কলকাতা, 11 মে: বাংলা টেলিভিশনের পর্দায় নতুন প্রেমের গল্প নিয়ে আসছে ধারাবাহিক 'মিষ্টু'। এই ধারাবাহিকের হাত ধরেই 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর দীর্ঘ কয়েকবছর পর লিড রোলে ফিরলেন অভিনেতা মৈনাক ঢোল । তাঁকে এই ধারাবাহিকে দেখা যাবে একজন মনোবিদের চরিত্রে । ধারাবাহিক মানেই সেখানে নারী চরিত্র সর্বগুণসম্পন্না। কিন্তু এই গল্পের নায়িকা মিষ্টুর বেশ ভুলো মন । সে ক্ষণে ক্ষণে সব ভুলে যায় । প্রয়োজনীয় কাজ ভুলে গিয়ে সব ওলটপালট করে দেয় সবকিছু ।
এমনকী গল্পে দেখা যায়, ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসও এই একই ভুল ৷ একজনের ওষুধ অন্যজনকে দিয়ে দেয় সে । আর এর ফলে বিপাকে পড়তে হয় তাকে এবং তার বাবাকে । এই বিপদ থেকে তাকে বাঁচাবে কে? যে কোনও নায়ক বা নায়িকাকে বাঁচাতে থাকে তার একজন সঙ্গী । এখানেও আছে তেমনই একজন । সে আবার মনোবিদ । ভুলো মনা মিষ্টু আর মনোবিদের মিষ্টি প্রেমের কাহিনি আসছে ছোটপর্দায় । মিষ্টুর চরিত্রে রয়েছেন আঁখি ঘোষ । আর মনোবিদ উজান বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মৈনাক ঢোল ।
উল্লেখ্য মৈনাককে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকেই লিড রোলে পাওয়া যায়নি । এরপর বহু ধারাবাহিকে কেবল পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন মৈনাক। অথচ 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকে বেশ ভালো সাড়া ফেলেছিল তাঁর আর ঐশ্বর্য সেনের কেমিস্ট্রি। তবু কেন এতদিন সময় লেগে গেল মৈনাকের প্রধান চরিত্রে ফিরতে? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "ভালো চরিত্রে সুযোগের অপেক্ষায় ছিলাম। শিকেটা ছিঁড়ছিল না। এই চরিত্রটা ভালো এবং সুযোগটা এলো। এটাই কারণ, আর কোনও কারণ নেই । চেষ্টা করব নিজের সেরাটুকু দেওয়ার ।" এই ভুলোমনা মেয়ে পরে নিজের ক্যারিশ্মা দেখিয়ে অতুলনীয়া হয়ে ওঠে নাকি বাংলা ধারাবাহিকের চেনা ছক ভাঙবে এই ধারাবাহিক, তা সময় বলবে । 15 মে থেকে টেলিভিশনের পর্দায় শুরু হবে এই ধারাবাহিক ।
আরও পড়ুন: দুই উজবেক গায়কের কণ্ঠে শ্রেয়া অরিজিতের 'মেরে ঢোলনা', শুনে মুগ্ধ কার্তিক আরিয়ান