কলকাতা, 16 অগস্ট: মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য দিনকয়েক আগেই চেন্নাইতে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। স্বামী, কন্যাসন্তান সহ গোটা পরিবার তাঁর সঙ্গে পাড়ি দেয় দক্ষিণে। সেখানকার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পাক্কা তেরো দিন পর চিকিৎসাধীন থাকার পর পরিবারের কাছে ফিরেছেন অভিনেত্রী (Koneenica Backs to Her Family)। আর এই সুখবর জানাতে মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি।
কনীনিকা এদিন লেখেন, "সুপ্রভাত বন্ধুরা । প্রায় 13 দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে পরিবারের কাছে ফিরলাম ৷ আমি অ্যাপোলো ভ্যানাগ্রামের সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ জানাই যাঁরা আমার এই শরীরকে আরও ভাল করে বোঝার সফরে আমার সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছিলেন ৷ সিদ্ধার্থ ঘোষের মত একজন চিকিৎসক (উনি ছিলেন তাই, উনি ঈশ্বরের রূপে পাশে ছিলেন আরও একবার) এবং মিত্রা দি তাঁর মত একজন মানুষ পেয়ে আমি কৃতজ্ঞ ৷"
একইসঙ্গে এই অসময়ে অনুরাগীদের কাছে যে ভালবাসা এবং শুভকামনা পেয়েছেন তিনি তাঁর জন্যও কৃতজ্ঞতা ব্যক্ত করতে ভোলেননি অভিনেত্রী ৷ তিনি লেখেন,"আমার পরিবার আমার শক্তি ৷ কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, বোন তাঁরাই আমার জীবনের স্তম্ভ ৷ আর যাঁদের ধন্যবাদ না জানিয়ে পারব না তারা হলে তোমরা, আমার দর্শক আমার বন্ধুরা আমার ভক্ত আমার শুভাকাঙ্খী এবং আমার আত্মীয় ৷ "
আরও পড়ুন: প্রথম সন্তান জন্মের মাত্র চারমাস পার ফের মা হতে চলেছেন দেবিনা
যদিও অভিনেত্রী কবে নিজের শহরে ফিরবেন সেই ব্যাপারে কিছু জানাননি । তাঁকে ছাড়া ধারাবাহিক 'আয় তবে সহচরী' আজ কেমন যেন মাতৃহারা । তাঁর অপেক্ষায় দিন গুনছে সহচরীর ভক্তবৃন্দ । আর সেই অপেক্ষার কথা জানাতে ভরে উঠছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স । খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে শহরে ফিরে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত হবেন তিনি। সেটাই এখন একমাত্র কামনা ভক্তদের ৷