কলকাতা, 17 মে : তাঁর জীবনের গল্প নিয়ে রূপোলি পর্দায় তুলে আনার কথা হয়েছিল আগেই ৷ শুরু হয়েছিল কাজও ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনযুদ্ধের কাহিনি এখনও পর্দায় আসেনি ৷ তবে এবার তাঁকে উৎসর্গ করে মুক্তি পেল নতুন গান তু চল মমতা ৷ সোফিয়া খানের প্রযোজনায় এবং উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নিবেদিত এই মিউজিক ভিডিয়ো 'তু চল মমতা' (Tu Chal Mamata Song Releases)।
আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন এই মিউজিক ভিডিয়োর স্রষ্টা, উদ্যোক্তা এবং প্রযোজক সোফিয়া খান, এই গানের গীতিকার তথা মিউজিক ভিডিয়োটির পরিচালক আসিফ ইকবাল এবং সুরকার সমিধ এবং উরভি । উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, সাংসদ নাদিমুল হক-সহ আরও অনেকে ।
মমতাকে আগামী রাজনৈতিক যুদ্ধে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এই গানের মধ্যে দিয়ে ৷ দেশের বর্তমান রাজনৈতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির বিকল্প খুঁজতে বসলে যে যে নামগুলি নিয়ে চর্চা শুরু তাঁদের একজন যে মমতা বন্দোপাধ্যায় এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ সেকথা কিছুটা রয়েছে এই গানের কথাতেও ৷ প্রযোজক সোফিয়া খান তাঁর বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাঁর দুঃসাহসী অভিযান, বাংলার উন্নয়নে তাঁর অবদান প্রকাশ পেয়েছে এই গানের মধ্যে দিয়ে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : বহিষ্কৃত সম্পাদকের ঔদাসীন্যেই ভেঙেছে সংগঠন, দাবি চলচিত্র পরিচালক সংস্থার
তাঁর এই গানের বিষয়ে বলতে গিয়ে সোফিয়া বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের কাছে এক অনুপ্রেরণার নাম । এই অনুপ্রেরণা আমাদের প্রত্যেকদিনের এগিয়ে চলার শক্তি, যা আমাদের প্রত্যেকদিনের জীবনযুদ্ধে অনুপ্রেরণা দেয় । তাঁর কর্মযজ্ঞ আমায় প্রতিনিয়ত অনুপ্রাণিত করে সমাজের জন্য কাজ করতে, উদ্বুদ্ধ করে সমাজের প্রতি সতর্ক থেকে, তৎপর থেকে কোনও উন্নয়নের কাজে হাত লাগাতে । সেই মহামানবীকে উৎসর্গ করেই আমাদের গান 'তু চল মমতা' ৷"