ETV Bharat / entertainment

Tumpa Autowali: বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ - জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ সেন ও জয়জিৎ বন্দ্য়োপাধ্যায় (Joyjit Banerjee Rituparna Sen)৷ নতুন বাংলা ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali) স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে তাঁদের ৷

joyjit-banerjee-rituparna-sen-to-act-in-new-bengali-serial-tumpa-autowali
বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ
author img

By

Published : May 5, 2022, 10:27 AM IST

Updated : May 5, 2022, 7:26 PM IST

কলকাতা, 5 মে: জনপ্রিয় শো 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন দুজনেই । চূড়ান্ত পর্বে জয়ের হাসি হাসেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee Rituparna Sen)। এই ফলাফল মেনে নিতে পারেননি ঋ-সহ অনেকেই । একাধিকবার নানা ভাবে ঋ যুক্তি খাঁড়া করেছিলেন যে, জয়জিতের জেতার কথাই নয় । শুধু ঋ সেন নয়, আরও অনেকেই এ হেন বক্তব্যে সরব হন । নিন্দুকদের যোগ্য জবাবও দেন জয়জিৎ । দুজনের অভিযোগ আর পালটা অভিযোগে আজ থেকে প্রায় ছয়-সাত বছর আগে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । এই খবর জানেন না এমন বিনোদনপ্রেমী মানুষ কমই আছেন ।

তবে একটা প্রবাদ আছে - "সময় সব ঠিক করে দেয়।" আর সেটাই ঘটল জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং ঋ সেনের সঙ্গেও । ফের একসঙ্গে তাঁদের দেখা যাবে আসন্ন বাংলা ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali)। স্বামী-স্ত্রী'র ভূমিকায় অভিনয় করবেন দুজনে (new Bengali serial)।

জয়জিতের চরিত্রের নাম অশোক আর ঋ'র চরিত্রের নাম কবিতা । অশোক সব কাজে ব্যর্থ । আর তার বউ কবিতা চায় সংসারে আধিপত্য কায়েম করতে । চরিত্র নিয়ে এর থেকে বেশি কিছু এখনই বলতে চান না দুজনের কেউই । তবে, 'তিথির অতিথি'র পর ফের এতদিন বাদে একে অপরের সঙ্গে জুটি বেঁধে খুশি, নিজেরাই জানিয়েছেন এই কথা ।

বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ

আরও পড়ুন: Thinking of Him: রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর, কবিগুরু-ভিক্টোরিয়ার কাহিনি এবার সেলুলয়েডে

দুজনের একই বক্তব্য, "জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় । আমরা দুজনে প্রচুর ঝগড়া করেছি । একে অপরের শত্রু হয়েছি । ওটাও একটা সময় ছিল, আবার এটাও একটা সময় আসছে । আবার আমরা একসঙ্গে হয়েছি । দুজনেরই রিয়ালাইজেশন হয়েছে । তাই আবার একসঙ্গে আমরা । একসঙ্গে কাজ করব এবং ভাল কাজ করব । আমরা উভয়েই আশাবাদী নতুন এই কাজ নিয়ে । এই কাজের কথা যখন হয় তখন আমরা দুজনেই জানতাম দুজনের বিপরীতে থাকব ৷ কেউই তখন আপত্তি করিনি ।"

উল্লেখ্য, এই চ্যানেলের দৌলতেই বিবাদ শুরু হয় দুজনের । আবার এই চ্যানেলের দৌলতেই ফের এক ফ্রেমে আসছেন তাঁরা । তাও আবার দম্পতির ভূমিকায় ।বলা বাহুল্য, এই দুই অভিনেতাকে নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে চিরকাল । এ বার এঁদের কেমেস্ট্রি দর্শককে কতটা প্রভাবিত করে সেটাই দেখার । 16 মে থেকে জার্নি শুরু তাঁদের ।

কলকাতা, 5 মে: জনপ্রিয় শো 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন দুজনেই । চূড়ান্ত পর্বে জয়ের হাসি হাসেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee Rituparna Sen)। এই ফলাফল মেনে নিতে পারেননি ঋ-সহ অনেকেই । একাধিকবার নানা ভাবে ঋ যুক্তি খাঁড়া করেছিলেন যে, জয়জিতের জেতার কথাই নয় । শুধু ঋ সেন নয়, আরও অনেকেই এ হেন বক্তব্যে সরব হন । নিন্দুকদের যোগ্য জবাবও দেন জয়জিৎ । দুজনের অভিযোগ আর পালটা অভিযোগে আজ থেকে প্রায় ছয়-সাত বছর আগে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । এই খবর জানেন না এমন বিনোদনপ্রেমী মানুষ কমই আছেন ।

তবে একটা প্রবাদ আছে - "সময় সব ঠিক করে দেয়।" আর সেটাই ঘটল জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং ঋ সেনের সঙ্গেও । ফের একসঙ্গে তাঁদের দেখা যাবে আসন্ন বাংলা ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali)। স্বামী-স্ত্রী'র ভূমিকায় অভিনয় করবেন দুজনে (new Bengali serial)।

জয়জিতের চরিত্রের নাম অশোক আর ঋ'র চরিত্রের নাম কবিতা । অশোক সব কাজে ব্যর্থ । আর তার বউ কবিতা চায় সংসারে আধিপত্য কায়েম করতে । চরিত্র নিয়ে এর থেকে বেশি কিছু এখনই বলতে চান না দুজনের কেউই । তবে, 'তিথির অতিথি'র পর ফের এতদিন বাদে একে অপরের সঙ্গে জুটি বেঁধে খুশি, নিজেরাই জানিয়েছেন এই কথা ।

বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ

আরও পড়ুন: Thinking of Him: রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর, কবিগুরু-ভিক্টোরিয়ার কাহিনি এবার সেলুলয়েডে

দুজনের একই বক্তব্য, "জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় । আমরা দুজনে প্রচুর ঝগড়া করেছি । একে অপরের শত্রু হয়েছি । ওটাও একটা সময় ছিল, আবার এটাও একটা সময় আসছে । আবার আমরা একসঙ্গে হয়েছি । দুজনেরই রিয়ালাইজেশন হয়েছে । তাই আবার একসঙ্গে আমরা । একসঙ্গে কাজ করব এবং ভাল কাজ করব । আমরা উভয়েই আশাবাদী নতুন এই কাজ নিয়ে । এই কাজের কথা যখন হয় তখন আমরা দুজনেই জানতাম দুজনের বিপরীতে থাকব ৷ কেউই তখন আপত্তি করিনি ।"

উল্লেখ্য, এই চ্যানেলের দৌলতেই বিবাদ শুরু হয় দুজনের । আবার এই চ্যানেলের দৌলতেই ফের এক ফ্রেমে আসছেন তাঁরা । তাও আবার দম্পতির ভূমিকায় ।বলা বাহুল্য, এই দুই অভিনেতাকে নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে চিরকাল । এ বার এঁদের কেমেস্ট্রি দর্শককে কতটা প্রভাবিত করে সেটাই দেখার । 16 মে থেকে জার্নি শুরু তাঁদের ।

Last Updated : May 5, 2022, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.