ETV Bharat / entertainment

Kumar Sanu: হুজুগে ভাইরাল হওয়া গান হল অসুখ: কুমার শানু - হুজুগে ভাইরাল হওয়া গায়কের গান হল অসুখ

এবারের 'সারেগামাপা'র সিজনে ছোটদের জন্য এলিমিনেশন পর্ব রাখা হয়নি । তাতে খুশি কুমার শানু (Kumar Sanu) । তাঁর কথায়, "ছোটরা গাইবার সুযোগ পাচ্ছে এত বড় একটা মঞ্চে । পরে কোনও কনসার্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তারা । ভালোই হবে ।"

Kumar Sanu
Kumar Sanu
author img

By

Published : Aug 7, 2022, 4:05 PM IST

কলকাতা, 7 অগস্ট: 'সারেগামাপা'র মঞ্চে খুব শীঘ্রই এক বিশেষ পর্বে হাজির হবেন কুমার শানু (Kumar Sanu) । এর আগেও এই মঞ্চে দেখা মিলেছে তাঁর । এবারও তার অন্যথা হল না । আর এই বিশেষ পর্বের জন্য বর্তমানে তিনি এসেছেন কলকাতায় (Saregamapa upcoming special episode) ৷

প্রতিযোগীদের উৎসাহ দিতে এবং বিচারকের দায়িত্ব পালন করতে এক স্পেশাল এপিসোডে এবারও হাজির থাকবেন তিনি । ঠিক কোন এপিসোডে এবং কেন তাঁকে দেখা যাবে তা অবশ্য খোলসা করেনি চ্যানেল । শুধু তাঁর সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ করে দেওয়া হয় এ দিন চ্যানেলের তরফে । শ্যুটিঙে বসেই এ দিন কলকাতার পান জমিয়ে খেলেন শানু'জি । বলেন, 'মুম্বইতে পান পাতা পাওয়া যায় ঠিকই কিন্তু কলকাতার মতো মশলাদার পান সেখানে পাওয়া যায় না । তাই কলকাতায় এলে আমি আগে পান খুঁজি ।"

এ বারের সিজনে ছোটদের জন্য এলিমিনেশন পর্ব রাখা হয়নি । আর তাতে খুশি কুমার শানু। তাঁর কথায়, "ছোটরা গাইবার সুযোগ পাচ্ছে এত বড় একটা মঞ্চে । অনেককিছু শিখছে তারা । পরে কোনও কনসার্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তারা । ভালই হবে । ভাল লাগছে তাদের গান শুনতে ।"

আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে গান ভাইরাল হয়ে যাচ্ছে অহরহ । তা সে প্রথাগত শিক্ষা নিয়ে হোক বা কোনও স্বরচিত । সেই গান ভাইরাল হয়ে ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে বিদেশে । যার গান তিনিও হয়ে যাচ্ছে ভাইরাল । বলিউডেও পাড়ি দিচ্ছে তিনি । টাকা কামাচ্ছে, বাড়ি বানিয়ে ফেলছে আবার কদিন পরে হারিয়েও যাচ্ছে । এই ট্রেন্ড নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করায় তিনি বলেন, "মানুষ হুজুগে মাতে । ভাইরাল হওয়া গান হল ওই হুজগের মতো । কিছুদিন উড়বে, চলবে আবার হারিয়েও যাবে । ভাইরাল হয়ে যাবে । এরপর ভাইরাল হয়ে মারা যাবে । কেননা ওষুধ নেই তো । ওষুধ হল আসল গান । সেটাই তো গান । বাদাম বিক্রি করতে করতে কেউ কিছু বলছে একটু সুরে, সেটাই তো গান হয়ে যায় না । গান সঠিকভাবে গাইতে সাধনার দরকার । সেই সাধনা তো তাদের নেই ।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই হুজুগে মেতে যদি ওই গরিব মানুষটির কিছু উপার্জন হয় সেটা ভালো ৷ তার উপকার । তাতে আমার আপত্তি নেই । কিন্তু সেই গান, সেই ক্রেজ তো দীর্ঘস্থায়ী নয় । হারিয়ে যেতে বাধ্য । যাদের সাধনা আছে, সঠিক শিক্ষা আছে তাদের গান চিরস্থায়ী হয় । তা সে সাফল্যের উঠল কি না উঠল সেটা বিবেচ্য নয় । কিন্তু তার কণ্ঠে গান চিরস্থায়ী হয় । হঠাত বাদাম বিক্রি করতে করতে কেউ ভাইরাল হয়ে গেলে তাঁর গান চিরস্থায়ী হতে পারে না কখনও ।"

'সারেগামাপা'র মঞ্চে খুব শীঘ্রই এক বিশেষ পর্বে হাজির হবেন কুমার শানু

আরও পড়ুন: আসছে 'নবাব নন্দিনী', কী বলছেন কুশীলবরা?

