ETV Bharat / entertainment

Mithai TRP Score : ফের শীর্ষস্থানে 'মিঠাই', কমল 'গাঁটছড়া'র নম্বর - Mithai Again Takes The Top Spot in TRP List

বেশ কয়েক সপ্তাহ পর টিআরপি তালিকায় নিজের শীর্ষস্থানে ফেরত এল ধারাবাহিক 'মিঠাই' (Mithai Again Takes The Top Spot in TRP List)। খুশির হাওয়া সেটে ।

Mithai back to the previous place
ফের আগের জায়গায় 'মিঠাই', নামল 'গাঁটছড়া'র নম্বর
author img

By

Published : Apr 8, 2022, 3:52 PM IST

কলকাতা, 8 এপ্রিল : ফের নিজের জায়গায় ফিরল ধারাবাহিক 'মিঠাই' ৷ ফের একবার শীর্ষস্থানে ফিরে খুশি এই পরিবার । আর অন্যদিকে দ্বিতীয় স্থানে 'গাঁটছড়া'। সুতরাং, ধরে নেওয়া যায় উচ্ছেবাবুর দুর্ঘটনা অধিক দর্শকের মনে ঝড় তুলেছে রাহুল-দ্যুতির বিয়ের থেকেও । রাহুল-দ্যুতির বিয়েতে সেভাবে ঘটনার ঘনঘটা দেখানো হয়নি কোনও পর্বেই ।

'মিঠাই'-এর চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৯.৮ (Mithai Again Takes The Top Spot in TRP List)। দ্বিতীয়- গাঁটছড়া (৮.৯), তৃতীয়- আলতা ফড়িং ও অনুরাগের ছোঁয়া (৮.৫), চতুর্থ- উমা (৮.০), পঞ্চম- গৌরী এলো (৭.৭)ষষ্ঠ- পিলু ও ধূলোকণা (৭.৩), সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.২), অষ্টম- মন ফাগুন (৬.৯), নবম- আয় তবে সহচরী (৬.৮), দশম- সর্বজয়া (৬.০) ।

দিনকয়েক আগে 'মন ফাগুন' ভাল কামাল দেখাচ্ছিল টিআরপি তালিকায়। কিন্তু এবার সাপলুডোর এই খেলায় তারা এবার পড়েছে সাপের মুখে । সটান অষ্টম স্থানে নেমে গিয়েছে ঋষি-পিহুর জুটি । গল্পে অবশ্য এসেছে নতুন মোড় । ঋষি-পিহুর বিয়ের দিনেই হাজির ঋষির মা । সঙ্গে রয়েছে পিহুক । জোড়া পিহুর পর্ব দর্শকমনে কতটা ঝড় তোলে সেটাই দেখার । নতুন পিহুর চরিত্রে দেখা যাবে ঐশী ভট্টাচার্যকে । বোঝাই যাচ্ছে ষড়যন্ত্র ফের দানা বাঁধছে গল্পে । কে পাঠাল এই নতুন পিহুকে? ঋষির মাও কি এই ষড়যন্ত্রের শিকার? নাকি সেও জানে নতুন পিহু আসলে প্রিয়দর্শিনী মিত্র নয় । সবটা জানা যাবে আগামী সব পর্বে ।

আরও পড়ুন : ভারতীয় ট্রাডিশনাল লুকে অনুরাগীদের মন মাতালেন পিকি চপস

ওদিকে দু‘সপ্তাহ কেটে গেলেও টিআরপি'র তালিকায় স্থান পেল না রাজ চক্রবর্তী প্রযোজিত 'গোধূলি আলাপ'। তার মানে কি জমছে না অসম বয়সের ভালোবাসার গল্প ? এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, বাঙালি আজও ভুলতে পারেনি উত্তমকুমার, সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত হিট বাংলা ছবি 'বিকেলে ভোরের ফুল'। একবার যা মনে গেঁথে যায় তা মুছে ফেলা বেশ কঠিন । আর তা যদি হয় কোনও চরিত্র, তাহলে তো নৈব নৈব চ ৷ এবার চোখ থাকবে পরবর্তী সব পর্বের দিকে । নতুন বাংলা ধারাবাহিকের তালিকায় আছে আরও কয়েকটি ধারাবাহিক যেমন- 'লালকুঠি', 'টুম্পা অটোওয়ালি'। টিআরপি তালিকায় তারা কেমন কামাল দেখায় সেদিকেও নজর থাকবে সকলের ৷

