ETV Bharat / entertainment

HBD Sumona Chakravarti: শরীরে কঠিন রোগ, ছিল না কাজও ; হাসি দিয়েই লড়াই জিতলেন সুমনা - HBD Sumona Chakravarti

শরীরে ছিল কঠিন রোগ ৷ লকডাউনে পাচ্ছিলেন না কাজও ৷ তবু লড়াই ছাড়েননি সুমনা চক্রবর্তী ৷ আজ জন্মদিনে ফিরে দেখা তাঁর জীবনের কিছু গল্প।

HBD Sumona Chakravarti
লড়াইয়ের নাম সুমনা চক্রবর্তী
author img

By

Published : Jun 24, 2023, 10:36 AM IST

কলকাতা, 24 জুন: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তীর নামটাই আজ বদলে হয়েছে 'ভুড়ি' ৷ 'দ্য কপিল শর্মা শো'-এর দৌলতে তিনি এখন খ্য়াত এই নামেই ৷ শোয়ে দেখা যায় কাপ্পুর প্রতি এক তরফা প্রেমে 'ভুড়ি' পাগল ৷ অন্যদিকে, কাপ্পু শর্মা তাকে তেমন পাত্তা দেয়না ৷ বরং প্রায়ই কটাক্ষ করে তার বড় ঠোঁট এবং মুখ নিয়ে ৷ জবাব দেয় ভুড়িও ৷ আর এই মজাদার কথপোকথনেই হাসিতে ফেটে পড়েন দর্শকরা ৷ তবে যিনি সকলকে হাসান তাঁকে জীবনে ফেলতে হয়েছে বহু চোখের জল ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা সেই কাহিনি ৷

সালটা ছিল 2021 ৷ লকডাউনে কাজ হারিয়ে রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন সুমনা ৷ শরীরেও ছিল জটিল রোগ ৷ সুমনা মূলত তাঁর নিজের কথা তেমনভাবে সোশালে তুলে ধরেন না ৷ কিন্তু সেদিন তিনি জানিয়েছিলেন কি কঠিন পরিস্থিতি চলেছে তাঁর ৷ 2021 সালের 14 মে ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "অনেকদিন পর সঠিকভাবে ওয়ার্ক আউট করলাম ৷...আমার কাজ নেই ঠিকই তবে এটুকুতে নিজেকে প্রিভিলেজড মনে হচ্ছে যে আমি আমার এবং পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছি ৷"

তিনি আরও লিখেছিলেন, "আজ এমন কিছু বলতে চাই যা আগে কখনও শেয়ার করিনি ৷ 2011 সাল থেকে এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছি ৷ চতুর্থ স্টেজে রয়েছি ৷ সঠিক খাদ্যাভ্যাস, কোনওরকম স্ট্রেস না নেওয়া এবং ব্যায়ম করলে তবেই ভালো থাকব ৷" তিনি এও জানিয়েছিলেন চারপাশ যেভাবে ঘৃণা, হিংসায় ভরে গিয়েছে তাতে যা একমাত্র দরকার তা হল সকলের ভালোবাসা ৷ এই রকম কঠিন সময়ও কেটে যায় ৷ একসময় কাজের জন্য় যাঁকে রীতিমতো কঠিন পরিশ্রম করতে হয়েছে আজ তিনি হাসির রানি ৷

আরও পড়ুন: ফের শ্রাবন্তীর সঙ্গে জুটিতে জিতু, জুলাই থেকে শুরু শুটিং

'দ্য কপিল শর্মা শো'-এর ভুড়ি আজও স্টেজে রাজ করেন স্বমহিমায় ৷ তাঁর জীবনের নানান গল্প থেকে আজ শিক্ষা নিতে পারেন হয়তো অনেক অনুরাগীরাই ৷ কঠিন সময় ঠিক কেটে যাবেই ৷ দরকার শুধু ক্রিজে টিকে থাকার ৷ সেটাই করেছেন সুমনা ৷ 'কস্তুরি', 'বড়ে আচ্ছে লাগতে হ্য়ায়', 'জামাই রাজা'-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি ৷ আর এখনও তিনি হাসির সম্রাজ্ঞী ৷ তাই অনুরাগীরা আজ বলছেন, শুভ জন্মদিন ৷

