কলকাতা, 24 এপ্রিল: বাংলা টেলিভিশনে শিশু শিল্পীর অভাব নেই। বেশ খানিকটা পিছিয়ে গিয়ে দিতিপ্রিয়া রায় থেকে তাথৈ, তিথি বসু, সোহম বসু রায়চৌধুরী থেকে আজকের অয়ন্না চট্টোপাধ্যায়-সেদিনও দর্শকের মন জয় করেছে। আজকেও তার অন্যথা হচ্ছে না। ছোটপর্দার 'করুণাময়ী রানি রাসমণি' থেকে বড়পর্দার 'মিনি'র পর ক্লাস ফাইভের অয়ন্না চট্টোপাধ্যায় আজ দর্শকের মনোরঞ্জনে ব্যস্ত 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের কমলার চরিত্রে। ঘোমটা টানা আটপৌঢ়ে শাড়িতে সে আজ গিন্নিবান্নি। জমিদার বাড়ির আদরের দুলালি আজ মধ্যবিত্ত, মুখুজ্যে পরিবারের বউ। যে বাড়ির মেয়েদের পুরুষদের আগে খেতে বসা মানা, লেখাপড়া করা মানা, ইংরেজি বলা মানা আর ইংরেজিতে গান? তাতে তো জাত যাওয়ার অবস্থা হয় আর কি!
আসলে যে সময়ের চালচিত্র ধারাবাহিকে উঠে আসছে সেই সময়ে মেয়েরা লেখাপড়া করলে তাদের স্বামী মারা যায় এই মিথ প্রচলিত ছিল। দেশে তখন স্বদেশি আন্দোলন। অনেকেই আবার বিলিতি আদবকায়দায় অভ্যস্ত হয়ে পড়েছে। কমলার জমিদার তেমনই এক পরিবার। কিন্তু তার যেখানে বিয়ে হয় তারা সাদা চামড়ার মানুষদের ঘোর বিরোধী। দুই পরিবারের সখ্যতা কীভাবে পোক্ত হবে সেটাই দেখানো হবে গল্পে। তবে, ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে কমলা আর পৃথ্বীরাজের রসায়ন।
তবে না, এখনও একে প্রেম বলা যায় না। প্রেম এখনও সেভাবে জমে ওঠেনি 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে। তবে, কমলা ও মানিক অর্থাৎ পৃথ্বীরাজের কেমেস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকের। একদিকে সেই সময়কার শিক্ষিতা, গড়গড় করে ইংরেজি বলা, ইংরেজিতে গান গাওয়া, মার্জিত, রুচিশীল কিশোরী কমলা অন্যদিকে দুষ্টু, ডানপিটে, পাড়া বেড়ানো, লেখাপড়ায় ফাঁকিবাজ মানিক। সে আবার নিজেকে রাজা পৃথ্বীরাজ বলে দাবি করে। কমলাকে প্রথমে বন্ধুদের কথা শুনে রাক্ষসী ভাবতে শুরু করে মানিক। পরে ভুল ভাঙে তার। কমলার উপরে পিসিমা'দের চাপানো অপবাদ, বিধানের সে তীব্র প্রতিবাদ করে। এভাবেই এগিয়ে চলেছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: কোন স্লটে আসছে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ?
বিভূতিভূ্ষণ মুখোপাধ্যায়ের লেখা 'শ্রীমান পৃথ্বীরাজ' গল্প অবলম্বনে 1972 সালে মুক্তি পায় তরুণ মজুমদার পরিচালিত বাংলা ছবি 'শ্রীমান পৃথ্বীরাজ'। সেখানে মহুয়া রায়চৌধুরী এবং অয়ন বন্দ্যোপাধ্যায়ের কেমেস্ট্রি যেমন দর্শকের হৃদয়ে প্রেমের তুফান তুলেছিল তেমনি অয়ন্না আর সুকৃত সাহার এই মুহূর্তের শিশুসুলভ সারল্য মাখানো ভালোবাসা নজর কাড়ছে দর্শকের। তবে, সেটাকে এখনই 'প্রেম' বলে আখ্যায়িত করা যায় না। এখনও পরিণত প্রেমের ছাপ পড়েনি তাদের ভালোবাসায়। তার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অপেক্ষা আরও একটি বিষয়ের। কারা হবে প্রাপ্ত বয়সের কমলা ও পৃথ্বীরাজ? চোখ থাকবে সেদিকেও।