কলকাতা, 8 এপ্রিল : ফের নিজের জায়গায় ফিরল ধারাবাহিক 'মিঠাই' ৷ ফের একবার শীর্ষস্থানে ফিরে খুশি এই পরিবার । আর অন্যদিকে দ্বিতীয় স্থানে 'গাঁটছড়া'। সুতরাং, ধরে নেওয়া যায় উচ্ছেবাবুর দুর্ঘটনা অধিক দর্শকের মনে ঝড় তুলেছে রাহুল-দ্যুতির বিয়ের থেকেও । রাহুল-দ্যুতির বিয়েতে সেভাবে ঘটনার ঘনঘটা দেখানো হয়নি কোনও পর্বেই ।

'মিঠাই'-এর চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৯.৮ (Mithai Again Takes The Top Spot in TRP List)। দ্বিতীয়- গাঁটছড়া (৮.৯), তৃতীয়- আলতা ফড়িং ও অনুরাগের ছোঁয়া (৮.৫), চতুর্থ- উমা (৮.০), পঞ্চম- গৌরী এলো (৭.৭)ষষ্ঠ- পিলু ও ধূলোকণা (৭.৩), সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.২), অষ্টম- মন ফাগুন (৬.৯), নবম- আয় তবে সহচরী (৬.৮), দশম- সর্বজয়া (৬.০) ।

দিনকয়েক আগে 'মন ফাগুন' ভাল কামাল দেখাচ্ছিল টিআরপি তালিকায়। কিন্তু এবার সাপলুডোর এই খেলায় তারা এবার পড়েছে সাপের মুখে । সটান অষ্টম স্থানে নেমে গিয়েছে ঋষি-পিহুর জুটি । গল্পে অবশ্য এসেছে নতুন মোড় । ঋষি-পিহুর বিয়ের দিনেই হাজির ঋষির মা । সঙ্গে রয়েছে পিহুক । জোড়া পিহুর পর্ব দর্শকমনে কতটা ঝড় তোলে সেটাই দেখার । নতুন পিহুর চরিত্রে দেখা যাবে ঐশী ভট্টাচার্যকে । বোঝাই যাচ্ছে ষড়যন্ত্র ফের দানা বাঁধছে গল্পে । কে পাঠাল এই নতুন পিহুকে? ঋষির মাও কি এই ষড়যন্ত্রের শিকার? নাকি সেও জানে নতুন পিহু আসলে প্রিয়দর্শিনী মিত্র নয় । সবটা জানা যাবে আগামী সব পর্বে ।

আরও পড়ুন : ভারতীয় ট্রাডিশনাল লুকে অনুরাগীদের মন মাতালেন পিকি চপস

ওদিকে দু‘সপ্তাহ কেটে গেলেও টিআরপি'র তালিকায় স্থান পেল না রাজ চক্রবর্তী প্রযোজিত 'গোধূলি আলাপ'। তার মানে কি জমছে না অসম বয়সের ভালোবাসার গল্প ? এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, বাঙালি আজও ভুলতে পারেনি উত্তমকুমার, সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত হিট বাংলা ছবি 'বিকেলে ভোরের ফুল'। একবার যা মনে গেঁথে যায় তা মুছে ফেলা বেশ কঠিন । আর তা যদি হয় কোনও চরিত্র, তাহলে তো নৈব নৈব চ ৷ এবার চোখ থাকবে পরবর্তী সব পর্বের দিকে । নতুন বাংলা ধারাবাহিকের তালিকায় আছে আরও কয়েকটি ধারাবাহিক যেমন- 'লালকুঠি', 'টুম্পা অটোওয়ালি'। টিআরপি তালিকায় তারা কেমন কামাল দেখায় সেদিকেও নজর থাকবে সকলের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.