ETV Bharat / entertainment

New Serial Ferari Mon: 'ফেরারি মন' নিয়ে জুটি বাঁধছেন সুদীপ্তা-বিপুল - Bipul Patra New Serial Ferari Mon

বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক 'ফেরারি মন'(New Serial Ferari Mon is Coming Soon)। এই ধারাবাহিকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা রায় এবং বিপুল পাত্রকে (New Serial Ferari Mon )।

New Serial Ferari Mon is Coming Soon
'ফেরারি মন' নিয়ে জুটি বাঁধছেন সুদীপ্তা-বিপুল
author img

By

Published : Sep 28, 2022, 12:28 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক 'ফেরারি মন'(New Serial Ferari Mon is Coming Soon)। এই ধারাবাহিকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা রায় এবং বিপুল পাত্রকে (New Serial Ferari Mon )। 'ক্ষীরের পুতুল' ধারাবাহিকের পর আর সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি সুদীপ্তা রায়কে । ওদিকে বিপুল পাত্র কদিন আগে দাপিয়ে অভিনয় করছিলেন 'জয় জগন্নাথ' ধারাবাহিকে । সুতরাং একজনের ঝুলিতে রূপকথা আরেকজনের ঝুলিতে মাইথোলজি। আর এবার দুজনেই ফিরছেন অন্য ইমেজে ।

বিপুলকে এবার দেখা যাবে যাকে বলে একেবারে রাফ অ্যান্ড টাফ ইমেজে (Bipul Patra New Serial Ferari Mon)। অতিমাত্রায় আত্মবিশ্বাসী, অন্যকে দমিয়ে রাখার মনোভাব তাঁর চরিত্রে থাকবে বিপুল পরিমাণে । ওদিকে সুদীপ্তা লড়াকু, প্রতিবাদী, আত্মবিশ্বাসী (Sudipta Roy New Serial Ferari Mon )। সে সত্যের জন্য লড়াই করে । ধারাবাহিকের নিজস্ব ছক মেনেই তৈরি হচ্ছে গল্প ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, কলেজে আলাপ হয় অগ্নি (বিপুল) এবং তুলসির (সুদীপ্তা)। আর সেই কলেজটাই হল অগ্নির বাবার । তাই সে নিজের আধিপত্য দেখায় অন্যায়ভাবে । সে কলেজের প্রফেসরদেরও সম্মান করে না । শুধু তাই নয়, পরীক্ষা না দিয়েও সে ফার্স্ট হয়, আবার স্টুডেন্ট অফ দ্য ইয়ারও হয় । এমনকী কলেজে মদ্যপানও করে সে । এমন এক ছেলের সঙ্গে কীভাবে তুলসির জীবন জড়িয়ে যায় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে ।

কিন্তু 'জয় জগন্নাথ'-এ অভিনয়ের বিপুলকে দেখা যাবে এমন একটি রাফ অ্যান্ড টাফ চরিত্রে ৷ এই পরিবর্তন কীভাবে তোলেন তিনি সেটাই দেখার ৷ কারণ এতদিন দর্শক মনে অভিনেতাকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে তা পুরোপুরি ভেঙে আবার তাকে নতুন করে গড়তে হবে অভিনেতাকে ৷ অন্যদিকে সুদীপ্তা ছিলেন রূপকথার চরিত্র ৷ সেখান থেকে এবার তিনি আসছেন সামাজিক নাট্যের মুখ্য় চরিত্রে ৷ তাঁর জন্যও পরিবর্তনটা বেশ কঠিন ৷

আরও পড়ুন: লুক পরিবর্তনের জন্য কী কী করেছেন মৌনি...রূপের রানির জন্মদিনে পড়ুন নেপথ্য কাহিনি

ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে তা জানা যায়নি এখনও। তবে, প্রোমো হাজির। আর প্রোমোতেই বাজিমাত করেছেন বিপুল এবং সুদীপ্তা। বাকিটা সময়ের অপেক্ষা। 'ক্যানিং-এর মিনু' যে চ্যানেলে সম্প্রচারিত হয় 'ফেরারি মন' আসবে সেই চ্যানেলেই।

কলকাতা, 28 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক 'ফেরারি মন'(New Serial Ferari Mon is Coming Soon)। এই ধারাবাহিকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা রায় এবং বিপুল পাত্রকে (New Serial Ferari Mon )। 'ক্ষীরের পুতুল' ধারাবাহিকের পর আর সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি সুদীপ্তা রায়কে । ওদিকে বিপুল পাত্র কদিন আগে দাপিয়ে অভিনয় করছিলেন 'জয় জগন্নাথ' ধারাবাহিকে । সুতরাং একজনের ঝুলিতে রূপকথা আরেকজনের ঝুলিতে মাইথোলজি। আর এবার দুজনেই ফিরছেন অন্য ইমেজে ।

বিপুলকে এবার দেখা যাবে যাকে বলে একেবারে রাফ অ্যান্ড টাফ ইমেজে (Bipul Patra New Serial Ferari Mon)। অতিমাত্রায় আত্মবিশ্বাসী, অন্যকে দমিয়ে রাখার মনোভাব তাঁর চরিত্রে থাকবে বিপুল পরিমাণে । ওদিকে সুদীপ্তা লড়াকু, প্রতিবাদী, আত্মবিশ্বাসী (Sudipta Roy New Serial Ferari Mon )। সে সত্যের জন্য লড়াই করে । ধারাবাহিকের নিজস্ব ছক মেনেই তৈরি হচ্ছে গল্প ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, কলেজে আলাপ হয় অগ্নি (বিপুল) এবং তুলসির (সুদীপ্তা)। আর সেই কলেজটাই হল অগ্নির বাবার । তাই সে নিজের আধিপত্য দেখায় অন্যায়ভাবে । সে কলেজের প্রফেসরদেরও সম্মান করে না । শুধু তাই নয়, পরীক্ষা না দিয়েও সে ফার্স্ট হয়, আবার স্টুডেন্ট অফ দ্য ইয়ারও হয় । এমনকী কলেজে মদ্যপানও করে সে । এমন এক ছেলের সঙ্গে কীভাবে তুলসির জীবন জড়িয়ে যায় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে ।

কিন্তু 'জয় জগন্নাথ'-এ অভিনয়ের বিপুলকে দেখা যাবে এমন একটি রাফ অ্যান্ড টাফ চরিত্রে ৷ এই পরিবর্তন কীভাবে তোলেন তিনি সেটাই দেখার ৷ কারণ এতদিন দর্শক মনে অভিনেতাকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে তা পুরোপুরি ভেঙে আবার তাকে নতুন করে গড়তে হবে অভিনেতাকে ৷ অন্যদিকে সুদীপ্তা ছিলেন রূপকথার চরিত্র ৷ সেখান থেকে এবার তিনি আসছেন সামাজিক নাট্যের মুখ্য় চরিত্রে ৷ তাঁর জন্যও পরিবর্তনটা বেশ কঠিন ৷

আরও পড়ুন: লুক পরিবর্তনের জন্য কী কী করেছেন মৌনি...রূপের রানির জন্মদিনে পড়ুন নেপথ্য কাহিনি

ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে তা জানা যায়নি এখনও। তবে, প্রোমো হাজির। আর প্রোমোতেই বাজিমাত করেছেন বিপুল এবং সুদীপ্তা। বাকিটা সময়ের অপেক্ষা। 'ক্যানিং-এর মিনু' যে চ্যানেলে সম্প্রচারিত হয় 'ফেরারি মন' আসবে সেই চ্যানেলেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.