ETV Bharat / entertainment

Falguni Shah wins Grammy: গ্র্যামি জিতে নিলেন আমেরিকা প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি

author img

By

Published : Apr 4, 2022, 5:47 PM IST

তাঁর 'এ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নিলেন আমেরিকা প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি(Indian American singer Falguni Shah wins Grammy) ৷

Indian-American singer Falguni Shah wins Grammy
গ্র্যামি জিতলেন ইন্দো-আমেরিকান শিল্পী ফাল্গুনি শাহ

লস ভেগাস, 4 এপ্রিল : ছোটদের গানের বিভাগে গ্র্যামি জিতে নিলেন মার্কিন প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি শাহ ৷ মূলত স্টেজে ফালু বলেই সুপরিচিত এই গায়িকা নিজের প্রথম গ্র্যামি পুরস্কার জিতে নিলেন তাঁর 'এ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামের জন্য ৷ ফাল্গুনির জন্ম মুম্বইতে তবে তিনি বর্তমানে থাকেন নিউইর্য়কে ৷ নিজের এই সাফল্যের পর ইনস্টাগ্রামে অ্যালবামের রেকর্ডিং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এই গীতিকার এবং গায়িকা (Indian American singer Falguni Shah wins Grammy) ৷

একইসঙ্গে তিনি লেখেন, "আজ যে ম্য়াজিকটা ঘটে গেল বর্ণনা করার ভাষা আমার নেই ৷ গ্র্যামির এই প্রিমিয়ারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশেন করা এবং তারপর এ কালার ফুল ওয়ার্ল্ডের পিছনে যাঁদের পরিশ্রম রয়েছে তাঁদের সকলের পক্ষ থেকে এই মূর্তিটিকে (গ্র্যামি পুরস্কার ) ঘরে নিয়ে যেতে পারা সত্যি ভীষণ সম্মানের ৷ "এর আগেও 2018 সালে তাঁর অ্যালবাম 'ফালুর বাজার' গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিল ৷

আরও পড়ুন : দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় শিল্পী রিকি কেজ

জীবনের গোড়ার দিকে, জয়পুর সঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, কৌমুদি মুন্সীর অধীনে বারানসী শৈলীতে ঠুমরি এবং উদয় মজুমদারের কাছ থেকে সেমি ক্লাসিক্যাল সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন ফাল্গুনি । শুধু তাই নয়, ফাল্গুনির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে তিনি প্রয়াত সারেঙ্গীবাদক এবং কণ্ঠশিল্পী ওস্তাদ সুলতান খানের কাছেও সঙ্গীত শিক্ষা করেছেন এবং কিংবদন্তি কিশোরী আমনকরেরও শিষ্যা ছিলেন তিনি ৷ 2000 সালের পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এই গায়িকা ৷ এরপর ইয়ো-ইয়ো মা, উইক্লেফ জিন, ফিলিপ গ্লাস, রিকি মার্টিন, ব্লুজ ট্রাভেলার এবং এ আর রহমানের সঙ্গেও যৌথভাবে কাজ করেছেন তিনি ৷

লস ভেগাস, 4 এপ্রিল : ছোটদের গানের বিভাগে গ্র্যামি জিতে নিলেন মার্কিন প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি শাহ ৷ মূলত স্টেজে ফালু বলেই সুপরিচিত এই গায়িকা নিজের প্রথম গ্র্যামি পুরস্কার জিতে নিলেন তাঁর 'এ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামের জন্য ৷ ফাল্গুনির জন্ম মুম্বইতে তবে তিনি বর্তমানে থাকেন নিউইর্য়কে ৷ নিজের এই সাফল্যের পর ইনস্টাগ্রামে অ্যালবামের রেকর্ডিং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এই গীতিকার এবং গায়িকা (Indian American singer Falguni Shah wins Grammy) ৷

একইসঙ্গে তিনি লেখেন, "আজ যে ম্য়াজিকটা ঘটে গেল বর্ণনা করার ভাষা আমার নেই ৷ গ্র্যামির এই প্রিমিয়ারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশেন করা এবং তারপর এ কালার ফুল ওয়ার্ল্ডের পিছনে যাঁদের পরিশ্রম রয়েছে তাঁদের সকলের পক্ষ থেকে এই মূর্তিটিকে (গ্র্যামি পুরস্কার ) ঘরে নিয়ে যেতে পারা সত্যি ভীষণ সম্মানের ৷ "এর আগেও 2018 সালে তাঁর অ্যালবাম 'ফালুর বাজার' গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিল ৷

আরও পড়ুন : দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় শিল্পী রিকি কেজ

জীবনের গোড়ার দিকে, জয়পুর সঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, কৌমুদি মুন্সীর অধীনে বারানসী শৈলীতে ঠুমরি এবং উদয় মজুমদারের কাছ থেকে সেমি ক্লাসিক্যাল সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন ফাল্গুনি । শুধু তাই নয়, ফাল্গুনির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে তিনি প্রয়াত সারেঙ্গীবাদক এবং কণ্ঠশিল্পী ওস্তাদ সুলতান খানের কাছেও সঙ্গীত শিক্ষা করেছেন এবং কিংবদন্তি কিশোরী আমনকরেরও শিষ্যা ছিলেন তিনি ৷ 2000 সালের পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এই গায়িকা ৷ এরপর ইয়ো-ইয়ো মা, উইক্লেফ জিন, ফিলিপ গ্লাস, রিকি মার্টিন, ব্লুজ ট্রাভেলার এবং এ আর রহমানের সঙ্গেও যৌথভাবে কাজ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.