কলকাতা, 14 জুলাই: ফের ছোটপর্দায় নয়া চরিত্র নিয়ে ফিরলেন অভিনেত্রী ঋ সেন। এবার তাঁকে দেখা যাবে স্কুলের প্রিন্সিপালের ভূমিকায়। 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে নিউ স্কাইলাইন স্কুলের প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও বেশ পরিচিত মুখ ঋ ৷ বেশ কিছু সাহসী চরিত্রে অভিনয় করে অতীতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ৷
'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে এই মুহূর্তে চলছে সেরা স্কুল বেছে নেওয়ার লড়াই। এই প্রতিযোগিতায় পরপর তিন বছর জয়ী হয়েছে নিউ স্কাইলাইন স্কুল। আর এবার ফিউচার ড্রিমস স্কুলও মরিয়া ট্রফি জিতে নিতে । ধারাবাহিকের নায়িকা ইন্দিরার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ । সে বাংলা মিডিয়ামের ছাত্রী । কিন্তু মেধার সাহায্যে ইংরেজি মিডিয়াম ফিউচার ড্রিমস স্কুলের প্রিন্সিপাল। ওদিকে তার বিরুদ্ধে একের রক এক চক্রান্ত চলছে।
ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র নিউ স্কাইলাইন স্কুলের প্রিন্সিপাল মোহনা বসু । এই চরিত্রেই অভিনয় করছেন ঋ। মানুষটা আসলে কেমন ? ইটিভি ভারতকে অভিনেত্রী বলেন, "খানিকটা নেগেটিভ বলা যায় । এখনও সবটা বুঝে উঠতে পারিনি। এই মহিলার চারটি স্কুল আছে । বেশ আভিজাত্যপূর্ণ একটা চরিত্র বলতে পারেন। সমাজের উঁচুতলায় অবস্থান করেন। টাকা আছে । টাকা দিয়ে সব জিতে নিতে পারে এরকম একটা ভাবও আছে তাঁর মধ্যে। সবমিলিয়ে চরিত্রটা বেশ ভালো লাগছে ।"
আরও পড়ুন: রবি ঠাকুরের পর নতুন সাজে ক্যামেরার সামনে অনুপম, আসছে নতুন ছবি
এই ধারাবাহিকটির ঠিক আগে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ অনেকদিন পর টেলিভিশনে জুটি বাঁধেন ঋ ৷ 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে তাঁদের অভিনয় বেশ নজর কেড়েছিল । তাছাড়াও 'ত্রিনয়নী', 'মুকুট'-সহ আরও বহু ধারাবাহিকে নানা স্বাদের চরিত্রে অভিনয় করেছেন এই দাপুটে অভিনেত্রী । এবারও তাঁকে দেখা যাচ্ছে বলিষ্ঠ চরিত্রে । দর্শকও এই নতুন চরিত্র দেখে খুশি ।