ETV Bharat / entertainment

Mimi Chakraborty: আবার গায়িকার বেশে মিমি, মুক্তি পেল নতুন রবীন্দ্রসঙ্গীতের টিজার - অভিনেত্রী মিমি চক্রবর্তী

Rabindra Sangeet By Mimi: প্রকাশিত হল মিমি চক্রবর্তীর নতুন রবীন্দ্রসঙ্গীতের টিজার ৷ খুব তাড়াতাড়ি তাঁর ইউটিউব চ্যানেলে আসছে সম্পূর্ণ গানের ভিডিয়োটি ৷ এবার তিনি কণ্ঠ দেবেন 'আমার হিয়ার মাঝে' গানটিতে ৷

Pic Mimi Chakraborty Instagram
আবার মিমির কণ্ঠে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:12 PM IST

কলকাতা, 22 অগস্ট: রবীন্দ্র সঙ্গীত গেয়ে আগেও মন কেড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ প্রায় তিন বছর আগে অভিনেত্রী গেয়েছিলেন 'আমার পরাণ যাহা চায়' গানটি ৷ ইউটিউবে প্রায় 5.6 মিলিয়ন ভিউ পেয়েছিল মিমির রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিয়োটি ৷ তারপর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন আবার কবে মিমির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন তাঁরা ৷ অবশেষে সেই অপেক্ষার অবসান ৷ মঙ্গলবার সামনে এল মিমির নতুন রবীন্দ্রসঙ্গীত 'আমার হিয়ার মাঝে'র প্রথম ঝলক ৷

টিজারেই বোঝা গেল অনুরাগীরা ঠিক চাতকের মতোই অপেক্ষা করেছিলেন এই উপহারটির জন্য় ৷ অভিনেত্রী এদিন ভিডিয়োটি শেয়ার করে লেখেন, "আমার হিয়ার মাঝে গানটির জাদুকরি সুর আপনার হৃদয় এবং অন্তরকে ছুঁয়ে যাবে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে গানটি ৷" অনুরাগীদের একজন লেখেন, "এবার গানটা শোনার অপেক্ষায় রইলাম!" আরেকজন লেখেন, "আর অপেক্ষা করতে পারছি না ৷" আরও একজনের দাবি, "টিজারটা তো দারুণ লাগল ৷ এবার প্লিজ তাড়াতাড়ি গানটা প্রকাশ করুন ৷"

মিমি চক্রবর্তী একসময় কেরিয়ার শুরু করেছেন 'গানের ওপারে'-র মতো ধারাবাহিকের হাত ধরে ৷ সেখানেও তাঁকে দেখা গিয়েছিল রবীন্দ্র সঙ্গীত গায়িকার ভূমিকায় ৷ এবার কিন্তু আর অভিনয় নয় ৷ সত্যিই গায়িকার ভূমিকায় অবতীর্ন হলেন মিমি চক্রবর্তী ৷ টিজারে কেবল তাঁর লুক দেখতে পেলেন অনুরাগীরা ৷ গান শুনতে হলে আরও কিছুটা অপেক্ষা ছাড়া গতি নেই ৷ যদিও নায়িকা কথা দিয়েছেন খুব তাড়াতাড়িই তিনি আসছেন তাঁর নতুন প্রয়াস নিয়ে ৷

আরও পড়ুন: 41তম ইন্ডিয়া ডে প্যারেডে তেরঙা পতাকা হাতে হাজির জ্যাকলিন, সঙ্গী সামান্থাও

গায়িকা, সাংসদ এবং অভিনেত্রী মিমির পরিচয় অনেক ৷ তবে সবটাই বেশ সুন্দরভাবে সামলে নিতে পারেন তিনি ৷ তাঁর ক্ষেত্রে বোধহয় বলাই যায়, 'যে রাঁধে সে চুল বাঁধে' ৷ আগামীতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে অভিনয়েও ফিরতে চলেছন তিনি ৷ তাঁর আসন্ন ছবি 'রক্তবীজ' মুক্তি পেতে চলেছে পুজোয় ৷

কলকাতা, 22 অগস্ট: রবীন্দ্র সঙ্গীত গেয়ে আগেও মন কেড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ প্রায় তিন বছর আগে অভিনেত্রী গেয়েছিলেন 'আমার পরাণ যাহা চায়' গানটি ৷ ইউটিউবে প্রায় 5.6 মিলিয়ন ভিউ পেয়েছিল মিমির রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিয়োটি ৷ তারপর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন আবার কবে মিমির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন তাঁরা ৷ অবশেষে সেই অপেক্ষার অবসান ৷ মঙ্গলবার সামনে এল মিমির নতুন রবীন্দ্রসঙ্গীত 'আমার হিয়ার মাঝে'র প্রথম ঝলক ৷

টিজারেই বোঝা গেল অনুরাগীরা ঠিক চাতকের মতোই অপেক্ষা করেছিলেন এই উপহারটির জন্য় ৷ অভিনেত্রী এদিন ভিডিয়োটি শেয়ার করে লেখেন, "আমার হিয়ার মাঝে গানটির জাদুকরি সুর আপনার হৃদয় এবং অন্তরকে ছুঁয়ে যাবে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে গানটি ৷" অনুরাগীদের একজন লেখেন, "এবার গানটা শোনার অপেক্ষায় রইলাম!" আরেকজন লেখেন, "আর অপেক্ষা করতে পারছি না ৷" আরও একজনের দাবি, "টিজারটা তো দারুণ লাগল ৷ এবার প্লিজ তাড়াতাড়ি গানটা প্রকাশ করুন ৷"

মিমি চক্রবর্তী একসময় কেরিয়ার শুরু করেছেন 'গানের ওপারে'-র মতো ধারাবাহিকের হাত ধরে ৷ সেখানেও তাঁকে দেখা গিয়েছিল রবীন্দ্র সঙ্গীত গায়িকার ভূমিকায় ৷ এবার কিন্তু আর অভিনয় নয় ৷ সত্যিই গায়িকার ভূমিকায় অবতীর্ন হলেন মিমি চক্রবর্তী ৷ টিজারে কেবল তাঁর লুক দেখতে পেলেন অনুরাগীরা ৷ গান শুনতে হলে আরও কিছুটা অপেক্ষা ছাড়া গতি নেই ৷ যদিও নায়িকা কথা দিয়েছেন খুব তাড়াতাড়িই তিনি আসছেন তাঁর নতুন প্রয়াস নিয়ে ৷

আরও পড়ুন: 41তম ইন্ডিয়া ডে প্যারেডে তেরঙা পতাকা হাতে হাজির জ্যাকলিন, সঙ্গী সামান্থাও

গায়িকা, সাংসদ এবং অভিনেত্রী মিমির পরিচয় অনেক ৷ তবে সবটাই বেশ সুন্দরভাবে সামলে নিতে পারেন তিনি ৷ তাঁর ক্ষেত্রে বোধহয় বলাই যায়, 'যে রাঁধে সে চুল বাঁধে' ৷ আগামীতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে অভিনয়েও ফিরতে চলেছন তিনি ৷ তাঁর আসন্ন ছবি 'রক্তবীজ' মুক্তি পেতে চলেছে পুজোয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.