মুম্বই, 10 জুন : 'গালি বয়' স্টার রণবীর সিংজীবনটা বাঁচতে ভালবাসেন নিজের ছন্দে ৷ প্রতি মুহূর্তে অ্যাডভেঞ্চারাস কিছু করার জন্য় মুখিয়ে থাকেন তিনি ৷ পর্দায় বাইরেই হোক বা পর্দায় তাঁর এনার্জি যে মারাত্মক মহানিন্দুকরাও তা স্বীকার করতে বাধ্য ৷ এবার তাঁর এই জীবনীশক্তি আর অ্যাডভেঞ্চার প্রেমই পরীক্ষার মুখে পড়তে চলেছে ৷ কারণ তাঁকে এবার দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে বন বাদার আর পাহাড়ে ছুটে বেড়াতে ৷
এই বিশেষ অ্যাডেভেঞ্চার রিয়েলিটি শোয়ের নাম হল 'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস' (Ranveer vs Wild with Bear Grylls Teaser Out)৷ শুক্রবার মুক্তি পেয়েছে এর টিজার ৷ টিজারে দেখা যায় এই শোয়ে রণবীরের সঙ্গে একটি থ্রিলিং সাক্ষাৎ হচ্ছে বেয়ারের ৷ কখনও জন্তু জানোয়ার কখনও খাড়া পাহাড়ের মধ্যে পরে জীবন বাঁচাতে 'সার্ভাইভাল স্কিল' শেখার চেষ্টা করছেন এই অভিনেতা ৷ কীভাবে এই বন্য প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে সুস্থ অবস্থায় ঘরে ফেরেন রণবীর সেটাই দেখার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন : ঋতুপর্ণার পর এবার বেসরকারি বিমান সংস্থার দুর্ব্যবহারের বিরুদ্ধে সরব পূজা হেগড়েও
তবে টিভিতে নয় এই শো আসতে চলেছে ওটিটির মঞ্চে ৷ বিষয়টি নিয়ে বলতে গিয়ে নেটফ্লিক্সের তরফে মনিকা শেরগিল জানান এটি ভারতের প্রথম ইন্টারেক্টিভ অ্যাডভেঞ্চার স্পেশাল যা রণবীরের জন্য় একটি 'লাইফটাইম' অভিজ্ঞতা হতে চলেছে ৷ কারণ এখানে তাঁকে তাঁর জীবনী শক্তিকে চরম সীমায় ঠেলে হবে ৷ 8 জুলাই থেকে শুরু হচ্ছে এই শোয়ের স্ট্রিমিং ৷