কলকাতা, 8 মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে পুরুষকেন্দ্রিক নতুন ধারাবাহিকের খবর দিল বাংলার প্রথম সারির এক বিনোদন চ্যানেল । খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই গল্প ৷ কাহিনির প্রোমোও হাজির ৷ প্রোমোটিও তৈরি হয়েছে গল্পের হিরোকে কেন্দ্রে রেখেই । এমনিতে বাংলা ধারাবাহিক মানেই তার কেন্দ্রে কোনও নারী চরিত্রর অবস্থান হবে । প্রোমোও গড়ে উঠবে তাঁকে ঘিরেই। কিন্তু আসন্ন ধারাবাহিক 'রাম কৃষ্ণা'র প্রোমোতে জায়গা করে নিয়েছে গল্পের হিরো রামানন্দ (Bengali New Serial Ram Krishnaa)। এই দিক থেকে এটি যে ভিন্ন ধারার প্রয়াস তা বলার অপেক্ষা রাখে না।
প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। গল্পের কেন্দ্রে রামানন্দ নামের একজন দয়ালু, সৎ, ভদ্র এবং অতিমাত্রায় জ্ঞানী পুরোহিত । আর আছে বড়লোকের অহঙ্কারী মেয়ে কৃষ্ণা । রামানন্দ আধুনিক মানুষ হলেও সাবেকিয়ানাকে সমান মর্যাদা দেয়। সাবেকি ধ্যান, ধারণা, আচার-বিচারের প্রতি শ্রদ্ধা আছে তার । সে দায়িত্বশীল, বুদ্ধিমান । লেখাপড়া এবং খেলাধুলায় ছোট থেকেই সবসময় প্রথম হয়েছে সে । তাই আশেপাশের সব মেয়ের ক্রাশ রামানন্দ । বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের পর্দায়।
রামানন্দের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে । কৃষ্ণার চরিত্রে নন্দিনী দত্ত । এর আগে এই চ্যানেলেরই 'বসন্ত বিলাস' ধারাবাহিকে দেখা গিয়েছিল নন্দিনীকে । এবার এই ধারাবাহিকে নন্দিনী ফিরছেন একেবারে অন্য ইমেজ নিয়ে কী কী দোষ বা গুণ রয়েছে তার চরিত্রে? তা জানতে হলে ধারাবাহিকের শুরুর দিন পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে।
আরও পড়ুন: 'বাঘাযতীন' এর শ্যুটিং করতে গিয়ে চোট! চোখে ব্যান্ডেজ বেঁধেই দোল খেললেন দেব
নীলাঙ্কুর এর আগে অভিনয় করেছেন 'কন্যাদান' ধারাবাহিকে ৷ সেখানে ছিলেন মুখ্য পুরুষ চরিত্রে । কবে থেকে শুরু হবে 'রাম কৃষ্ণা'র সম্প্রচার তা চ্যানেলের তরফে জানানো হয়নি এখনও । প্রসঙ্গত, প্রোমো ইতিমধ্য়েই নজর কেড়েছে দর্শকের । এখন অপেক্ষা রামানন্দ আর কৃষ্ণার রসায়ন কীভাবে জমে ওঠে তা দেখার জন্য় ৷