ETV Bharat / entertainment

Lopamudra on Bengal Election: ভোটে হিংসা 'আগেও ছিল আর আগামীতেও থাকবে', মত লোপামুদ্রার

author img

By

Published : Jul 11, 2023, 12:49 PM IST

নির্বাচনে আবারও রক্তাক্ত বাংলা ৷ এবার এই নির্বচনী হিংসা, রক্তপাত নিয়ে মুখ খুললেন গায়িকা লোপামুদ্রা মিত্র ৷

Lopamudra on Bengal Election
নির্বাচনী হিংসা নিয়ে সরব লোপামুদ্রা
নির্বাচনে ফের রক্তপাত মুখ খুললেন লোপামুদ্রা

দুর্গাপুর,11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে আবারও ফিরল 2018 সালের রক্তাক্ত স্মৃতি । বাংলার নির্বাচনে ফের একবার রক্তের হোলি খেলা দেখে অনেকের প্রশ্ন-এই মৃত্যু উপত্যকাই কি আমার দেশ? গনতন্ত্রের উৎসব কেন বারবার কেড়ে নেবে এত তাজা প্রাণ? শাসক বিরোধী ছাড় পেল না কোন শিবিরই ৷ ফের রক্তে ভিজল বাংলার মাটি ৷ এবার এই নিয়েই মুখ খুললেন জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র ৷

একসময় প্রতিবাদী গান শোনা গিয়েছে তার কণ্ঠেও ৷ তাঁর গানে রোম্যান্টিকতার পাশাপাশি বরাবর উঠে এসেছে সমাজের বিভিন্ন ক্ষত। সম্প্রতি তাঁর গায়িকা-জীবনের 30 বছর পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষে আগামী 14 জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে এই গায়িকাকে সম্মানিতও করা হবে। সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে গায়িকা মুখ খুললেন পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি নিয়েও ৷

একসময় জীবনানন্দের আসামান্য কবিতা 'রূপসী বাংলা'য় কণ্ঠ দিয়েছিলেন গায়িকা ৷ সংগীতপ্রেমীদের অন্য়তম প্রিয় গান হয়ে ওঠা সেই কবিতার প্রথম লাইন ছিল 'আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়...৷' আমাদের প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত বাংলা যা দেখে শিল্পী এখন কি আবার গাইবেন 'আবার আসিব ফিরে... ?' তার উত্তর দিতে গিয়ে লোপামুদ্রা মিত্র বলেন,"একটা কথা বলব এই ঘটনা আগেও ছিল আজও আছে আগামীতেও ঘটবে ।... আমি এই নিয়ে ইতিপূর্বে গানও গেয়েছি, আসলে ভোট ছিল,তাই ছিল,সব ছিল।"

আরও পড়ুন: অরিজিতের পর এবার স্নিগ্ধজিৎ, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর দ্বিতীয় গান

যদিও তিনি এও জানান, তাঁর 14 জুলাই যে অনুষ্ঠান রয়েছে তা একেবারে অন্য একটি অনুষ্ঠান ৷ রাজনৈতিক কোনও বিষয়কে এর মধ্যে জড়াতে চান না তিনি ৷ আজকে গান শোনার ধরন বদলেছে ৷ ক্যাসেট আর নেই ৷ এসেছে সোশালমিডিয়ার বিভিন্ন মাধ্যম ৷ তাকে আঁকড়ে ধরা ছাড়া কোনও গতি নেই এমনটাই জানালেন গায়িকা ৷ তিনি আরও বললেন, "আমাকে যাঁরা লোপামুদ্রা বানিয়েছেন তাঁরা হয়তো এই বিষয়গুলির সঙ্গে অতো পরিচিত নন ৷ তাই একটু অসুবিধা হচ্ছে ৷" তবে যুগের সঙ্গে মানিয়ে নিতেই হবে ৷

নির্বাচনে ফের রক্তপাত মুখ খুললেন লোপামুদ্রা

দুর্গাপুর,11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে আবারও ফিরল 2018 সালের রক্তাক্ত স্মৃতি । বাংলার নির্বাচনে ফের একবার রক্তের হোলি খেলা দেখে অনেকের প্রশ্ন-এই মৃত্যু উপত্যকাই কি আমার দেশ? গনতন্ত্রের উৎসব কেন বারবার কেড়ে নেবে এত তাজা প্রাণ? শাসক বিরোধী ছাড় পেল না কোন শিবিরই ৷ ফের রক্তে ভিজল বাংলার মাটি ৷ এবার এই নিয়েই মুখ খুললেন জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র ৷

একসময় প্রতিবাদী গান শোনা গিয়েছে তার কণ্ঠেও ৷ তাঁর গানে রোম্যান্টিকতার পাশাপাশি বরাবর উঠে এসেছে সমাজের বিভিন্ন ক্ষত। সম্প্রতি তাঁর গায়িকা-জীবনের 30 বছর পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষে আগামী 14 জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে এই গায়িকাকে সম্মানিতও করা হবে। সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে গায়িকা মুখ খুললেন পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি নিয়েও ৷

একসময় জীবনানন্দের আসামান্য কবিতা 'রূপসী বাংলা'য় কণ্ঠ দিয়েছিলেন গায়িকা ৷ সংগীতপ্রেমীদের অন্য়তম প্রিয় গান হয়ে ওঠা সেই কবিতার প্রথম লাইন ছিল 'আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়...৷' আমাদের প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত বাংলা যা দেখে শিল্পী এখন কি আবার গাইবেন 'আবার আসিব ফিরে... ?' তার উত্তর দিতে গিয়ে লোপামুদ্রা মিত্র বলেন,"একটা কথা বলব এই ঘটনা আগেও ছিল আজও আছে আগামীতেও ঘটবে ।... আমি এই নিয়ে ইতিপূর্বে গানও গেয়েছি, আসলে ভোট ছিল,তাই ছিল,সব ছিল।"

আরও পড়ুন: অরিজিতের পর এবার স্নিগ্ধজিৎ, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর দ্বিতীয় গান

যদিও তিনি এও জানান, তাঁর 14 জুলাই যে অনুষ্ঠান রয়েছে তা একেবারে অন্য একটি অনুষ্ঠান ৷ রাজনৈতিক কোনও বিষয়কে এর মধ্যে জড়াতে চান না তিনি ৷ আজকে গান শোনার ধরন বদলেছে ৷ ক্যাসেট আর নেই ৷ এসেছে সোশালমিডিয়ার বিভিন্ন মাধ্যম ৷ তাকে আঁকড়ে ধরা ছাড়া কোনও গতি নেই এমনটাই জানালেন গায়িকা ৷ তিনি আরও বললেন, "আমাকে যাঁরা লোপামুদ্রা বানিয়েছেন তাঁরা হয়তো এই বিষয়গুলির সঙ্গে অতো পরিচিত নন ৷ তাই একটু অসুবিধা হচ্ছে ৷" তবে যুগের সঙ্গে মানিয়ে নিতেই হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.