কলকাতা, 12 অগস্ট: 22 অগস্ট থেকে রাত সাড়ে আটটার স্লটে আসছে নতুন ধারাবাহিক 'মাধবীলতা'(New Serial Madhabilata is Coming from 22 August)। এই মুহূর্তে এই স্লটে চলছে দর্শকদের প্রিয় ধারাবাহিক 'মন ফাগুন'। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে ঋষি-পিহুর সফর? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট পাড়ায় ।
'মন ফাগুন'-এ এখন চলছে টানটান উত্তেজনা । গল্পের নায়ক ঋষি রোমিও পরিচয়ে রয়েছে জেলেদের সাম্রাজ্যে । রোহন তার শরীরে বিষক্রিয়া ঘটিয়ে তাকে জলে ফেলে দেয় । ভাসতে ভাসতে সে যেখানে পৌঁছায় সেখানে কয়েকজন জেলে তাকে উদ্ধার করে । ওই এলাকারই মান্যি গন্যি লোক কর্তাবাবার হারিয়ে যাওয়া ছেলে রোমিও অবিকল ঋষির মতো দেখতে । কর্তা বাবা তাকে নিজের ছেলেই ভাবে । পরে পরিচয় পেয়ে ব্যথিত হয় ।
ঋষি রোহনের আসল পরিচয় জানতে রোমিও হয়েই থেকে যায় । রোমিওর মা ছেলেকে ফিরে পেয়ে খুশি । সে ঋষিকেই রোমিও ভাবে । ওদিকে পিহুর সঙ্গে রোহনের বিয়ের দিন হাজির । রোমিওকে বিয়েতে আসতে বলে পিহু । তার বিশ্বাস রোমিওই হয়ত তার মিঃ সেন । এরপর কী হয় সেটাই দেখার ৷ তবে, গল্প আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে হয়ত খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে সেন বাড়ির । এখন প্রশ্ন হল এই সমস্যার সমাধানের মধ্য দিয়েই কি শেষ হবে ঋষি-পিহুর সফর? নাকি গল্প এগোবে অন্য কোনও স্লটে? স্পষ্ট জানা যায়নি এখনও ।
ওদিকে 'মাধবীলতা'ও প্রস্তুত দর্শকের জন্য । প্রাণ দিয়ে গাছ বাঁচায় মাধবীলতা । ওদিকে গাছ কেটে চলছে বহুতল বানানোর প্রক্রিয়া । মাধবীলতার দিদি তার মাকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে বোবা হয়ে গেছে । কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে ওদের মায়ের । জানা যাবে ধারাবাহিকের পরতে পরতে । গল্পের নায়ক-নায়িকার ভূমিকায় আছেন শ্রাবণী ভুইয়াঁ এবং সুস্মিত মুখোপাধ্যায় ।
আরও পড়ুন: পঙ্কজকে প্রথমে স্বস্তিকার ক্রাশ ও পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া
শ্রাবণী এর আগে 'কণক কাঁকন', জীবন সাথী' ধারাবাহিকে কাজ করেছেন । সুস্মিতের ঝুলিতে রয়েছে 'বরণ'। বাংলা টেলিভিশনের এই দুই মুখের রসায়ণ কেমন জমবে এটাই দেখার । এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে চাঁদনি সাহা, শঙ্কর দেবনাথ, মৌসুমী সাহা-সহ কুশল চক্রবর্তীকে । কুশল চক্রবর্তীকে এবার পাওয়া যাবে অন্য ইমেজে । রীতিমতো ভিলেন তিনি । 'মাধবীলতা'র আগমনে 'মন ফাগুন'-এর শেষ অবধি পরিণতি কী, চোখ থাকবে সেদিকেও।