ETV Bharat / entertainment

Koushik Roy on Balijhar: বালিঝড় ধারাবাহিকের সেটে 'সৌগুন জুটি' নিয়ে মুখ খুললেন কৌশিক - ছোটপর্দায় ফের একবার কৌশিক রায় এবং তৃণা সাহার জুটি

ছোটপর্দায় ফের একবার কৌশিক রায় এবং তৃণা সাহার জুটিকে পেতে চলেছে দর্শক ৷ এ নিয়ে ইটিভি ভারত-তে মুখ খুললেন কৌশিক (Koushik Roy Trina Saha New Serial Balijhar) ৷

Koushik Roy on Balijhar
ছোটপর্দায় ফের একবার ফিরতে চলেছে সৌগুন জুটি
author img

By

Published : Feb 3, 2023, 6:52 PM IST

ইটিভি ভারতের কাছে অকপট কৌশিক রায়

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ছোটপর্দায় ফের একবার ফিরতে চলেছে সৌগুন জুটি । দর্শক খুশি । 'খড়কুটো' শেষ হতেই দর্শক চেয়েছিল আবার ছোটপর্দায় ফিরুক সৌজন্য আর গুনগুনের জুটি । লীনা গঙ্গোপাধ্যায় ফের তাদের নিয়ে আসছেন বটে, তবে জুটি কি না, তা সময় বলবে । নাম তো বদলেছেই দু'জনের তার সঙ্গে সঙ্গে বদল হয়েছে সম্পর্কের রসায়নেও ৷ কেননা রয়েছে ত্রিকোণ প্রেম । তৃণা এবং কৌশিক ছাড়াও বালিঝড় ধারাবাহিকে রয়েছেন ইন্দ্রাশিস রায় । ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে ইন্দ্রাশিসের সঙ্গেই প্রেমে আবদ্ধ তৃণা । সুতরাং সময় জানান দেবে কী হবে আর কী হবে না (Koushik Roy Trina Saha New Serial Balijhar) ।

এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, পরপর দুটি ধারাবাহিকে এভাবে বিপরীতে কাজ পাওয়া বেশ বিরল ঘটনা । আর সেটাই ঘটল কৌশিক আর তৃণার ক্ষেত্রে । তবে, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা । তাঁরাও 'দেশের মাটি'র পর জুটি বেঁধেছেন 'লালকুঠি'তে ।

ফের তৃণাকে বিপরীতে পেয়ে কতটা খুশি কৌশিক ? প্রশ্নের জবাবে কৌশিক বলেন, "প্রথমে যখন খবরটা পাই তখনই তৃণাকে বলেছিলাম, আবার তোকে সহ্য করতে হবে আমায়? কিন্তু সত্যিই মনে মনে খুশি হয়েছিলাম । আসলে সৌজন্য আর গুনগুনের জুটিটা দর্শক এতটাই ভালোবেসেছিল যে তা বলে বোঝানোর নয় । সবথেকে বড় কথা দর্শক চেয়েছিল একসঙ্গে আমরা ফিরি আবার । আর সেটাই হতে চলেছে । খুশি তো বটেই । আশাকরি দর্শকও খুশি হবে।"

আরও পড়ুন: 'বড় মাপের অভিনেতা', শাহরুখকে দরাজ সার্টিফিকেট কোয়েলহোর

উল্লেখ্য, 'খড়কুটো' চলাকালীন গল্পের কিছু জায়গা দর্শকের কাছে অবাস্তব মনে হওয়ায় তারা সৌগুনকে ঘিরে ট্রোল করে । তা নিয়ে লেখালিখিও হয় সংবাদ মাধ্যমে । অভিনেতাদের নিয়ে এহেন বিষয় চলতেই থাকে সামাজিক মাধ্যমে । এই ব্যাপারে প্রশ্ন তুললে কৌশিক বলেন, "আমি সোশাল মিডিয়ায় কম থাকি । আর শুধু লোকে আমাকে ভালই বলবে এতেও আমি বিশ্বাসী নই । করুক না একটু অপমান । বলুক না মন্দ কথা । তা হলেই তো নিজেকে আরও সমৃদ্ধ করা যাবে ।"

ইটিভি ভারতের কাছে অকপট কৌশিক রায়

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ছোটপর্দায় ফের একবার ফিরতে চলেছে সৌগুন জুটি । দর্শক খুশি । 'খড়কুটো' শেষ হতেই দর্শক চেয়েছিল আবার ছোটপর্দায় ফিরুক সৌজন্য আর গুনগুনের জুটি । লীনা গঙ্গোপাধ্যায় ফের তাদের নিয়ে আসছেন বটে, তবে জুটি কি না, তা সময় বলবে । নাম তো বদলেছেই দু'জনের তার সঙ্গে সঙ্গে বদল হয়েছে সম্পর্কের রসায়নেও ৷ কেননা রয়েছে ত্রিকোণ প্রেম । তৃণা এবং কৌশিক ছাড়াও বালিঝড় ধারাবাহিকে রয়েছেন ইন্দ্রাশিস রায় । ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে ইন্দ্রাশিসের সঙ্গেই প্রেমে আবদ্ধ তৃণা । সুতরাং সময় জানান দেবে কী হবে আর কী হবে না (Koushik Roy Trina Saha New Serial Balijhar) ।

এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, পরপর দুটি ধারাবাহিকে এভাবে বিপরীতে কাজ পাওয়া বেশ বিরল ঘটনা । আর সেটাই ঘটল কৌশিক আর তৃণার ক্ষেত্রে । তবে, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা । তাঁরাও 'দেশের মাটি'র পর জুটি বেঁধেছেন 'লালকুঠি'তে ।

ফের তৃণাকে বিপরীতে পেয়ে কতটা খুশি কৌশিক ? প্রশ্নের জবাবে কৌশিক বলেন, "প্রথমে যখন খবরটা পাই তখনই তৃণাকে বলেছিলাম, আবার তোকে সহ্য করতে হবে আমায়? কিন্তু সত্যিই মনে মনে খুশি হয়েছিলাম । আসলে সৌজন্য আর গুনগুনের জুটিটা দর্শক এতটাই ভালোবেসেছিল যে তা বলে বোঝানোর নয় । সবথেকে বড় কথা দর্শক চেয়েছিল একসঙ্গে আমরা ফিরি আবার । আর সেটাই হতে চলেছে । খুশি তো বটেই । আশাকরি দর্শকও খুশি হবে।"

আরও পড়ুন: 'বড় মাপের অভিনেতা', শাহরুখকে দরাজ সার্টিফিকেট কোয়েলহোর

উল্লেখ্য, 'খড়কুটো' চলাকালীন গল্পের কিছু জায়গা দর্শকের কাছে অবাস্তব মনে হওয়ায় তারা সৌগুনকে ঘিরে ট্রোল করে । তা নিয়ে লেখালিখিও হয় সংবাদ মাধ্যমে । অভিনেতাদের নিয়ে এহেন বিষয় চলতেই থাকে সামাজিক মাধ্যমে । এই ব্যাপারে প্রশ্ন তুললে কৌশিক বলেন, "আমি সোশাল মিডিয়ায় কম থাকি । আর শুধু লোকে আমাকে ভালই বলবে এতেও আমি বিশ্বাসী নই । করুক না একটু অপমান । বলুক না মন্দ কথা । তা হলেই তো নিজেকে আরও সমৃদ্ধ করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.