ETV Bharat / entertainment

Jennifer Stuns in Manish Lehenga: মণীশ মালহোত্রার লেহেঙ্গায় দেশি গার্ল জেনিফার অ্যানিস্টন - মণীশ মালহোত্রা

মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি গার্লের অবতারে হাজির হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন (Jennifer Stuns in Manish Lehenga)৷ মার্ডার মিস্ট্রি 2-এর (Murder Mystery 2) ট্রেলারে তাঁকে এই বেশে দেখা গিয়েছে (Jennifer Aniston in lehenga)৷

Jennifer Stuns in Manish Lehenga ETV Bharat
জেনিফার অ্যানিস্টন
author img

By

Published : Jan 31, 2023, 8:15 PM IST

লস অ্যাঞ্জেলেস, 31 জানুয়ারি: ভারতকে ফ্যাশনের বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা (Jennifer Stuns in Manish Lehenga)। মণীশের সর্বশেষ কাজে গর্বে বুক ফুলে উঠবে দেশবাসীর । হলিউড সেলিব্রিটি জেনিফার অ্যানিস্টনকে 'মার্ডার মিস্ট্রি 2'-তে (Murder Mystery 2) দেশি গার্ল বানিয়ে ফেলেছেন মণীশ ৷ আসন্ন একটি আন্তর্জাতিক ছবিতে তাঁর ডিজাইন করা লেহেঙ্গা পরেছেন জেনিফার (Jennifer Aniston in Lehenga)।

সোমবার সন্ধ্যায় নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয় । ট্রেলারে জেনিফারকে একটি আইভরি লেহেঙ্গা পরতে দেখা যাচ্ছে । তাঁর পরনে রয়েছে একটি ম্যাচিং লেহেঙ্গা স্কার্ট, একটি দোপট্টা এবং ঐতিহ্যবাহী গয়না । তাছাড়া অ্যাডাম স্যান্ডলারের পরনেও রয়েছে আইভরি শেরওয়ানি ৷

দু মিনিটের ট্রেলারে দেখা গিয়েছে, অ্যাডাম এবং জেনিফারের চরিত্র নিক এবং অড্রে স্পিটজ এখন ফুল টাইম গোয়েন্দা । তাঁদের প্রথম হত্যার রহস্য সমাধানের চার বছর পর এই যুগল তাঁদের বন্ধু মহারাজার বিবাহ উদযাপনের জন্য তাঁর ব্যক্তিগত দ্বীপে আমন্ত্রণ পান । বিয়ের আসর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেনিফার মণীশ মালহোত্রার লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই গয়না পরে হেঁটে আসছেন । ম্যাচিং শেরওয়ানিতে তাঁর পাশে দারুণ মানিয়েছে স্যান্ডলারকেও ৷

আরও পড়ুন: সিনেমার বিষয় সিনেমাতেই সীমাবদ্ধ রাখা উচিৎ, পাঠান বিতর্কে সমালোচকদের একহাত শাহরুখের

জেনিফারের দেশি চেহারা নেটিজেনদের নজর কেড়েছে । জেনিফার এবং অ্যাডাম তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করেছেন । তাঁরা পোস্টটির ক্যাপশন লিখেছেন, "আমরা ফিরছি..... মার্চ 31!! @netflixfilm।" এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, মণীশ মালহোত্রা ওয়ার্ল্ড একটি সাদা হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷

মণীশ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে আপডেট দিয়ে নেটিজেনদের এই খবর নিশ্চিত করেছেন । ট্রেলারটি দেখার পরে মণীশের ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর নেটফ্লিক্স ইন্ডিয়ার পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, "এগিয়ে যাও মণীশ!!!! এটা তোমার লেহেঙ্গা ।"

মার্ডার মিস্ট্রি 2 জেরেমি গ্যারেলিক পরিচালিত এবং জেমস ভ্যান্ডারবিল্টের লেখা একটি কমেডি রহস্য চলচ্চিত্র । এটি 2019 সালের চলচ্চিত্র মার্ডার মিস্ট্রির সিক্যুয়েল এবং এতে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার ও জেনিফার অ্যানিস্টন ৷ মার্ডার মিস্ট্রি 2 নেটফ্লিক্সে 31 মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

লস অ্যাঞ্জেলেস, 31 জানুয়ারি: ভারতকে ফ্যাশনের বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা (Jennifer Stuns in Manish Lehenga)। মণীশের সর্বশেষ কাজে গর্বে বুক ফুলে উঠবে দেশবাসীর । হলিউড সেলিব্রিটি জেনিফার অ্যানিস্টনকে 'মার্ডার মিস্ট্রি 2'-তে (Murder Mystery 2) দেশি গার্ল বানিয়ে ফেলেছেন মণীশ ৷ আসন্ন একটি আন্তর্জাতিক ছবিতে তাঁর ডিজাইন করা লেহেঙ্গা পরেছেন জেনিফার (Jennifer Aniston in Lehenga)।

সোমবার সন্ধ্যায় নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয় । ট্রেলারে জেনিফারকে একটি আইভরি লেহেঙ্গা পরতে দেখা যাচ্ছে । তাঁর পরনে রয়েছে একটি ম্যাচিং লেহেঙ্গা স্কার্ট, একটি দোপট্টা এবং ঐতিহ্যবাহী গয়না । তাছাড়া অ্যাডাম স্যান্ডলারের পরনেও রয়েছে আইভরি শেরওয়ানি ৷

দু মিনিটের ট্রেলারে দেখা গিয়েছে, অ্যাডাম এবং জেনিফারের চরিত্র নিক এবং অড্রে স্পিটজ এখন ফুল টাইম গোয়েন্দা । তাঁদের প্রথম হত্যার রহস্য সমাধানের চার বছর পর এই যুগল তাঁদের বন্ধু মহারাজার বিবাহ উদযাপনের জন্য তাঁর ব্যক্তিগত দ্বীপে আমন্ত্রণ পান । বিয়ের আসর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেনিফার মণীশ মালহোত্রার লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই গয়না পরে হেঁটে আসছেন । ম্যাচিং শেরওয়ানিতে তাঁর পাশে দারুণ মানিয়েছে স্যান্ডলারকেও ৷

আরও পড়ুন: সিনেমার বিষয় সিনেমাতেই সীমাবদ্ধ রাখা উচিৎ, পাঠান বিতর্কে সমালোচকদের একহাত শাহরুখের

জেনিফারের দেশি চেহারা নেটিজেনদের নজর কেড়েছে । জেনিফার এবং অ্যাডাম তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করেছেন । তাঁরা পোস্টটির ক্যাপশন লিখেছেন, "আমরা ফিরছি..... মার্চ 31!! @netflixfilm।" এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, মণীশ মালহোত্রা ওয়ার্ল্ড একটি সাদা হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷

মণীশ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে আপডেট দিয়ে নেটিজেনদের এই খবর নিশ্চিত করেছেন । ট্রেলারটি দেখার পরে মণীশের ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর নেটফ্লিক্স ইন্ডিয়ার পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, "এগিয়ে যাও মণীশ!!!! এটা তোমার লেহেঙ্গা ।"

মার্ডার মিস্ট্রি 2 জেরেমি গ্যারেলিক পরিচালিত এবং জেমস ভ্যান্ডারবিল্টের লেখা একটি কমেডি রহস্য চলচ্চিত্র । এটি 2019 সালের চলচ্চিত্র মার্ডার মিস্ট্রির সিক্যুয়েল এবং এতে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার ও জেনিফার অ্যানিস্টন ৷ মার্ডার মিস্ট্রি 2 নেটফ্লিক্সে 31 মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.