এবারের সিজনে অজয় চক্রবর্তীর আগমনেও খুশি কুমার শানু । তিনি বলেন, "সকলকে নিজের ছাত্রছাত্রীর মতো করে শেখাচ্ছেন গুরুজি । ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন । এই শিক্ষাগুলো মাথায় রেখে যদি তারা গান গেয়ে যেতে পারে তাহলে বড় হবে তা না হলে কী হবে জানি না ।"

কলকাতা, 7 অগস্ট: 'সারেগামাপা'র মঞ্চে খুব শীঘ্রই এক বিশেষ পর্বে হাজির হবেন কুমার শানু (Kumar Sanu) । এর আগেও এই মঞ্চে দেখা মিলেছে তাঁর । এবারও তার অন্যথা হল না । আর এই বিশেষ পর্বের জন্য বর্তমানে তিনি এসেছেন কলকাতায় (Saregamapa upcoming special episode) ৷

প্রতিযোগীদের উৎসাহ দিতে এবং বিচারকের দায়িত্ব পালন করতে এক স্পেশাল এপিসোডে এবারও হাজির থাকবেন তিনি । ঠিক কোন এপিসোডে এবং কেন তাঁকে দেখা যাবে তা অবশ্য খোলসা করেনি চ্যানেল । শুধু তাঁর সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ করে দেওয়া হয় এ দিন চ্যানেলের তরফে । শ্যুটিঙে বসেই এ দিন কলকাতার পান জমিয়ে খেলেন শানু'জি । বলেন, 'মুম্বইতে পান পাতা পাওয়া যায় ঠিকই কিন্তু কলকাতার মতো মশলাদার পান সেখানে পাওয়া যায় না । তাই কলকাতায় এলে আমি আগে পান খুঁজি ।"

এ বারের সিজনে ছোটদের জন্য এলিমিনেশন পর্ব রাখা হয়নি । আর তাতে খুশি কুমার শানু। তাঁর কথায়, "ছোটরা গাইবার সুযোগ পাচ্ছে এত বড় একটা মঞ্চে । অনেককিছু শিখছে তারা । পরে কোনও কনসার্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তারা । ভালই হবে । ভাল লাগছে তাদের গান শুনতে ।"

আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে গান ভাইরাল হয়ে যাচ্ছে অহরহ । তা সে প্রথাগত শিক্ষা নিয়ে হোক বা কোনও স্বরচিত । সেই গান ভাইরাল হয়ে ছড়িয়ে যাচ্ছে দেশ থেকে বিদেশে । যার গান তিনিও হয়ে যাচ্ছে ভাইরাল । বলিউডেও পাড়ি দিচ্ছে তিনি । টাকা কামাচ্ছে, বাড়ি বানিয়ে ফেলছে আবার কদিন পরে হারিয়েও যাচ্ছে । এই ট্রেন্ড নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করায় তিনি বলেন, "মানুষ হুজুগে মাতে । ভাইরাল হওয়া গান হল ওই হুজগের মতো । কিছুদিন উড়বে, চলবে আবার হারিয়েও যাবে । ভাইরাল হয়ে যাবে । এরপর ভাইরাল হয়ে মারা যাবে । কেননা ওষুধ নেই তো । ওষুধ হল আসল গান । সেটাই তো গান । বাদাম বিক্রি করতে করতে কেউ কিছু বলছে একটু সুরে, সেটাই তো গান হয়ে যায় না । গান সঠিকভাবে গাইতে সাধনার দরকার । সেই সাধনা তো তাদের নেই ।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই হুজুগে মেতে যদি ওই গরিব মানুষটির কিছু উপার্জন হয় সেটা ভালো ৷ তার উপকার । তাতে আমার আপত্তি নেই । কিন্তু সেই গান, সেই ক্রেজ তো দীর্ঘস্থায়ী নয় । হারিয়ে যেতে বাধ্য । যাদের সাধনা আছে, সঠিক শিক্ষা আছে তাদের গান চিরস্থায়ী হয় । তা সে সাফল্যের উঠল কি না উঠল সেটা বিবেচ্য নয় । কিন্তু তার কণ্ঠে গান চিরস্থায়ী হয় । হঠাত বাদাম বিক্রি করতে করতে কেউ ভাইরাল হয়ে গেলে তাঁর গান চিরস্থায়ী হতে পারে না কখনও ।"

'সারেগামাপা'র মঞ্চে খুব শীঘ্রই এক বিশেষ পর্বে হাজির হবেন কুমার শানু

আরও পড়ুন: আসছে 'নবাব নন্দিনী', কী বলছেন কুশীলবরা?

এবারের সিজনে অজয় চক্রবর্তীর আগমনেও খুশি কুমার শানু । তিনি বলেন, "সকলকে নিজের ছাত্রছাত্রীর মতো করে শেখাচ্ছেন গুরুজি । ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন । এই শিক্ষাগুলো মাথায় রেখে যদি তারা গান গেয়ে যেতে পারে তাহলে বড় হবে তা না হলে কী হবে জানি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.