ETV Bharat / entertainment

Neel Birthday Celebration: ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা - Neel Birthday Celebration

কেক নিয়ে মেতে উঠলেন অভিনেতা নীল ভট্টাচার্য ৷ দেখুন এই টেলি অভিনেতার বার্থ ডে সেলিব্রেশনের কিছু ঝলক ৷

Neel Birthday Celebration
জন্মদিনে মেতে উঠলেন নীল
author img

By

Published : Jun 8, 2023, 1:19 PM IST

কলকাতাা, 8 জুন: গতবছরও তৃণা সাহার আয়োজিত পার্টিতে মধ্যরাত থেকেই শুরু হয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিনের সেলিব্রেশন ৷ এবারও নীলের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে ৷ বৃহস্পতিবার জন্মদিন এই টেলি অভিনেতার ৷ জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন নীল ৷ আর তার উদযাপন হবে না তাও কী হয়! নীলের ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল বার্থ ডে সেলিব্রেশনের কিছু ভিডিয়ো ৷ কোথাও তাঁকে দেখা গেল চকোলেট কেক নিয়ে মেতে উঠতে, আবার কোথাও কেক আর ফায়ার ক্র্যাকারের সঙ্গে অভিনেতার পাশে দেখা গেল তাঁর প্রিয়তমা তৃণা সাহাকেও ৷

পর্দার গুনগুনের সঙ্গে নীলের জুটি রিয়েল লাইফে বেশ চর্চিত ৷ এর আগেই একসঙ্গে জামাইষষ্ঠী নিয়ে মেতেছিলেন তাঁরা ৷ সেবার তৃণা যে ছবি শেয়ার করেছিলেন তাতে নীলের হাতে ছিল বেশ বড়সড় একটি দইয়ের হাঁড়ি ৷ এবারও নীলের বার্থ ডে সেলিব্রেশনে টেলি দুনিয়ার অন্যান্য সেলেবদের সঙ্গে রইলেন নিয়ন রঙের পোশাকে নজর কাড়লেন তৃণাও ৷ টেলিপাড়ার অন্য়দের মধ্যে দেখা গেল সৈরিতি বন্দোপাধ্য়ায়কে ৷

Neel Birthday Celebration
নীলের জন্মদিনের পার্টির কিছু ঝলক

নীলের টেলিপাড়ায় পথ চলা শুরু 'ঠিক যেন লাভস্টোরি'র হাত ধরে ৷ 2014 সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক ৷ সেখানে তাঁর চরিত্রের নাম ছিল আদিদেব বোস ৷ এরপর 'স্ত্রী' ধারাবাহিকেও তাঁর চরিত্রটি বেশ আলোচিত হয় ৷ তবে নীল ভট্টাচার্য ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তাঁর 'কৃষ্ণকলি' ধারাবাহিকটির হাত ধরে ৷ এখানে তাঁর চরিত্রের নাম ছিল নিখিল চৌধুরী ৷ নিখিল এবং কৃষ্ণকলির রসায়ন এতটাই মোহিত করেছিল দর্শকদের যে, এই ধারাবাহিক চলেছিল প্রায় চার বছর ৷

Neel Birthday Celebration
সবুজ পোশাকে হাজির তৃণাও

আরও পড়ুন: সাত বছর পর ট্রেনে, সাক্ষাৎ সুমনের সঙ্গেও ; স্বস্তিকার মুম্বই সফরের খুঁটিনাটি

এরপর 'উমা' ধারাবাহিকে কাজ করেছিলেন নীল ৷ এরপর গতবছর শুরু হয় নীলের নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' ৷ ফের একবার তাঁর পর্দার কৃষ্ণকলি তিয়াসা রায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা ৷ সেই ধারাবাহিক অবশ্য় এখনও চলেছে ৷ এর মাঝে বিদেশেও শ্যুটিং সেরে এসেছেন তাঁরা ৷ তাই বলাই বাহুল্য় নীল-তিয়াসা জুটি এখন বাংলার ঘরে ঘরে ৷

কলকাতাা, 8 জুন: গতবছরও তৃণা সাহার আয়োজিত পার্টিতে মধ্যরাত থেকেই শুরু হয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিনের সেলিব্রেশন ৷ এবারও নীলের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে ৷ বৃহস্পতিবার জন্মদিন এই টেলি অভিনেতার ৷ জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন নীল ৷ আর তার উদযাপন হবে না তাও কী হয়! নীলের ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল বার্থ ডে সেলিব্রেশনের কিছু ভিডিয়ো ৷ কোথাও তাঁকে দেখা গেল চকোলেট কেক নিয়ে মেতে উঠতে, আবার কোথাও কেক আর ফায়ার ক্র্যাকারের সঙ্গে অভিনেতার পাশে দেখা গেল তাঁর প্রিয়তমা তৃণা সাহাকেও ৷

পর্দার গুনগুনের সঙ্গে নীলের জুটি রিয়েল লাইফে বেশ চর্চিত ৷ এর আগেই একসঙ্গে জামাইষষ্ঠী নিয়ে মেতেছিলেন তাঁরা ৷ সেবার তৃণা যে ছবি শেয়ার করেছিলেন তাতে নীলের হাতে ছিল বেশ বড়সড় একটি দইয়ের হাঁড়ি ৷ এবারও নীলের বার্থ ডে সেলিব্রেশনে টেলি দুনিয়ার অন্যান্য সেলেবদের সঙ্গে রইলেন নিয়ন রঙের পোশাকে নজর কাড়লেন তৃণাও ৷ টেলিপাড়ার অন্য়দের মধ্যে দেখা গেল সৈরিতি বন্দোপাধ্য়ায়কে ৷

Neel Birthday Celebration
নীলের জন্মদিনের পার্টির কিছু ঝলক

নীলের টেলিপাড়ায় পথ চলা শুরু 'ঠিক যেন লাভস্টোরি'র হাত ধরে ৷ 2014 সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক ৷ সেখানে তাঁর চরিত্রের নাম ছিল আদিদেব বোস ৷ এরপর 'স্ত্রী' ধারাবাহিকেও তাঁর চরিত্রটি বেশ আলোচিত হয় ৷ তবে নীল ভট্টাচার্য ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তাঁর 'কৃষ্ণকলি' ধারাবাহিকটির হাত ধরে ৷ এখানে তাঁর চরিত্রের নাম ছিল নিখিল চৌধুরী ৷ নিখিল এবং কৃষ্ণকলির রসায়ন এতটাই মোহিত করেছিল দর্শকদের যে, এই ধারাবাহিক চলেছিল প্রায় চার বছর ৷

Neel Birthday Celebration
সবুজ পোশাকে হাজির তৃণাও

আরও পড়ুন: সাত বছর পর ট্রেনে, সাক্ষাৎ সুমনের সঙ্গেও ; স্বস্তিকার মুম্বই সফরের খুঁটিনাটি

এরপর 'উমা' ধারাবাহিকে কাজ করেছিলেন নীল ৷ এরপর গতবছর শুরু হয় নীলের নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম' ৷ ফের একবার তাঁর পর্দার কৃষ্ণকলি তিয়াসা রায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা ৷ সেই ধারাবাহিক অবশ্য় এখনও চলেছে ৷ এর মাঝে বিদেশেও শ্যুটিং সেরে এসেছেন তাঁরা ৷ তাই বলাই বাহুল্য় নীল-তিয়াসা জুটি এখন বাংলার ঘরে ঘরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.