কলকাতা, 7 সেপ্টেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ফের চাঁদের হাট। একই মঞ্চে দেখা যাবে অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে ৷ থাকতে পারেন সলমন খান, অনিল কাপুররাও। আরও একবার গোটা দেশের নজর কাটতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে গিয়ে বচ্চন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সে সময় চলচ্চিত্র উৎসবের জন্য শাহেনশা’র পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগ-বি অমিতাভ বচ্চনও চলচ্চিত্র উৎসবে আসার বিষয়ে তাঁকে নিশ্চয়তা দিয়েছেন বলেই খবর ।
চলতি বছর নভেম্বর মাস বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ শুরুতেই 5 থেকে 10 নভেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । মাসের শেষে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, 21-23 এই সম্মেলন অনুষ্ঠিত হবে । প্রথমদিন অর্থাৎ 21 নভেম্বর দেশবিদেশ থেকে আগত অতিথি’দের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হবে । 22-23 নভেম্বর অনুষ্ঠিত হবে মূল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ।
বিগত কয়েকবছর ধরে কলকাতায় চলচ্চিত্র উৎসবে একই মঞ্চে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দেখা গিয়েছে । এখনও পর্যন্ত শাহরুখ দিন চূড়ান্ত না-করলেও সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে, তাঁর উপস্থিতি একপ্রকার নিশ্চিত। একইভাবে চলতি বছর রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সলমন খান ৷ তাঁকেও কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মনে করা হচ্ছে, তিনিও এবার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেন। তবে সে বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে আমন্ত্রণ গিয়েছে তাঁর কাছে।
একইসঙ্গে এবার চলচ্চিত্র উৎসবে উপস্থিতির বিষয়ে নিশ্চিত করেছেন অনিল কাপুর । এছাড়া আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তো আছেনই । ফলে এ বছরও চলচ্চিত্র উৎসবে কার্যত চাঁদের হাট বসতে চলেছে । গত বছর 28তম চলচ্চিত্র উৎসবে কলকাতায় হয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, কুমার শানু, শত্রুঘ্ন সিনহারা। এবার যদি একমঞ্চে অমিতাভ-শাহরুখ-সলমনকে শেষ পর্যন্ত হাজির করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তা অন্যতম স্মরণীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল ।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে 'ঝিল্লি' ও 'কালকক্ষ'-এর জয়যাত্রা