ETV Bharat / entertainment

Rakta Palash: জঙ্গলমহল ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি কমলেশ্বরের রক্তপলাশ

কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee's web series) ওয়েব সিরিজ রক্তপলাশ (Rakta Palash) তৈরি হয়েছে জঙ্গলমহল ও রাজনীতির প্রেক্ষাপটে ৷ এসআরএফটিআই-তে হয়ে গেল তার প্রিমিয়ার ৷

Kamaleshwar Mukherjee's web series Rakta Palash screening on KLIKK
কমলেশ্বরের রক্তপলাশে জঙ্গলমহল ও রাজনীতি, এসআরএফটিআই-তে হল প্রিমিয়ার
author img

By

Published : May 31, 2022, 4:54 PM IST

কলকাতা, 31 মে: পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বানিয়েছেন ওয়েব সিরিজ 'রক্তপলাশ' (Rakta Palash)। জঙ্গলমহল ও রাজনৈতিক প্রেক্ষাপটে আবর্তিত হয় এই ওয়েব সিরিজের গল্প । রহস্য দানা বাঁধে জঙ্গলমহলের এক রিসর্টে ।

ব্যস্ত শহর থেকে সেখানে ঘুরতে গিয়েছে 7 জন উচ্চমধ্যবিত্ত শ্রেণির মানুষ । এদের মধ্যে একজন আবার দেহ ব্যবসায়ী (Kamaleshwar Mukherjee's web series)। এরা এক রাতে সময় কাটায় হোটেলের লনে । হঠাৎই এক খেলায় মেতে ওঠে সবাই । উদ্যোক্তা হোটেলের মালিক । খেলায় সেই মালিক সকলের অতীত নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করে । বাঁধে বিরোধ । সকলের অতীতই পাপের রঙে রাঙা । কেবল দেহ ব্যবসায়ী ছাড়া । সে পেটের দায়ে এই পথে ।

ও দিকে খেলার মাঝেই ঘোরে গল্পের মোড় । এই 7 জন মানুষ আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর সংঘাতের মাঝে পড়ে যায় । শুরু হয় বাঁচার লড়াই । চরমপন্থীদের হাতে পণবন্দি হয় তারা । কী হবে এই 7 জনের ? উত্তর মিলবে সিরিজে ।

আরও পড়ুন: Soumitra Chatterjee Film Tritiyo Purush: 'বেলাশুরু'র পর মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ, দেবদূত ঘোষ, অসীম রায়চৌধুরী, উৎসব মুখোপাধ্যায়, শুভজিৎ কর, অনন্যা সেনগুপ্ত, রোজা, মৌমিতা পণ্ডিত, শিশুশিল্পী তামান্না এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় স্বয়ং । তিনি এখানে মাওবাদী নেতার চরিত্রে অভিনয় করেছেন । হোটেলের মালিকের চরিত্রে রয়েছেন শিলাজিৎ ।

সিরিজটির টুকরো কিছু অংশ এ দিন দেখানো হয় 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-এ । হাজির ছিলেন প্রায় সব কুশীলব । কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়, "সেই সব দিনের ঘটনা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি আছে । সত্যটা তুলে ধরতে বানিয়েছি রক্তপলাশ । বিতর্ক হলেও সত্যিটা সত্যিই ।"

ক্লিক-এ (KLIKK) 31 মে থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের ।

কলকাতা, 31 মে: পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বানিয়েছেন ওয়েব সিরিজ 'রক্তপলাশ' (Rakta Palash)। জঙ্গলমহল ও রাজনৈতিক প্রেক্ষাপটে আবর্তিত হয় এই ওয়েব সিরিজের গল্প । রহস্য দানা বাঁধে জঙ্গলমহলের এক রিসর্টে ।

ব্যস্ত শহর থেকে সেখানে ঘুরতে গিয়েছে 7 জন উচ্চমধ্যবিত্ত শ্রেণির মানুষ । এদের মধ্যে একজন আবার দেহ ব্যবসায়ী (Kamaleshwar Mukherjee's web series)। এরা এক রাতে সময় কাটায় হোটেলের লনে । হঠাৎই এক খেলায় মেতে ওঠে সবাই । উদ্যোক্তা হোটেলের মালিক । খেলায় সেই মালিক সকলের অতীত নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করে । বাঁধে বিরোধ । সকলের অতীতই পাপের রঙে রাঙা । কেবল দেহ ব্যবসায়ী ছাড়া । সে পেটের দায়ে এই পথে ।

ও দিকে খেলার মাঝেই ঘোরে গল্পের মোড় । এই 7 জন মানুষ আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর সংঘাতের মাঝে পড়ে যায় । শুরু হয় বাঁচার লড়াই । চরমপন্থীদের হাতে পণবন্দি হয় তারা । কী হবে এই 7 জনের ? উত্তর মিলবে সিরিজে ।

আরও পড়ুন: Soumitra Chatterjee Film Tritiyo Purush: 'বেলাশুরু'র পর মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ, দেবদূত ঘোষ, অসীম রায়চৌধুরী, উৎসব মুখোপাধ্যায়, শুভজিৎ কর, অনন্যা সেনগুপ্ত, রোজা, মৌমিতা পণ্ডিত, শিশুশিল্পী তামান্না এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় স্বয়ং । তিনি এখানে মাওবাদী নেতার চরিত্রে অভিনয় করেছেন । হোটেলের মালিকের চরিত্রে রয়েছেন শিলাজিৎ ।

সিরিজটির টুকরো কিছু অংশ এ দিন দেখানো হয় 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-এ । হাজির ছিলেন প্রায় সব কুশীলব । কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়, "সেই সব দিনের ঘটনা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি আছে । সত্যটা তুলে ধরতে বানিয়েছি রক্তপলাশ । বিতর্ক হলেও সত্যিটা সত্যিই ।"

ক্লিক-এ (KLIKK) 31 মে থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.