কলকাতা, 11 এপ্রিল : কল্লোলিনী কলকাতায় বৈচিত্রের অন্ত নেই । কলকাতার চারু মার্কেট এলাকায় গেলেই মেট্রো রেলের বাড়ির গায়ে দেখা মিলবে সত্যজিৎ রায়ের । এমন ভাবেই দেওয়ালে আঁকা হয়েছে এই চিত্র, যা দেখে মনে হয় একেবারে জীবন্ত ৷ বলাবাহুল্য, এই প্রথম কলকাতার কোনও বাড়ির দেওয়ালে এইরকম থ্রিডি চিত্র দেখতে পেলেন শহরবাসী। এই আর্টকে পাবলিক আর্ট বলা হয় । জানিয়েছেন, প্রাক্তন আমলা এবং রাজ্যসভার সাংসদ জহর সরকার ।
কলকাতার নানা জায়গার দেওয়ালে ইতিমধ্যেই দেখা মিলছে নারায়ণ দেবনাথের অনবদ্য সৃষ্টি 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্টে'দের । এবার সত্যজিৎকে নিজের তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুললেন চেন্নাইয়ের এক শিল্পী । দিল্লিতে অবস্থিত একটি সংস্থা এবং প্রথম সারির একটি রং প্রস্তুতকারী সংস্থা যৌথভাবে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ৷ গোটা দেশের বিভিন্ন শহরের দেওয়ালে সেখানকার কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে তাদের চিত্রকলার মাধ্যমে । তাদের এই উদ্যোগের নাম, 'ডোনেট এ ওয়াল' (Donate A Wall Campaign)।
আরও পডু়ন: ক্রিকেট নয়, দাদার 'দাদাগিরি'তেই মজে আছে খুদেরা
তারাই এই শহরে সত্যজিৎ রায়কে নিয়ে দেওয়াল চিত্র তৈরি করার জন্য মেট্রোর কাছে আবেদন জানায় । চারু মার্কেট সংলগ্ন এলাকায় মেট্রোর একটি দেওয়াল প্রদান করে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সেখানেই ফুটিয়ে তোলা হয় কলকাতার প্রিয় মানিকবাবুকে ৷ পরবর্তীতে এহেন কাজ আরও হবে কি না, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন মেট্রো রেলওয়ে কলকাতার সেক্রেটারি টু জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ ।