ETV Bharat / entertainment

Pushan on Ritwick: 'তোমায় যত দেখি, তত শিখি' ; ঋত্বিকের সঙ্গে ফ্রেমে বন্দি হয়ে আপ্লুত পূষণ

'আবার প্রলয়' সিরিজ নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ পর্দায় তাঁর ছোটবেলার চরিত্রে অভিনয় করা পূষণ দাশগুপ্তের সঙ্গে ছবি শেয়ার করলেন ঋত্বিক ৷

Pic Ritwick Chakraborty Instagram
পূষণের সঙ্গে ছবি শেয়ার করলেন ঋত্বিক ত
author img

By

Published : Aug 17, 2023, 1:33 PM IST

Updated : Aug 17, 2023, 2:20 PM IST

কলকাতা, 17 অগস্ট: গত 11 অগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ প্রথম থেকেই এই সিরিজ নিয়ে টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে ৷ অনিমেষ দত্তর কামব্যাক তো বটেই ৷ পাশাপাশি, প্রথম থেকেই যে চরিত্রটি সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তা হল শম্ভুবাবা ৷ পঙ্কজ ত্রিপাঠীর 'সেক্রেড গেমস'-এর লুকের সঙ্গে এই লুকের মিল নিয়ে একসময় রীতিমতো চর্চা শুরু হয় ৷ সিরিজ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন ঋত্বিক ৷ সিরিজে তাঁর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন পূষণ দাশগুপ্ত ৷ তাঁর সঙ্গেই বৃহস্পতিবার সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেতা ৷

রাজ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজে ঋত্বিকের চরিত্রের নাম শম্ভুবাবা ৷ আসল নাম হারু ৷ সুন্দরবনে আসা বানের জলে ভেসে ৷ এরইমাঝে তার সঙ্গে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় কানুর ৷ হারু আর কানু জীবন বাঁচতে নানা খারাপ কাজ করে ৷ কিন্তু নারী পাচারের সঙ্গে প্রথম দিকে তারা যুক্ত ছিল না ৷ এরপর তাদের দলে যোগ হয় মণি নামের একটি মেয়ে ৷ তাকে বাঁচাতে গিয়েই কার্যত হুজ্জা গ্যাংয়ের অংশ হয়ে ওঠে কানু ৷ সঙ্গী হয় বন্ধু হারুও ৷ এই হারুই পরে সুন্দরবনের স্বঘোষিত ত্রাতা শম্ভু বাবা হয়ে ওঠে। পাশাপাশি, তাঁর নেতৃত্বেই চলতে থাকে নারী পাচারের জখন্য ব্যবসা। কীভাবে এই চক্র গড়ে উঠল তা জানতে সিরিজটি দেখতেই হবে ৷

তবে পূষণ এবং ঋত্বিক দু'জনেই নজর কেড়েছেন ৷ শম্ভুবাবা চরিত্রে আলাদা করে নজর কেড়েছেন ঋত্বিক ৷ সুন্দরবনের 'শান্তি' আনার নামে আশান্তির বাতাবরণ তৈরি করে এই ভণ্ডবাবা। এই চরিত্রের প্রতিটি দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ঋত্বিক ৷ বৃহস্পতিবার পূষণের সঙ্গে ছবি শেয়ার করে ঋত্বিক লেখেন, "হারু বা শম্ভু। কিংবা দু'জনেই এক! আবার প্রলয় দেখেছেন?"