কলকাতা, 24 জুন: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তীর নামটাই আজ বদলে হয়েছে 'ভুড়ি' ৷ 'দ্য কপিল শর্মা শো'-এর দৌলতে তিনি এখন খ্য়াত এই নামেই ৷ শোয়ে দেখা যায় কাপ্পুর প্রতি এক তরফা প্রেমে 'ভুড়ি' পাগল ৷ অন্যদিকে, কাপ্পু শর্মা তাকে তেমন পাত্তা দেয়না ৷ বরং প্রায়ই কটাক্ষ করে তার বড় ঠোঁট এবং মুখ নিয়ে ৷ জবাব দেয় ভুড়িও ৷ আর এই মজাদার কথপোকথনেই হাসিতে ফেটে পড়েন দর্শকরা ৷ তবে যিনি সকলকে হাসান তাঁকে জীবনে ফেলতে হয়েছে বহু চোখের জল ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা সেই কাহিনি ৷

সালটা ছিল 2021 ৷ লকডাউনে কাজ হারিয়ে রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন সুমনা ৷ শরীরেও ছিল জটিল রোগ ৷ সুমনা মূলত তাঁর নিজের কথা তেমনভাবে সোশালে তুলে ধরেন না ৷ কিন্তু সেদিন তিনি জানিয়েছিলেন কি কঠিন পরিস্থিতি চলেছে তাঁর ৷ 2021 সালের 14 মে ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "অনেকদিন পর সঠিকভাবে ওয়ার্ক আউট করলাম ৷...আমার কাজ নেই ঠিকই তবে এটুকুতে নিজেকে প্রিভিলেজড মনে হচ্ছে যে আমি আমার এবং পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছি ৷"

তিনি আরও লিখেছিলেন, "আজ এমন কিছু বলতে চাই যা আগে কখনও শেয়ার করিনি ৷ 2011 সাল থেকে এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছি ৷ চতুর্থ স্টেজে রয়েছি ৷ সঠিক খাদ্যাভ্যাস, কোনওরকম স্ট্রেস না নেওয়া এবং ব্যায়ম করলে তবেই ভালো থাকব ৷" তিনি এও জানিয়েছিলেন চারপাশ যেভাবে ঘৃণা, হিংসায় ভরে গিয়েছে তাতে যা একমাত্র দরকার তা হল সকলের ভালোবাসা ৷ এই রকম কঠিন সময়ও কেটে যায় ৷ একসময় কাজের জন্য় যাঁকে রীতিমতো কঠিন পরিশ্রম করতে হয়েছে আজ তিনি হাসির রানি ৷

আরও পড়ুন: ফের শ্রাবন্তীর সঙ্গে জুটিতে জিতু, জুলাই থেকে শুরু শুটিং

'দ্য কপিল শর্মা শো'-এর ভুড়ি আজও স্টেজে রাজ করেন স্বমহিমায় ৷ তাঁর জীবনের নানান গল্প থেকে আজ শিক্ষা নিতে পারেন হয়তো অনেক অনুরাগীরাই ৷ কঠিন সময় ঠিক কেটে যাবেই ৷ দরকার শুধু ক্রিজে টিকে থাকার ৷ সেটাই করেছেন সুমনা ৷ 'কস্তুরি', 'বড়ে আচ্ছে লাগতে হ্য়ায়', 'জামাই রাজা'-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি ৷ আর এখনও তিনি হাসির সম্রাজ্ঞী ৷ তাই অনুরাগীরা আজ বলছেন, শুভ জন্মদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.