ETV Bharat / entertainment

Sabyasachi FB Post: 'ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন', ফেসবুক পোস্টে কাতর আবেদন সব্যসাচীর - Aindrila Sharma

দিনতিনেক আগে অনুরাগীদের কাছে অভিনেত্রীর সুস্থতা কামনার জন্য আবেদন জানিয়েছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা ৷ সোমবার একই আবেদন এল দুঃসময়ে অভিনেত্রীক সর্বক্ষণের সঙ্গী তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury appeals to the fans for Aindrila through social media) তরফে ৷ যে পোস্টে পরিষ্কার অলৌকিক কোনও শক্তির অপেক্ষায় ঐন্দ্রিলার প্রিয়জনেরা ৷

Sabyasachi FB Post
'ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন', ফেসবুক পোস্টে কাতর আবেদন সব্যসাচীর
author img

By

Published : Nov 14, 2022, 8:36 PM IST

Updated : Nov 14, 2022, 10:00 PM IST

কলকাতা, 14 নভেম্বর: একেবারেই ভালো নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) ৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দশদিন পেরিয়ে গেলেও এখনও অচেতন অভিনেত্রী ৷ দিনতিনেক আগে অনুরাগীদের কাছে অভিনেত্রীর সুস্থতা কামনার জন্য আবেদন জানিয়েছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা ৷ সোমবার একই আবেদন এল দুঃসময়ে অভিনেত্রীর সর্বক্ষণের সঙ্গী তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury appeals to the fans for Aindrila through social media) তরফে ৷ যে পোস্ট দেখে অনুরাগীরা নিশ্চিত, ঐন্দ্রিলার সেরে ওঠার জন্য অলৌকিক কোনও শক্তির অপেক্ষায় তাঁর প্রিয়জনেরা ৷

সোমবার সন্ধেয় এক ফেসবুক পোস্টে ছোটপর্দার অভিনেতা লিখলেন, "কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম ৷ ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন ৷" অভিনেতার পোস্ট দেখার পর স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা আরও তীব্র রয়েছে ৷ তাহলে কী হাল ছাড়লেন চিকিৎসকেরা? এখন কী উপরওয়ালার দিকে চেয়া থাকা চাওয়া আর কোনও উপায় নেই ? এমনই নানা প্রশ্ন ভিড় করে আসছে অনুরাগীদের মনে ৷

দু'বার ক্যানসার হারিয়ে জীবনের মূলস্রোতে ফিরে আসা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত 1 নভেম্বর থেকে ভরতি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ৷ সি প্যাপ সাপোর্টে থেকে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে 'জিয়ন কাঠি' খ্যাত ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ৷ গত শুক্রবার অভিনেত্রীর ফের জ্বর আসায় উদ্বেগ বাড়ে চিকিৎসকদের। যা এখনও কাটেনি ৷

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

দিনকয়েক আগেই সোশাল মিডিয়া পোস্টে ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধের আর্জি জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, "ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল।"

কলকাতা, 14 নভেম্বর: একেবারেই ভালো নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) ৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দশদিন পেরিয়ে গেলেও এখনও অচেতন অভিনেত্রী ৷ দিনতিনেক আগে অনুরাগীদের কাছে অভিনেত্রীর সুস্থতা কামনার জন্য আবেদন জানিয়েছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা ৷ সোমবার একই আবেদন এল দুঃসময়ে অভিনেত্রীর সর্বক্ষণের সঙ্গী তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury appeals to the fans for Aindrila through social media) তরফে ৷ যে পোস্ট দেখে অনুরাগীরা নিশ্চিত, ঐন্দ্রিলার সেরে ওঠার জন্য অলৌকিক কোনও শক্তির অপেক্ষায় তাঁর প্রিয়জনেরা ৷

সোমবার সন্ধেয় এক ফেসবুক পোস্টে ছোটপর্দার অভিনেতা লিখলেন, "কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম ৷ ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন ৷" অভিনেতার পোস্ট দেখার পর স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা আরও তীব্র রয়েছে ৷ তাহলে কী হাল ছাড়লেন চিকিৎসকেরা? এখন কী উপরওয়ালার দিকে চেয়া থাকা চাওয়া আর কোনও উপায় নেই ? এমনই নানা প্রশ্ন ভিড় করে আসছে অনুরাগীদের মনে ৷

দু'বার ক্যানসার হারিয়ে জীবনের মূলস্রোতে ফিরে আসা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত 1 নভেম্বর থেকে ভরতি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ৷ সি প্যাপ সাপোর্টে থেকে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে 'জিয়ন কাঠি' খ্যাত ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ৷ গত শুক্রবার অভিনেত্রীর ফের জ্বর আসায় উদ্বেগ বাড়ে চিকিৎসকদের। যা এখনও কাটেনি ৷

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

দিনকয়েক আগেই সোশাল মিডিয়া পোস্টে ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধের আর্জি জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, "ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল।"

Last Updated : Nov 14, 2022, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.