আরও পড়ুন: ছেলে জুনায়েদ খানকে নিয়ে ছবি করছেন আমির, তুঙ্গে জল্পনা

ঋত্বিকের অভিনয় যে সাধারণ দর্শকেরও বেশ পছন্দ হয়েছে তা বোঝা যায় কমেন্ট বক্স চোখ দিলেই ৷ কেউ লিখেছেন, "খুব ভালো হয়েছে দাদা ৷" আবার কেউ লিখেছেন, "দু'জনের অভিনয়ই ভীষণ ভালো ৷" পূষণও ধন্যবাদ জানিয়েছেন ঋত্বিককে ৷ তিনি লেখেন, "ধন্যবাদ ঋত্বিকদা ৷ এটা আমার কাছে সম্মানের ৷ তোমায় যত দেখি, তত শিখি ৷ আমার প্রণাম নিও ৷"

কলকাতা, 17 অগস্ট: গত 11 অগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ প্রথম থেকেই এই সিরিজ নিয়ে টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে ৷ অনিমেষ দত্তর কামব্যাক তো বটেই ৷ পাশাপাশি, প্রথম থেকেই যে চরিত্রটি সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তা হল শম্ভুবাবা ৷ পঙ্কজ ত্রিপাঠীর 'সেক্রেড গেমস'-এর লুকের সঙ্গে এই লুকের মিল নিয়ে একসময় রীতিমতো চর্চা শুরু হয় ৷ সিরিজ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন ঋত্বিক ৷ সিরিজে তাঁর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন পূষণ দাশগুপ্ত ৷ তাঁর সঙ্গেই বৃহস্পতিবার সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেতা ৷

রাজ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজে ঋত্বিকের চরিত্রের নাম শম্ভুবাবা ৷ আসল নাম হারু ৷ সুন্দরবনে আসা বানের জলে ভেসে ৷ এরইমাঝে তার সঙ্গে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় কানুর ৷ হারু আর কানু জীবন বাঁচতে নানা খারাপ কাজ করে ৷ কিন্তু নারী পাচারের সঙ্গে প্রথম দিকে তারা যুক্ত ছিল না ৷ এরপর তাদের দলে যোগ হয় মণি নামের একটি মেয়ে ৷ তাকে বাঁচাতে গিয়েই কার্যত হুজ্জা গ্যাংয়ের অংশ হয়ে ওঠে কানু ৷ সঙ্গী হয় বন্ধু হারুও ৷ এই হারুই পরে সুন্দরবনের স্বঘোষিত ত্রাতা শম্ভু বাবা হয়ে ওঠে। পাশাপাশি, তাঁর নেতৃত্বেই চলতে থাকে নারী পাচারের জখন্য ব্যবসা। কীভাবে এই চক্র গড়ে উঠল তা জানতে সিরিজটি দেখতেই হবে ৷

তবে পূষণ এবং ঋত্বিক দু'জনেই নজর কেড়েছেন ৷ শম্ভুবাবা চরিত্রে আলাদা করে নজর কেড়েছেন ঋত্বিক ৷ সুন্দরবনের 'শান্তি' আনার নামে আশান্তির বাতাবরণ তৈরি করে এই ভণ্ডবাবা। এই চরিত্রের প্রতিটি দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ঋত্বিক ৷ বৃহস্পতিবার পূষণের সঙ্গে ছবি শেয়ার করে ঋত্বিক লেখেন, "হারু বা শম্ভু। কিংবা দু'জনেই এক! আবার প্রলয় দেখেছেন?"

আরও পড়ুন: ছেলে জুনায়েদ খানকে নিয়ে ছবি করছেন আমির, তুঙ্গে জল্পনা

ঋত্বিকের অভিনয় যে সাধারণ দর্শকেরও বেশ পছন্দ হয়েছে তা বোঝা যায় কমেন্ট বক্স চোখ দিলেই ৷ কেউ লিখেছেন, "খুব ভালো হয়েছে দাদা ৷" আবার কেউ লিখেছেন, "দু'জনের অভিনয়ই ভীষণ ভালো ৷" পূষণও ধন্যবাদ জানিয়েছেন ঋত্বিককে ৷ তিনি লেখেন, "ধন্যবাদ ঋত্বিকদা ৷ এটা আমার কাছে সম্মানের ৷ তোমায় যত দেখি, তত শিখি ৷ আমার প্রণাম নিও ৷"

Last Updated : Aug 17, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.