কিংবা মিঠি, তোর্সা প্রত্যেকেই তাঁদের বড্ড আপনজন, তা তাঁদের কথাতেই স্পষ্ট । মিঠাইদের সংলাপও মুখস্থ তাঁদের । সেই সকাল থেকে একটিবার মিঠাইয়ের পরিবারকে দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন তাঁরা । কিন্তু বাউন্সারের চোখরাঙানিতে কাঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত । তবু নাছোড়বান্দা ভক্তরা । মিঠাইয়ের ভক্ত বলে কথা । তাঁরাও মিঠাইয়ের মতোই দৃঢ়প্রতিজ্ঞ । হাল ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী তাঁরা নন । অবশেষে দেখা দিলেন সৌমিতৃষা অর্থাৎ সকলের প্রিয় মিঠাই রানি । ভক্তরা দেখেছেন, আজ মিঠাইয়ের চোখেও জল ।

প্রায় আড়াই বছরের জার্নি । অনেক গল্প, অনেক ওঠাপড়া, অনেক আলোচনা, সমালোচনার পথ পেরিয়ে আজ শেষের পথে 'মিঠাই'-এর এই সফর । সৌমিতৃষার কাছ থেকেই জানা গেল ড্রইং রুমেই দর্শক দেখবে গল্পের অন্তিম পর্ব । বলাবাহুল্য, 'মিঠাই'-এর সেটে ছিল আজ ব্যাপক ব্যস্ততা । মিটিয়ে নিতে হবে অন্তিম পর্বের শুটিং । তাই টানা তিন ঘণ্টা অপেক্ষা করেও হাতের নাগালে পাওয়া গেল না মিঠাই রানিকে । দূর থেকেই কথা বলতে হল তাঁর সঙ্গে । তার উপরে ছিল ইউনিট সদস্যদের চোখরাঙানি । তাঁরাও সহযোগিতা করতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে । শুটিঙের শেষ দিনে মিঠাই থুড়ি সৌমিতৃষা কথা বলতে অত্যুৎসাহী থাকলেও পরিস্থিতি সঙ্গ দেয়নি তাঁকে ।

শেষ দিনের শুটিঙে গোটা টিম একসঙ্গে দুপুরের খাবার খেল আজ । মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ আর রসগোল্লা । মিঠাই রানি বললেন, "আরেকটা জিনিস ছিল মেনুতে । তার নাম ভালোবাসা ।"

আরও পড়ুন: সুখে দুখে মিষ্টিমুখে দু'য়ে পা 'মিঠাই'-এর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.